পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাতকেয় স্বষ্টি ভত্রিমাসের প্রবাসীতে প্রযুক্ত দুর্গাপ্রসাদ মজুমদার মহাশয় ছেলেদের পাত্তাড়ি বিভাগে “চাতকের স্বষ্টি” শীর্ষক একটি গল্প লিখিয়াছেন। চাতকের স্বষ্টি সম্বন্ধে জামাদের দেশে (ব্রাহ্মণ গ1, ঢাকা ) ফার-একপ্রকার কিম্বদন্ত্রী প্রচলিত আছে। পাঠকপাঠিকাগণের কৌতুহল-নিবারণার্থ আমাদের জানা গল্পটি প্রকাশ করিলাম । এক নগরে এক বৃদ্ধ স্ত্রীলোক বাস করিত, কাছার একটিমাত্র পুত্র ছিল, আর দ্বতীর কোন আত্মীয়স্বজন তাহার ছিল না। রমণী, (দক্ষিত্র, সামাকু ব্যবসাদি করিয়া কোন প্রকারে জীবিকা নিৰ্ব্বাহ করিত; পুত্রটিরও ভরণপোষণ করিত। t একদা বৃদ্ধ জ্বররোগে আক্রান্ত হইল । ক্রমে তাহার রোগ বৃদ্ধি পাইতে লাগিল, পাড়। প্রতিবেশীর আসিয়া বৃদ্ধাকে দেখিয়া যাইত, পুত্রটিও নিকটে থাকিত। ক্রমে বুদ্ধার অবস্থা বড়ই সঙ্কটাপন্ন হইল, তাহার এমন শক্তি ছিল না যে ডাক্তার বা" কবিরাজ দ্বারা চিকিৎসা করাইৰে । কাজেই বৃদ্ধার রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল । একদিন বৃদ্ধ মুমু অবস্থার জলপান করিতে চাহিল ; কিন্তু ঘরে কেহই ছিল না যে একটু জল তাঁহাকে দেয়। সে কক্ষরস্বরে পুত্রকে ডাকিতে লাগিল। পুত্র ঘরের বাহিরে বসিয়া কি যেন খেল খেলিতেছিল, সে জননীর ডাক শুনির বাহির হইতে উত্তর করিল এবং জিজ্ঞাসা করিল—“মা ! “আমাকে ডাক কেন ?” জননী তাহার নিকট জল চাহিল । কিন্তু বালক ’দেই’ বলিয়া খেল করিতে লাগিল এবং জল দেওয়ার কথা ভুলিয়া গেল। এদিকে বৃদ্ধ শেষ অবস্থায় উপনীত। একেই ত সঙ্কটাপন্ন অবস্থl, তাঙ্গীতে আবার প্রবল জলপিপাসা;ে কিন্তু সময়মত জল ন পাইয়। ধৃদ্ধ বড়ই কাতর হইয়া পড়িল, আর জল চাহিতে পারিল না ; অত্যন্ধুকাল মধ্যে বৃদ্ধ রমণীর প্রাণবায়ু বহির্গত হইয় গেল । পুত্রটি অনেকক্ষণ পরে ঘরে আসিয়া দেখিল জননীর দেহে প্রাণ নাই ; তখন হঠাৎ তাহার জলের কথা স্মরণ হইল কিন্তু এখন আর স্মরণ হইলে "কি হইবে । বালকটি উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল ৷ জননী জল-পিপাসায় কাতর হইয় প্রাণত্যাগ করিল এই কথা ভাবিয়া" বালক যড়ই অনুতাপ ভোগ করিতে লাগিল । পাড়ার লোক সংবাদ পাইয়া আসিয়া বৃদ্ধর মৃতদেহের বথারীতি সংকীর করিল এবং জনৈক গ্রামবাসী বৃদ্ধার পুত্রটিকে নিজ বাড়ীতে রাথিয় ভরণপোষণ করিতে লাগিল। কিন্তু মাতৃশোকে বালক বড়ই কাতর হইয় পড়িল ; অবশেষে একদিন প্রবল জয়রোগে বৃদ্ধর স্মৃতিচিং পুত্রটিও জননীর নিকট চলিয়া গেল । বালকের মৃত্যু হইলে ধৰ্ম্মরাজের রাজসভায় পাপপুণ্যের বিচার আরও ছইল। ধৰ্ম্মরাঙ্গ বালকের পাপপুণ্য বিচার করিয়া বলিলেন, “তুই তোর জননীকে মৃত্যু-সময়ে জল দিস নাই; একারণে গুরুতর পাপগ্রন্ত হইয়াছিল, জননীর আত্মাও তোকে অভিশাপ দিয়াছে ; .অতএব এই পাপের ফল ভোকে ভোগ করিতেই হইবে। এ পাপ হইতে তোর কিছুতেই নিস্তার নাই। তোর স্নেহময়ী জননী জলপিপাসায় কাতরঙ্কণ্ঠে প্রাণত্যাগ করিয়াছে।” g - বালক ধৰ্গরাজের নিকট অনেক ক্রাকৃতি-মিনতি করিল । ধর্ণরঞ্জি

