পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(৪) চন্দ্রমরিক গাছের নীচে বিষপ্রয়োগের পূৰ্ব্বের ও পরের অবস্থার ছবি l डॉ३गघड পাতাকে বিষ-জলের ভিতরে ডুবাইয়া রাখা হইয়াছিল। ৬ষ্ঠ চিত্রের বামদিকের ছবিতে তাহ অঙ্কিত আছে । ইহাতে দেখা গিয়াছিল, বিষ নীচের দিকে নামে নাই,—যে পাতাটি বিষের সংস্পর্শে আসিয়াছিল, কেবল তাহাই মরিয়া বিবর্ণ হইয়াছিল। ক্ষেবল কচুরী পানাতেই যে ইহা দেখা যায়, তাহা নহে। চন্দ্রমল্লিকার একটা ডাটাকে ঠিক্‌ ঐ প্রকারে বিষের সংস্পর্শে রাথিং। ভূবিকল ঐ ফলই পাওয়া গিয়াছিল। so চিত্রের দক্ষিণে তাহারই ছবি লিপিবদ্ধ আছে।'. আমরা এ পর্য্যন্ত ধে আলোচনা করিলাম, তাহা হইতে বুঝ.যাইবে, কচুরী পানার বিনাশকে লোকে যে একটা মহা সমস্যা বলিয়া মনে করিয়া আসিতেছিল, এখন তাহ 'মনে করার হেতু নাই। পাতা ফুল বা ফল নষ্ট করিলে ইহা মরিবে না । শিকড় দিয়া ইহার বংশ বিস্তার করে,—সেই শিকড়গুলিকে নষ্ট করার চেষ্টাই এখনকার কৰ্ত্তব্যু। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করিয়া যাহা জানিতে পারিয়াছি, তাহাতে আমাদের গবর্ণমেণ্ট সাবধান হইতে পারিবেন। . আশা করি, সাধারণের অর্থ আর মিথ্যা আড়ম্বরে ব্যয়িত হইবে না। • কি করিয়া পান বিনাশের কাজ আরম্ভ করা উচিত, ইহা বােধ হয় অনেকে জানিতে চাহেন। আমার এ , ડરે ' [ ২২শ ভাগ, ১ম খণ্ড محصہ لہمہمۂ করিয়া নষ্ট করাই আমাদেয় এখনকার কৰ্ত্তব্য । ইহাতে খরচপত্র আছে জানি, কিন্তু এই খরচ অন্যান্য দেশের তুলনায় অল্পই হইবার• কথা। তা ছাড়া এই শ্রম ও অর্থ ব্যয় কখনই বৃথা হইবে না। দেশের টাকা প্রজাদের সাহায্যেই বাধিত হইবে । কচুরী পাম। নষ্ট হইলে কৃষিকাৰ্য্যে যে লাভ হইবে তাহার তুলনায় এই ব্যয় অতি সামান্ত"। একই সময়ে সকলের সমবেত চেষ্টায় একএকটি স্থান একবারে পানা-বর্জিত করিতে হইবে । নচেৎ কাছাকাছি জায়গা হইতে পানা আসিয়া পরিষ্কৃত স্থান আবার আচ্ছন্ন করিয়া ফেলিবে। কচুরী পান যে কি সৰ্ব্বনাশ করিতেছে কৃষিজীবীরা তাহা বুঝিয়াছেন এবং ইহা বুঝিয়া যাহাতে সকলে বাধ্য হইয় একত্র পানা-নাশের চেষ্টা করিতে পারেন, তাহার জন্য আইন জারির প্রার্থনা করিতেছেন। আইন মাত্রেই কঠিন ও নিৰ্ম্মম। কিন্তু যাঁহাতে আইনের অপব্যবহার না হন্থ তাহার জন্য যে সতর্কতা অবলম্বন একেবারে অসম্ভব, তাহা বলিতে পারি না। প্রথম কয়েক বৎসর ইহা আমাদের শিক্ষাদানের কাজ করিবে । সকলে একত্র থাটিয়া পরস্পরের উপকার করিবার পথ মুক্ত করিতেছি, এই ভাবটি মনে বদ্ধমূল করাকে শিক্ষাই বলিতে হয়। এই শিক্ষাতেই রাষ্ট্রীয় কাৰ্য্যভার গ্রহণের যোগ্যতা লাভ করা যায় । যাহা হউক, রাজা ও প্রজার সমবেত চেষ্টাতেই ভবিষ্যতে উৎপাতের শাস্তি হইবে । বস্ব বিজ্ঞান মন্দিরে অনেক গুরুতর গবেষণা চলিতেছিল। সেই কুৰ্য বদ্ধ রাখিয়া আমরা কচুরী পান সমূদ্ধে । গবেষণায় নিযুক্ত হইয়াছিলাম। এখন আমরা আমাদের নির্দিষ্ট কাৰ্য্যে যোগ দিব। কচুরী পানী সম্বন্ধে গবেষণা আজও শেষ হয় নাই, শেষ করিষ্ঠে হইলে কয়েক