পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

س۹bسرا অধি—জী গৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। রায় এও রায়চৌধুরী, ২৪ নং কলেজষ্ট্রট মার্কেট, কলিকাত। স্বন্দর বাধা । আড়াই টাকা । উপন্যাস । .. निघ्नींनी-बै औऔज़रबाइन মুখোপাধ্যায়। রায় এও রায় চৌধুরী। হুঙ্গর বাধা। পাচ সিন্ধু । ছোটগল্পের বই।” চারটি গল্প, আছে । নীরব ভাষা বা ধাত্রীবাণী—পধিক। প্রকাশক গ্র ক্ষণিক লাল দে, হরিনাভি, সোনারপুর পোঃ, ২৪ পরগণ । প্রকৃতির সমস্ত বাধা-বিঘ্ন ঠেলিয়৷ মানব কিরূপে আঁর্ষাবিজ্ঞান ও আর্য্যসভ্যতার চরম পরিণতি, এবং সাম্য ও শাস্তির প্রতিষ্ঠাস্থল ঋধিত্বলাভ করিতে পারেন এবং জীবমাত্রেরই হৃদয়নিহিত ধাত্রীরূপিণী জগন্মাতাল্প অভয়বাণী ও উৎসাহবাণী কিরূপে তাহাকে এই আনন্দময় অবস্থার দিকে অগ্রসর করে তাহ এই কবিতা-পুস্তকে বিবৃত করিতে। গ্রন্থকার চেষ্টা,করিয়াছেন। কিন্তু কিছুই পরিষ্কার করিতে পারেন নাই। কবিত্ব; ছন্দ, শব্দচয়নে রসজ্ঞতার পরিচয় নাই । কাগজ ও ছাপা উৎকৃষ্ট । g

  • টুলটুল—ত্র কাৰ্ত্তিকচন্দ্র দাশগুপ্ত। ফেণ্ড, য়াও কোম্পানী, ৬৪ কলেজ ষ্ট্রট, কলিকাতা। ছয় আশ । . . . শিশুদের গল্পের বই। ৭টি গল্প আছে । শেষ গল্পটি পর্ঘ্যে মশারি আবিষ্কারের কৌতুককর কাহিনী। সব গল্পগুলিই দেশের বা বিদেশের প্রচলিত উপকথা বা পুরাণকথার পুনরুrল্লথ, ছেলেদের চিত্তবিনোদনের জন্ত নুতন করিয়া লেখা। সহজ সরস চলিত কথায় গল্পগুলি লেখা, শিশুদের সহজবোধ্য । অনেকগুলি বহুবর্ণের ও এক-রঙা ছবি আছে ; দুখানি ছবি বিদেশী চিত্রকরের আঁকা, প্রতিধ্বনির ছবিখানি প্রসিদ্ধ শিল্পীর বিখ্যাত ছবির প্রতিলিপি ৷ মলাটের উপরের ছবিখানি খুব

শরংসাজে কে এল আজ মনোহর বরণে, আমার প্রিয়ার কিশোর কালের বেশের আমুকরণে ! ভালে শশীর টপৃটি আল, গলায় তারার পলার, মালা, আলোকলতার হাতের চুড়ি পল্লীবালার ধরণে। প্রবাসী-আশ্বিন, ১৩২৯ [ ২২শ ভাগ, ১শ te يميمه حكمه عمومه محمد حبیبیعیین میر ح۶ییس স্বাক্ষর হইয়াছে। একয়ওঁ ছবির মধ্যেও টুনটুনির গল থেকে কুলের আঁঠি ক্লাহির করার ও মশারি তৈয়ারীর ছবি দুখনি ‘ভালো হইয়াছে। মোটের উপর লেখা ছবি ছাপা শিশুদের মনোরঞ্জন করিবে ; সমস্ত লেখার মধ্যে ছান্ধা টুলটুলে ভাবটি আছে ; তাই মলাটের উপর কচুপাতা জলের ফোটার ছবিতে দেখানে হইয়াছে। 婚 পঞ্চ কন্যা—শ্ৰী শরৎকুমার রায়। প্রকাশক শ্ৰী জ্যোতিরিন্দ্রনাথ রায়, ১৬, শ্যামাচরণ দে ষ্ট্রীট, কলিকাতা । কাপড়ে ত্বাং ৰাৱে৷ আন । s পুণ্যশ্লোক পাচটি মহিলার চরিতকথা, একটি চরিত্র কবিকল্পনার স্মৃষ্টি—সীতা ; অপর চারিটি ঐতিহাসিক মহানারীদের-—ভগবতী দেবী, রাবেয়া, ফ্লোরেন্স্ নাউটিঙ্গেল, ডোর । এইসব পুতচরিত্র পুণ্যশীল নারীদের চরিতকথা আমাদের মেয়েদের পাঠ করা খুব উচিত ; তাতে চিত্ত উদার, চরিত্র উন্নত, মন পবিত্র ও স্বভাব স্বন্দর সেবীপটু হয়। গ্রন্থকার এই সুযোগ দিয়া সমাজের উপকার সাধন করিয়াছেন। রচনা প্রাঞ্জল ও বিশুদ্ধ । "দস্তৃবিকাশ ৷ উদূত্রাস্ত-চৈতন্য গোস্বামী। ধূমকেতু কেন্দ্র, ৭ প্রতাপ চাটুর্জের গলি, কলিকাতা । চার আনা। ’ হাস্যরসাত্মক ব্যঙ্গ-কবিতার বই । অনেক প্রসিদ্ধ লেখকের রচনা রীতি ও কবিতার অনুকৃতি-কৌতুক। বঙ্গে হাস্য হন্ডুলভ ; লেখক হাসিয়াছেন, হাসাইয়াছেন, এই যথেষ্ট । কবিতাগুলি চলনসই হষ্টয়াছে ; কিন্তু সত্যেন্দ্রনাথের হসস্তিক কাব্যের কথা পদে পদে স্মরণ করায় । বিবেকানন্দ স্মৃতি- স্ত্র সুরেশচন্দ্র দাস ও শ্ৰী মাধবচন্দ্র দাস। রায় সাহেব এও সন্‌স, ৬২ ক্লাইভ ষ্ট্রট, কলিকাতা । পদ্যে স্বামী বিবেকানন্মের জীবনচরিত। 翁 —মুদ্রারাক্ষস সন্ধ্যাকিশোরী শালিক্ষেতের আলিপথে । চলতে কত রঙ্গেতে জর্দা শাড়ীর আঁচল লাগে ধানের ক্ষেতের অঙ্গেতে । ছাতিমতলায় প্রাচীন ঘাটে আধ-আঁধার পল্লীবাটে “ বিবি র ঝি ঝি রবে শুনি নূপুর বাজে চরণে । শ্ৰী গোপেন্দ্রনাথ সরকার