পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীৰ্ত্তিক বিবিধ প্রসঙ্গ—বাঙালী কনষ্ট্রেবলও পাওয়া ষায় না ? S8位 কাম্বোডিয়ায়, প্রভৃতিতে ভারতীয় ও তত্ৰত্য মানুষদের মিশ্রণে উৎপন্ন সঙ্কর লোকেরা স্থাপত্যের ও মূৰ্ত্তিশিল্পের যে-সকল নিদর্শন রাখিয়া গিয়াছেন, ভারতীয় সংস্কৃতির মাতৃভূমি ভারতবর্ষেও তাঁহা নাই। বোরোবুদরের, আঙ্কোরবটের, প্রস্থানমের মত মন্দিরাবলী ; বুদ্ধের নানা মূৰ্ত্তি, প্রজ্ঞাপারমিতার মূৰ্বি, প্রস্তরমন্দিরগাত্রে উৎকীর্ণ রামায়ণাদি কথার ছবি— ভারতীয় উপনিবেশগুলির এই সকল প্রাচীন কীৰ্ত্তির সহিত তুলনীয় কিছু ভারতবর্ষেও নাই। ইউরোপের সম্বন্ধে কি ইহা বলা যায়, যে, আফ্রিকার নিগ্রোরা, অষ্ট্রেলিয়ার আদিম জাতির, আমেরিকার লাল ইণ্ডিয়ানরা ইউরোপীয় সংস্কৃতি সম্পূর্ণ নিজের করিয়া লইয়৷ ইউরোপীয়দের সমকক্ষ হইয়া ইউরোপেও যাহা নাই এমন সব ধৰ্ম্মমন্দির নির্মাণ করিয়াছে, এমন সব প্রস্তর ও ধাতু মূৰ্বি গড়িয়াছে, প্রস্তরমন্দিরগাত্রে ইউরোপীয় মহাকাব্যের দৃষ্ঠাবলী উৎকীর্ণ করিয়াছে ? ইউরোপে যাহা নাই তাহা করা দূরে থাক, ইউরোপে যাহা আছে তাহার সমতুল্য কিছু করিতেও তাহাদিগকে ইউরোপীয়েরা শিখায় নাই, শিখিবার সুযোগ দেয় নাই, শিখিতে উৎসাহিত করে নাই । জাভার লোকেরা মনে করে, রামায়ণ মহাভারত তাহদের, ঐ দুই মহাকাব্যের ঘটনাবলী তাহাদের দেশে ঘটিয়াছিল। ঐ দুই মহাকাব্যের অন্তত: কোন কোন অংশের প্রাচীন পুথি জাভায় পাওয়া গিয়াছে ; গীতা পাওয়া গিয়াছে। ইউরোপীয়দের দ্বারা বিজিত কোন আদিম জাতি হোশরের, বর্জিলের, দান্তের, শেক্সপীয়রের কোন মহাগ্রন্থকে এই রূপে আত্মসাৎ করিয়াছে কি ? অতএব, প্রাচীন ভারতীয়দের বিদেশজয় ও বিদেশে উপনিবেশস্থাপন, ইউরোপীয়দের তদ্বিধ কার্য্যের সমশ্রেণীস্থ নহে । আবিসীনিয়া ঠিক্‌ অসভ্য দেশ নহে ইতালীর লোকেরা আবিসনিয়াকে সভ্য করিবে বলিতেছে! ইউরোপীয়দের ইউরোপের বাহিরের লোকদিগকে সভ্য করার অর্থ আমরা জানি, বুঝি। তাহার আলোচনা অনাবশুক । অসভ্য দেশ ও জাতি বলিলে যাহা বুঝায়, আবিসীনিয়া ও సె তাহার লোকেরা ঠিকৃ তাহা নহে। ইংরেজী একাধিক সাইক্লোপীডিয়ায় এবং অন্য বহিতে এই দেশের বৃত্তাস্ত ও বর্ণনা দ্রষ্টব্য। তা ছাড়া এলাহাবাদে অধ্যাপক শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ ঘোষ কয়েক দিন পূৰ্ব্বে একটি বকৃতায় যাহা বলিয়াছেন সংক্ষেপে তাহা হইতেও আবিসীনীয়দের প্রাচীনত্ব ও পূৰ্ব্ব ইতিহাসের কিছু আভাস পাওয়া যাইবে। নগেন্দ্রবাবু বলিয়াছেন – “The Abyssinians are not, however, a Savage or barbarous people, as the recent speeches of Signor Mussolini seemed to convey. They have a history and a civilization which can be truced to hoary antiquity. The present king, Haile Selassie I, traces his descent from King Solomon of Jerusalem, who married the Queen of Sheba, ruler of Abyssinia, and founded the race of Abyssinian kings who are still ruling the country. The better class of Abyssinians belong to the Semitic stock. At one time the Abyssinians ruled Egypt and Arabia and liad extended trade with Persia and India. The great Abyssinian nobles, Malik Kafoor and Malik Ambar, played important parts in Indian history. Such is the country and people Signor Mussolini wants to “civilize” and thus fulfil Italy's share of the “White man’s burden.” তাৎপৰ্য্য। মুসোলিনীর আধুণিক কয়েকট বক্তৃতায় এই ধারণ জন্মায় যেন আবিলীনীয়র একটা অসভ্য বা বর্বর জাতি , তাহ ঠিকৃ নয় । সুপ্রাচীন কাল পর্য্যন্ত যাহার স্বত্র অসুসরণ করা যায়, তাহাদের এরূপ ইতিহাস ও সভ্যত আছে । বৰ্ত্তমান সম্রাট প্রাচীন ইহুদী রাজা সুবিখ্যাত সলোমন যে রাণী শেবাকে বিবাহ করিয়াছিলেন, র্তাহার বংশজাত বলিয়। কথিত আছে । শেবার বংশজাত রাজার বরাবর ASBBD BBDDDD BB BBBS BBBBBS DDBBBDB উচ্চ শ্রেণীর লোকের ( আরব ও ইহুদীদের মত ) সেমিটিক জাতীয় । অাবিলীনীয়র এক সময়ে মিশর ও আরব দেশের শাসক ছিল এবং পারস্ত ও ভারতবর্ষের সহিত তাহদের বিস্তুত বাণিজ্য ছিল । মালিক কাফুর ও মালিক অম্বর নামক সন্ত্রাস্ত হাবসী সামন্তের ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ কাৰ্য্য করিয়াছিলেন। ইহাই সেই দেশ ও জাতি যাহাকে মুসোলিনী “সভা” করিতে এবং ভদ্বারা “শ্বেত মমুয্যের বোঝা বহনে”র ইতালীয় অংশ সংসাধন করিতে চান । বাঙালী কনষ্টেবলও পাওয়া যায় না ? ১৯৩৪ সালের কলিকাতার পুলিস-বিভাগের কার্য্যবিবরণ সম্প্রতি বাহির হইয়াছে। তাহাতে দেখিতেছি, ঐ বৎসর ১১৭ জন নূতন কনষ্টেবল নিযুক্ত করা হয়। তাহার মধ্যে বাঙালী মুসলমান ১৫ জন এবং বাঙালী হিন্দু ৩৬ জন—মোট বাঙালী ৫১ জন। বাকী ৬৬ জন বাঙালী নহে। কনষ্টেবলী করিবার মত বিদ্যাবুদ্ধি স্বাস্থ্য ও গায়ের জোর ৫ কোটির উপর বাঙালীর বাসভূমি বঙ্গে পাওয়া গেল না ? ইহা কখনই হইতে পারে না। সকল শ্রেণীর শিক্ষিত ও অশিক্ষিত বাঙালীর