  • રેિ o %öv,

SR్బసి Ε . W) অনেকক্ষণ ভাবিয়া-চিন্তিয় বলিলেন—“তুই পরজন্মে পাখী হইয়৷ জীবনধারণ করিধি, এবং তোর জননীর মত শুষ্ককণ্ঠে জল, ভাল, ফটিক জল বলিয়৷ চীৎকার করিয়া আকাশে উড়িয়া বেড়াইবি— বৃষ্টিপাত ন হইলে কখনও জলপান করিতে পারিবি না, এবং তোর তৃষ্ণাও মিটিবে না।” সেই অবধি অভিশাপগ্রন্ত বালক চাতকপার্থী হইয়া আকাশপথে উড়িয় বেড়ায় আর তৃষ্ণায় কাতরকণ্ঠে ফটিকজল ফটিকজল বলিয়া, চীৎকার করির থাকে, বৃষ্টি ন হইলে আর জলপান করিতে পারে না । শ্ৰী নিবারণচন্দ্র চক্রবর্তী (マ列び列-S帝び乳 এ বছরের ২৪ নং জিজ্ঞাসার মীমাংসায় শ্ৰীযুক্ত ইন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় মহাশয় লিখেছেন, তৈল প্রভৃতি পদার্থ জলে পড়িলে যে কেবল ভাসিয়া থাকে তাহী নহে, ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে পরিণত হর ( droplets) I. . .” ı ( sig, as a opět 1 ) কিন্তু ব্যাপারটি একেবারেই তা নর। তেল জলের উপর ভাসে বটে কিন্তু বিন্দুতে পরিণত galáš od as I Surface Tensionań জন্তে জলের উপর তেল, যত কমই দিন না কেন, জলের সমস্ত surfaceএর উপরে স্তর হয়ে ছড়িয়ে পড়বে বা পড়তে চেষ্ট৷ করবে। - জলের surface যত যড় তবে তেলের স্তর তত পাতল হবে। স্বতরাং ইক্স-বাবুর মীমাংস বিজ্ঞান-সন্মত হয় নি । শ্ৰীযুক্ত বিজর বাস্ত্র জিনিসটাকে ঠিক্‌ বোঝাতে চেষ্টা করেছেন, তযে বাঙলায় খুব ভালো করে এই interference colourকে বোঝানো শক্ত। জলের টপর তেল পড়ার দরুন রং, সাবানের ফেনার রং, বা ইস্পাতের surfaceএর রং সবই এক কারণে হয় ; একে Colour of thin plates on 1 & R coast attalion ove কারণে বিপৰ্য্যস্ত হয়। বিজয়-বাবুর মীমাংসার একটা ভুল রয়ে গেছে । তিনি লিগেছেন “তৈলের উপর শাদ আলো পড়িলে এক অংশ উপরিতল" ( upper surface ) হইতে প্রতিফলিত হয়, আর-এক অংশ তৈলের স্তরে প্রবেশ করে। ইহার একভাগ তৈলের "নিম্নতল ( lower surface ) হইতে প্রতিফলিত হর ।... ..” ( ভাদ্র, ৭১৭ পৃষ্ঠা । ) তেলের নিম্নতল থেকে তো প্রতিফলিত হয় না, হয় তেলের নিম্ন৩ণের নীচে অবস্থিত জলের "উপরিতল" থেকে । প্রভাতনলিনী বন্ধ্যোপাধ্যায় • বাঙ্গালী কি ঘরকুণো বাঙ্গালীর কি ঘরকুণে, এ সম্বন্ধে প্রবাসীর সম্পাদক মহাশয় আলোচনা করিয়াছেন। আমি চিরকাল বঙ্গের বাহিরে নানা স্থানে नांना थकांब्र' अवशंद्र नात्रांलौ cगषिब्र यांश श्ब्रि कब्रिब्रक्लि ७शहं বলিতেছি। শিক্ষিত বাঙ্গালীদের ঠিক ঘরকুশে বলা যায় না, কিন্তু র্তাহারাও একান্ত অভাবে না পড়িলে বিদেশে ঠাইতে চাহেল ল ।