পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పాహ్చి অপরিচিত হইয়া পড়িয়াছে—তাহাদের মধ্যে ব্যবহৃত শব্দগুলি পণ্ডিত-সম্প্রদায়ের মধ্যেও অল্পপরিচিত সন্দেহ নাই। তাই অনেক স্থলে হয়ত সমিতির অনুমোদিত শব্দ অপেক্ষা প্রবাসী SN°8è যোগ্যতর শব্দ প্রস্তাবিত ও গৃহীত হইতে পারে। সেই সমস্ত শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করিবার জন্য পণ্ডিতমণ্ডলীর নিকট সনিবন্ধ অনুরোধ করা হইতেছে। মুক্তি শ্ৰীনিৰ্ম্মলকুমার রায় ইহাকেই বলে 'ভাগ্যং ফলতি সৰ্ব্বয়’ ! দার্জিলিং গিয়৷ দেখিলাম বটে যথারীতি মেঘ ও কুয়াশায় দশদিক আচ্ছন্ন, কিন্তু কোথায় জন্যশূন্ত ক্যালকাটা রোডে শিলাসীন গৈরিকবসনাবুত বন্দ্রাওনের নবাব গোলাম কাদের খার পুত্রীর প্রেমকাহিনী শুনিব, না লুইস জুবিলি স্তানাটরিয়ামের ভোজনাগারে মান্দাজী উকিল শিবস্বামী আচারিয়ার কবলে পড়িলাম। কথাটি শুনিতে সহজ, কিন্তু ইহার পরিণাম আমার পক্ষে বড় বিষময় হইয়াছিল । আমি তখন সদ্য পঞ্জীবিয়োগের পর আমিষ ত্যাগ করিয়া গীতা গ্রহণ করিয়াছি এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সহানুভূতি হইতে নিষ্কৃতি লাভ করিবার নিমিত্ত রূপরসগন্ধশব্দস্পর্শময়ী বসুন্ধরাকে বহু দূরে ফেলিয়া শৈলপ্রবাসের নির্জন নীড়ে অবস্থান করিতেছি। প্রাতরাশের পরে প্রথামত এক বাটি দুধ খাইতেছিলাম। আচারিয়া আমার সম্মুখের টেবিলে বসিয়া একটি ক্ষুদ্র ডিম্বের অভ্যন্তর ভাগ ক্ষুদ্রতর চামচের সাহায্যে মুখবিবরস্থ করিতেছিল। সে আমার দিকে বিস্মিত নেত্রে চাহিয়া কহিল, "মহাশয় মনে কিছু করিবেন না। আপনার নাম জানিতে পারি কি ?” মমি বলিলাম । "আমি শিবস্বামী আচারিয়া। মান্দ্রাজ হাইকেটের এডভোকেট : বর্তমানে উপার্জনশূন্ত ; ভবিষ্যতে অনেক হইবে আশা করি । একটি কথা জিজ্ঞাসা করিতে পারি কি ?" “অনায়াসে ।” আচারিয়া ঈষৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, “ম্যানেজারের কাছে জানিলাম, আপনি নিরামিষাশী । একথা প্রথমে বিশ্বাস করি নাই ; বাঙ্গালীরা সকলেই মাছ-মাংস খায়। আপনিও দুধ ছাড়িতে পারেন নাই।” আমি নিজেও বড় বিস্মিত কম হইলাম না। দুধের সহিত আমিষের কি সম্পর্ক থাকিতে পারে তাহা বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম, “ক্ষমা করিবেন, আমাদের ত জান ছিল দুধ নিতান্তই নিরামিষ খাদ্য। আমাদের দেশে বিধবারা ত নিয়মিত ভাবে দুধ পান করে।” “অনেক নিরামিষাশী দুধ খায় বটে, কিন্তু তাই বলিয়া দুধকে কোন হিসাবে নিরামিষ খাদ্য বলেন ? যে-থাদ্যের মধ্যে শতকরা তিন ভাগ ছানাজাতীয় পদার্থ, চার-দশমিক এলবুমেন ও পৌনে চার ভাগ চৰ্ব্বি রহিয়াছে তাহা কি নিরামিষ হইতে পারে ?" তাহার যুক্তির অকাট্যতা সম্বন্ধে নিঃসন্দেহ হইলাম না, কিন্তু তখন আমার তর্ক করিবার মনোভাব ছিল না। জানিতাম আচারিয়া নিরামিষাশী, অথচ সে নিৰ্ব্বিবাদে ডিম খাইতেছে। ডিম কোন জাতীয় পদার্থ কত ভাগ লইয়া গঠিত জানিতাম না, অতএব নীরব থাকিতে হইল । এই সামান্ত আলাপ উপলক্ষ্য করিয়া আচারিয়ার সহিত সৌহার্দ্য জমিয়া উঠিল। সত্য বলিতে কি তাহার প্রখরবুদ্ধিদীপ্ত মুখমণ্ডল ও স্বকুমার নাসিক আমাকে আনন্দদান করিল। তার অদম্য উৎসাহ এবং অবিশ্রাস্ত বাক্যালাপের পশ্চাতে একটি আত্মপ্রত্যয়ের মহিমা আমার শ্রদ্ধা আকর্ষণ করিল। আমার শোকমূঢ় মন তখনও বিষয়বস্তুতে তেমন করিয়া সংলগ্ন হয় নাই, কিন্তু সেই নিরবয়ব ফুয়াশা-মলিন মেঘরাজ্যে