পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ&Ն অনেক হয়, হইতেছে ও হইবে । এষ্ট সকল তর্কবিতর্ক ও আন্দোলনে ব্যাপুত ও উত্তেজিত হইয়াকিন্তু এই সকল মতাবলম্বী কাহারও একটি মহৎ বস্তু ভুলিয়া থাকা উচিত নহে। তাহা সংস্কৃতের ও সংস্কৃতের জ্ঞাতিভাষাসমূহ এবং তৎসমূহে নিবদ্ধ বিস্তৃত গ্রন্থাবলী। এই সকলের চর্চা ব্যতিরেকে ভারতীয় প্রাচীন কোন ধৰ্ম্মই বাঞ্ছিত অবস্থায় থাকিতে পারে না, অতএব, অবাস্তর নানা বিষয়ে যিনি যত ইচ্ছা তর্ক, ঝগড়া, আন্দোলন, করিতে চান করুন, কিন্তু মূল ও প্রধান বিষয়টি সপন্ধে যেন একমত একপ্রাণ থাকেন। অবশ্য পৰ্ম্মরক্ষা ছাড়াও সংস্কৃত প্রভৃতির চর্চার অন্ত নানা মহৎ প্রয়োজন আছে । আগে তাহা লিখিয়াছি । বঙ্গে সংস্কৃত আদির চর্চার একমাত্র সরকারী প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ । তাহার পুথি সংগ্ৰহাদির জন্ত বৎসরে মাত্র এক হাজার টাকা বরাদ্দ আছে । ইহা বাড়ান একান্ত আবশ্যক। তাহার পর, সংস্কৃত কলেজটিকে অঙ্গহীন ও ও পঙ্গু করিয়া ক্রমশঃ উহ উঠাইয়া দিবার যে চেষ্টা চলিতেছে, তাহার সম্পূর্ণ প্রতিরোধ করা একাস্ত কৰ্ত্তব্য। কলহকারীদের এদিকে দৃষ্টি আছে ত ? হরপ্রসাদ শাস্ত্রীর চিত্র উন্মোচন বঙ্গীয়-সাহিত্য-পরিষদ-মন্দিরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের তৈলচিত্র প্রতিষ্ঠিত হওয়ার সংবাদে স্বর্থী হইলাম। এই তৈলচিত্রটি নিজ ব্যয়ে প্রস্তুত করাইয়া পরিষদকে দান করায় ডক্টর শ্ৰীযুক্ত বিমলাচরণ লাহা মহাশয় বাঙালীদের, ভারতীয়দের, এবং সমুদয় প্রাচ্যবিদ্যানুরাগীদের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন । বঙ্গীয়-সাহিত্য-পরিষদের জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য, সংস্কৃত ও সংস্কৃতের জ্ঞাতি প্রাচীন ভারতীয় ভাষাসমূহ ও তাহদের সাহিত্যের চর্চার জন্য এবং ভারতীয় প্রত্নতত্ত্বাকুশীলনের জন্য শাস্ত্রী মহাশয় যাহা করিয়া গিয়াছেন, সংক্ষেপে তাহার উল্লেখও সম্ভবপর নহে। প্রবাসী SNご8ー。 সন্তরক রবীন্দ্র চট্টোপাধ্যায় এলাহাবাদের প্রসিদ্ধ সন্তরক রবীন্দ্র চট্টোপাধ্যা, সৰ্ব্বাপেক্ষা দীর্ঘ কাল জলে সাতার দিয়া এ পর্য্যন্ত যে রেকর্ড প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহ অপেক্ষ উচ্চতর রেকড প্রতিষ্ঠিত করিয়াছেন । ইতিপূৰ্ব্বে উচ্চতম রেকর্ড ছিল ইতালীয় পেদ্রো কন্দিওত্তির । তাহ ছিল ৮৭ ঘণ্টা ১৯ মিনিট । রবীন্দ্রের রেকর্ড ৮৮ ঘণ্ট। ১২ মিনিট। বিদ্যাসাগর কলেজে বীরেন্দ্রনাথ সাসমলের ছবি পরলোকগত নেতা বীরেন্দ্রনাথ সাসমল বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন। সেই জন্য এই কলেজের কমন-রমে র্তাহার চিত্র রক্ষিত হইয়াছে। কলেজ এতদ্বারা নিজের একটি কর্তব্য পালন করিয়াছেন। দেশনায়করূপে সাসমল মহাশয় যাহা করিয়া গিয়াছেন, তাহার স্মৃতি রক্ষার্থ সৰ্ব্বসাধারণের ব্যবহৃত কোন হলে তাহার চিত্র রক্ষিত হওয় উচিত। গ্রামনগরাদির মধ্যে আসন বণ্টন স্বরাজলাভের জন্য এবং অন্তবিধ রাষ্ট্রীয় আন্দোলন চালাইবার জন্য যে-সব শ্রেণীর লোককে সকলের চেয়ে যোগ্য উদ্যোগী কষ্টসহিষ্ণু ও ত্যাগী বলিয়া জানা গিয়াছিল । সাম্প্রদায়িক বাটোয়ারা ও পুন-চুক্তি দ্বারা তাহাদিগকে বঙ্গ । ব্যবস্থাপক সভায় শক্তিহীন করা হইয়াছে। কিন্তু আঃ ওঁ | শক্তিহীন করিবার ব্যবস্থা হইতেছে। আদালত ও সরকার | আফিসসমূহ, কলেজ ও স্কুলসমূহ, বড় বড় কারবার, ইত ীি । প্রধানতঃ শহরগুলিতেই অবস্থিত ; শহরে রোজগাং ! উপায় নানাবিধ ; শহরে আধুনিক সভ্যজনোচিত জন । যাপনের স্থবিধা অধিক ; রোগে চিকিৎসার সুবিধা রে