পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ম্যাডাগাস্কারের নারী সমগ্র ম্যাডাগাস্কারের সভ্যতার কো একটা সীম নাই—এই দেশের বিভিন্ন জাতির সভ্যতা বিভিন্ন প্রকারের। হোভা বা এণ্টমেরিন জাতির সভ্যতা এক রকম, বেসিলেক্ট্ৰ'জাতির সভ্যতা আর-এক প্রকার। এই দ্বীপটিতে অনেকগুলি জাতি বাস করে। পশ্চিম উপকূলে বাস করে স্তাকালাভ জাতি, পূর্ব উপকূল এবং মধ্যপ্রদেশের উচ্চভূমির মাঝখানে থাকে বেজানোজানো জাতি। পূর্ব উপকূলে বাস করে এণ্টৈমোরে এবং বেট্‌সিমিসারাক জাতি । মাহাফালি এবং বারা জাতি দক্ষিণে ৰাস করে । উত্তর দিকে আন্টান কারানাদের প্রাধান্ত । মুঝিপানে উচ্চভূমিতে যেসব জাতি বাস করে, তাহারাই ম্যাডাগাস্কারের সর্বাপেক্ষা বেণী সভ্য এবং শান্ত। এই স্থানের বাসৗন্দাদের দৈনিক জীবনযাত্রার কথা খুব বেশী পরিমাণে জানিতে পারা যায়। এইখানের নারীর প্রধানত মালাগালি-নারী নামে অভিহিত হয় । বেটুসিলেও বালিক। এদের চেহার অনেকটা মালয়-জাতীয়দের মতন, একটুখানি নিগ্রে-রক্তের মিশল আছৈ দ্বীপের নারীদের মধ্যে পুরুষদের মতই নানা রকমের পার্থক্য দেখা যায়। এটিমেরিনা জাতির লোকেরা অনেকটা দেখিতে পলিনেসিয়ানদের মতন, অঙ্গের গড়নের কেশ সাম্য আছে--দেহের রং হরিদ্র বর্ণের, দৈর্ঘ্য মাঝামাঝি।” অন্যান্য জাতির নারীরা দেখিতে নানা রকমের হয়-দেহের বা কৃষ্ণ, অনেকের রূপ হুবহু নিগ্রোদের মুহিলা-মজলিস—ম্যাডাগাস্কারের নারী AAMMAMMMMMMM Me SAS SSAS SSAS MeS eAMeM eM MMMMeSeAM MM MAeeeAeSMAAA SAAAAAS AAASASASS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S S S S A S A S A S A S A S A S S S - ** વિશ્વ —সাক{লাভ নারী, লাম্বা-পরিহিত ইহাদেব চুল কেঁপড়ানো, চেহারা নিগ্ৰে— মতই। তাঁহাদের দৈর্ঘ্য আরো বেশী, নাক মুখ একটু বেশী চেপ্টা। ইহাদের ভাষার সহিত অষ্ট্রো-এশিয়ান ভাষার কিছু ঐক্য আছে, কিন্তু আকারে প্রকাবে উক্তদেশসমূহের লোকদের সহিত ম্যাডাগাস্কার-বাসীদের বিশেষ কোন মিল পাওয়া দুষ্কর । * সমস্ত দ্বীপটিতে স্ত্রী এবং পুরুষের কাজ ভাগ করা আছে । পুরুষ বেশীর ভাগ সময়েই শীকার করে, মাছ ধরে, জাল বুনে, শস্তোব ক্ষেত চষে বা ঘর দুয়ার তৈরী করে। পশু পালনের কাজও তাহার করিয়া থাকে। গরুবাছুর ইত্যাদি পশুকে ইহার জেবুস বলে স্ত্রীলোকেরা রান্নার কাজ করে, ছোট ছোট মাছ ধরে, ধরের ছাউমি দেয়, ক্ষেতে শস্ত লাগায় এবং ছেলেমেয়েদের সমস্ত ভার গ্রহণ কবে । কাজের নমুনা দেখিয়া মনে হয়, পুরুষই সকল শক্ত কাজ করে, কিন্তু বাস্তবিক পক্ষে তাহা নয় । নারীদের কাজের খাটুনি অনেক বেশী। কোন কাজের ক্লান্তি কতখানি তাহাঁর বিষয় চিন্তা করিয়া কাজ ভাগ করা হয় নাই । 愈 বেজানোজারে জাতি ছাড়া অন্য সব জাতির মধ্যে নারীর স্থান পুরুষের সমান। ম্যাডাগাসকারে পুরুষের }