পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এভারেষ্ট-অভিযান ও ভারতীয় শেপা শ্রীযোগেশচন্দ্র বাগল Y ভারতবর্যের উত্তর দিকে পূৰ্ব্ব-পশ্চিমে প্রায় হাজার মাইল জুড়িয়া হিমালয় পৰ্ব্বতমালা অবস্থিত ; ইহার অগণিত শৃঙ্গ ব। শিখর, তন্মধ্যে এভারেষ্ট সৰ্ব্বোচ্চ। ইহার উচ্চতা ২৯,০০২ ফুট। এভারেষ্ট-শৃঙ্গকে গৌরীশঙ্কর পা গৌরীশৃঙ্গ বলিয়। কেহ কেহ ভ্ৰম করেন। বস্তুতঃ গৌরীশঙ্কর বা গৌরীশৃঙ্গ এভারেষ্টের পশ্চিমে পাচ হাজার ফুট নিম্নে অধিষ্ঠিত । মাসিকে এক জন প্রসিদ্ধ লেখক এই মৰ্ম্মে লিখিয়াছেন যে, ১৮৫২ খ্ৰীষ্টাব্দে জর্জ এভারেষ্ট এই শুঙ্গটি আবিষ্কার করেন এবং এই জন্য ইহার নাম এভারেষ্ট রাখা হইয়াছে। ইহা একেবারে ভুল ! জর্জ এভারেষ্ট গত শতাব্দীর প্রথমে গোলন্দাক সৈন্যরূপে ভারতবর্ষে আগমন করেন। ১৮২৩ খ্ৰীষ্টাব্দে তিনি ভারতীয় বৃহৎ ত্রিকোণমিতিক জরীপ-বিভাগের ( Great Trigonometrical Survey of India) of Kosol মাকাল হইতে এভারেষ্ট শুঙ্গের দৃশ্য হিমালয়ের শিখরসমূহের নাম সকলই স্থানীয় ভাষায়, যথা – কৈলাস-পৰ্ব্বত, কামেট-শৃঙ্গ, গৌরীশঙ্কর, ধবলগিরি, নঙ্গাপর্বত, মন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘ । তবে এই শৃঙ্গটির নাম এভারেষ্ট কেন দেওয়া হইল তাহ আমাদের জানিতে কৌতুহল হওয়৷ স্বাভাবিক । এষ্ট সম্বন্ধে নানা জনে নানারূপ মনোরম গল্প রচিয়াছেন। কয়েক মাস পূৰ্ব্বে কলিকাতার একটি ছেলেদের ল্যামবার্টের সহকারী নিযুক্ত হন। কর্ণেল ল্যামবার্ট এই বিভাগের প্রতিষ্ঠাত বলিয়া আখ্যাত হইয়াছেন। সে যাহা হউক, জর্জ এভারেষ্ট অল্পকালের মধ্যেই তাহার গুণপনার পরিচয় প্রদান করেন, এবং কর্ণেল ল্যাম্বার্টের মৃত্যুর পর তাহার পদে অভিষিক্ত হন । ইহা ১৮৩০ খ্ৰীষ্টাব্দের কথা । ১৮৪৩ সন পর্যন্ত এভারেষ্ট সাহেব জরীপ-বিভাগের অধ্যক্ষের