পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুদ্রে কুড়ানাে জিনিসে বাড়ী তৈরী— . দৈনিক রোজনামচার পথ ছাড়িয়ে একটা-কিছু করলেই লোকের চোখে চমক লাগে–ছুটে আসে সবাই দেখতে—ব্যাপারটা কি হল । তা সীমান্ত একটা খেলনাই হোক আর খুব দরকারী বা অদরকারী কিছু একটা হোক। আমেরিকার ক্যালিফোর্শিয়া রেডোণ্ডোর কাছে সমুদ্রের উপকূলে একটা প্রকাও পাড়া পাথরের ধাশে এক ভালোক একটি বাসগৃহ তৈরী করেছেন মাত্র এক ডলার বা সাড়ে তিন টাকা বায় করে । বিংম অম্বথে ভুগে সমুদ্রের ধারে বাস করতে ইচ্ছে হল, কিন্তু বাডী ভাড়া বা তৈরী করবার পয়সার অভাব। কাজেই তাকে বিনা-পয়সায় যেমন করে" -হোক একটা থাকবার মত বাড়ী তৈরী করবার উপায়" চিন্তা করতে হল। আগত অতিথিদের নাম সই করবার বন্দোবস্ত আছে খাতাতে নয়, খুব মন্থণ করে চাছ। কাঠের তক্ততে। লোহার তীরে সার-বন্দি করে এই তক্ত টাঙ্গানে ধাকে—একখানা নামে ভরে গেলেই সেটাকে তারের এক প্রান্তে সরিয়ে রাখা হয় । বসবার চৌকি তৈরী করা হয়েছে মদের পিপার ওপর গদি লাগিয়ে। জালার সার্সি কেবল পয়সা দিয়ে কিনতে হয়েছে ; সমুদ্রে যে-সব কাচ পাওয়া যায়, তার বড় বেশী টুকর টুকর অবস্থা । বাড়ীর পাশে পাথরের গায়ে একটা ঝরণা আছে—তার মুখে নল লাগিয়ে বাড়ীর ভিতর থাম্বীর-জল আনা হুর। বাড়ীর পাশে একটা পিপাতে সব সময় জল ভরা থাকে। বাড়ীটির নামকরণ হয়েছে “ফ্রেটসাম্ কাস্ল" এবং কাসলএর অধিকারী হচ্ছেন—লুই ডার্ট, সমুদ্রের সাহায্যে তৈরী বাড়ী সমুদ্রে নানা রকম জিনিষপত্র ভেসে আসে–সেই সমস্ত জিনিষ যোগাড় করে করে বাড়ী তৈৰী মরু হল। প্রথম যে বাড়ীটি হয়, সেটিতে কোন-রকমে থাকা চলত। কিন্তু বর্তমানে তার নানা রকম উন্নতি করা হয়েছে। এবং একতলার পরিবর্ষে দুতল করা হয়েছে। শোবার ঘর, বস্বার ঘর, রান্নার ঘর ইত্যাদি সবই আছে। যে সিড়ি দিয়ে অভ্যাগতর ওপরে ওrঠন তা কোন একটা জাহাজের ছিল। সিড়ি দিয়ে ওপরে উঠেই একটা ছোট হাতল আছে, সেটা ট্রাষ্ট্রে ভিতরে একটা লোহার ডাও সুইটজারল্যাণ্ডের নির্বাচন-ভূমি— হইটজারল্যাও ২২টি স্বাধীন প্রদেশের সমষ্টি। এক একটি প্রদেশকে ক্যান্টন বলে। বহু পুরাতন চারিটি ক্যান্টনে বৎসরে বৎসরে এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম রবিবারে জনসাধারণ আগামী বৎসরের শাসনকার্য নিৰ্ব্বাহ করিবার জঙ্ক কর্মচারী নির্বাচন করিয়া থাকে। নিৰ্ব্বাচন-স্থান খোলা মাঠের উপর। এই দেশে