পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

్సNరిu* প্রৰণসী $Nరి8R সেখানে গিয়া কোন স্থান পাইবে ? অথচ ভারতীয়দিগকে বলা হইতেছে, “তোমরা বিলাতে আসিয়া যে-কোন পদ পার দখল কর, যে-কোন ব্যবসা চাও চালাও—আমরা ত আইন দ্বারা কোন বাধা দি নাই, অন্ত বাধাও নাই!” এদিকে ভারতবর্ষের রাষ্ট্রীয় ও আর্থিক প্রধান সব ব্যাপারে ইংরেজরা প্রতিষ্ঠিত, এবং বলিতেছেন, “আমাদিগকে এই সব স্থান হইতে নড়াইবার চেষ্টা করিও না ।” তাহা হইলে ভারতীয়েরা যায় কোথা ?” যদি ভারতবর্ষের কোন লোক ব্রিটেনের সম্রাট হইতেন, এবং ভারতবর্ষের লোকেরা ব্রিটেনের প্রধান সেনাপতি ও প্রায় অন্য সব সেনাপতি, নৌসেনাধ্যক্ষ ও অন্য সব নৌসেনাপতি গবর্ণর-জেনার্যাল, গবর্ণরসমূহ, প্রায় সব জজ ও ম্যাজিষ্ট্রেট, প্রায় সব প্রধান বাণিজ্যতরীর মালিক, প্রায় সব বড় বণিক, প্রায় সব বড় খনির মালিক, প্রায় সমুদয় ব্যাঙ্কার ইত্যাদি হুইত, তাহ হইলে ভারতীয়েরা “ব্রিটেন-শাসন আইনে” ভারতীয়দের বিরুদ্ধে ডিসক্রিমিনেশুন যাহাতে না-হয় তাহার ব্যবস্থা করিত কি না, এরূপ অনুমান ও তন্মুলক আলোচনা কল্পনাশক্তির ও বুদ্ধিশক্তির অপব্যবহার হইবে। কিন্তু যদি মনে করা যায়, যে, ভারতীয়েরা সেরূপ ব্যবস্থা করিত, তাহা হইলে ইহাও মনে করা যাইতে পারে, যে, ব্রিটেনবাসীরা তাহা পছন্দ করিত না । শিক্ষামন্ত্রীর সহিত বেঙ্গল এডুকেশ্বন লীগের আলোচনা এসোসিয়েটেড, প্রেস্ খবরের কাগজে এই সংবাদ যোগাইয়াছেন, যে, “বাংলা দেশে শিক্ষাসংস্কার সম্বন্ধে যে সরকারী প্রস্তাবগুলি গত ১লা আগষ্ট তারিখে প্রকাশিত হইয়াছে, তাহার নানারূপ সমালোচনা হইতেছে। বাংল-গবন্মেন্টের শিক্ষামন্ত্রীর আহ্বানে বেঙ্গল এডুকেশ্বন লীগের কয়েক জন সদস্ত উক্ত লীগের সভাপতি আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায়ের নেতৃত্বে র্তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন । ৰেশ হৃদ্যতার সহিতই প্রায় সমস্ত প্রস্তাবের বিষয়ে সুদীর্ঘ আলোচন চলে। অনেক বিষয়ে সন্দেহ নিরসন হইয়াছে, এবং নুতন প্রসঙ্গও উথাপিত হইয়াছে। তিন দিন আলোচনী চলিয়াছিল।” খবরটি সম্ভবতঃ সরকার-পক্ষ হইতে এসোসিয়েটেড প্রেসকে দেওয়া হইয়াছে । আমরা আশ্বিনের প্রবাসীর ৯১২ পৃষ্ঠায় লিখিয়ছিলাম — "আলোচনাটি হইলে, আশা করি, প্রত্যেকের মতামত ও তাহার কারণ প্রকাশিত হইবে। তাহা হইলে সেগুলি প্রকাগুভাবে আলোচিত ও বিবেচিত হইতে পরিবে। নতুব। যদি আধা-সরকারী ভাবে কেবল এই গুজব রটিত হয়, যে, বঙ্গের সমুদয় চিন্তাশীল ও শিক্ষ-বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি স্বীমটিৰ অমুমোদন করিয়াছেন, তাহ হইলে সৰ্ব্বসাধারণ তাঙ্ক গ্রাহ না করিতেও পারে ।” আমরা যেরূপ অনুমান করিয়াছিলাম, কতকটা সেইরূপ ঘটিয়াছে। আলবার্ট হলে সৰ্ব প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের ও পরে সর নীলরতন সরকার মহাশয়ের সভাপতিত্বে শিক্ষাসংস্কারসম্পৰ্কীয় প্রস্তাবগুলির প্রতিবাদ করিবার জন্য ২৫শে আগষ্ট সৰ্ব্বসাধারণের বৃহৎ সভার অধিবেশন হয়, তাহার একটি প্রস্তাব অনুসারে বেঙ্গল এডুকেশ্বন লীগ স্থাপিত হইয়াছে। সেই জন্য, লীগের সভাপতি মহাশয় লীগের পক্ষ হইতে যাহা করিয়াছেন তাহ তিনি বা সম্পাদক মহাশয়েরা সৰ্ব্বসাধারণকে জানাইলে ভাল হয়। এক তরফ কোন সংবাদে সন্তুষ্ট হওয়া যায় না। ফৌজদারী আইন সংশোধন বিলের বিবেচনা নামঞ্জুর তিন বৎসরের জন্য যে সংশোধিত ফৌজদারী আইন প্রণয়ন ও জারি করা হইয়াছিল, এই বৎসরের শেষে তাহ বাতিল হইয়া যাইবে । সেই জন্য তাহার কোন কোন ধারা বাদ দিয়া ও নূতন কিছু তাহাতে বসাইয়া এই দমনাস্ত্রটি চিরস্থায়ী করিবার অভিপ্রায়ে একটি বিল ভারতীয় ব্যবস্থাপক সভায় সরকারপক্ষ হইতে উপস্থিত করা হয়। সরকারপক্ষ হইতে এই প্রস্তাব করা হয়, যে, বিলটি বিবেচিত হউক। কয়েকদিনব্যাপী তর্কবিতর্কের পর নির্বাচিত বেসরকারী সভ্যদের ভোটাধিক্যে এই প্রস্তাব নামঞ্জুর হইয়াছে। ইহার বিপক্ষে দশটি ভোট অধিক হয়। গবন্মেণ্টের এই পরাজয়ে গবষ্মেণ্ট অবশ্য নিজের সঙ্কল্প ত্যাগ করিবেন না, কোন-না-কোন উপায়ে বা বিলাতে নিজ অভিপ্রায়ামুরূপ একটা আইন করিবেন বা করাইবেন । প্রথমতঃ বিলটা আবার ব্যবস্থাপক সভার পুনর্বিবেচনার জন্ত বড়লাটের স্বপারিশসহ উহার নিকট যাইবে । বড়লাট সভাকে উহ! পাস করিবার সুপারিশ করিবেন। তাহা অগ্রাহ হইবারই