পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহণয়ণ বৃহত্তর ভারতে বঙ্গ-সংস্কৃতির প্রভাব SఎS তাহারই স্মৃতিচিহ্নস্বরূপ নিৰ্ম্মিত হইয়াছিল এবং এই তার দবী ও রাণী তারা অভিন্ন বলিয়াই মনে হয়। ( রাজা ও রাণীর মৃত্যুর পর তাহাদিগকে দেব-দেবী বলিয়া বর্ণিত কর। জাভায় অনেক সময়েই দৃষ্ট হয় )। ইহা ছাড়া কলসন ও কলুব্ধক ( ৭৮২ খ্ৰীষ্টাব্দ) খোদিত লিপিতে ধৰ্ম্মসেতু কথাটি পাওয়া যায় এবং এই সেই ধৰ্ম্মসেতু যিনি রাজ ও র্যাহার কন্য। পালপুত্রের মাতা তার বলিয়া নালন্দা খোদিত লিপিতে বর্ণিত আছেন। ডক্টর ষ্টটেরহাইম্‌ খুব সাহসের সঠিত এই পৰ্ম্মসেতু ও বাংলার প্রসিদ্ধ পাল-রাজা ধৰ্ম্মপালকে একই রাজ ছিলেন বলিয়া সাব্যস্ত করেন । সুতরাং তাঁহার মতে জাভায় পুনংকরং-এর সহিত বঙ্গরাজকুমারী ধৰ্ম্মপালের কন্যা তারার বিবাহের সঙ্গে সঙ্গেই মহাযান বৌদ্ধমত জাভায় ইতঃপূৰ্ব্বেষ্ট অবস্থিত শৈবধৰ্ম্মের ভিতর প্রবেশ লাভ করে। ডক্টর স্থটেরঙ্গইমের মতে ধৰ্ম্মপাল পনংবরং-এর গুরু ও শ্বশুর iচলেল । প ) + কেলুরকের ( মধ্য জাভার প্রাস্বানামের নিকটে । পোদিও লিপি নাগরী অক্ষরে বর্ণিত এবং ইহ; ৭৪১ শকাব্দের অর্থাৎ ৭৮২ খ্ৰীষ্টাব্দ পূৰ্ব্বের । এই খোদিত লিপিপানির কিছু অংশ নষ্ট হইয়। গিয়াছে । কথিত আছে গুরুর প্ররোচনায় তাহার মন্দির গু মূৰ্ত্তি শৈলেন্দ্র রাজ প্ৰস্তুক নিৰ্ম্মিত হইয়াছিল। ঠিক ইহা কেলুরক খোদিত লিপিতেও বর্ণিত আছে যে রাজগুরু গৌড়দ্বীপ ( বাংলা ) হঠতে মধ্যজাভায় শৈলেন্দ্র রাজার নিকট আসিয়া মঞ্জুশ্রীর উৎসর্গ করিয়াছিলেন। ডক্টর ষ্টটেরগইম্ বিশ্বাস করেন কলসন-খোদিত লিপিতে যে গুরুর কথা উল্লিখিত আছে তিনি বাংলার চিরস্মরণীয় পালরাজা ধৰ্ম্মপাল ভিন্ন অন্ত কেই ন। কেলুরক খোদিত লিপিতে যে রাজগুরুর কথা উল্লেখ ছে তাহা কুমার ঘোষ বলিয়া মনে হয়। যদিও তিনি শার কোন রাজা ছিলেন না কিন্তু তিনি এক জন পবিত্র শক্তি ছিলেন এবং বঙ্গদেশ ইতে জাভায় মহাযান প্রচার তে আসিয়াছিলেন । مصلى الله عليه وسلم٤. - په زه

The inscription of Kelurak and the visit to Jä f the Mahayanist IRajguru from Bengal (from the e-ticle by Dr. Bosch in the Tijdscrift voor Indi"r Teal Laanden Volken Kunde, Lxviii 1928 ) 1.

কেলুরক খোদিত লিপিতে আর একটি কৌতুহলোদ্দীপক বর্ণনা দেখিতে পাই। আমরা পূৰ্ব্বেই নালন্দ খোদিত লিপিতে দেখিতে পাইয়াছি যে, শৈলেন্দ্ররাজ বালপুত্র তাহার পিতামহকে স্বনামে অভিহিত না করিয়া উহার অর্থে বলিয়াছেন ‘বেরবৈরি মথন’ । এই কথাটিই বাড়াইয়৷ কেলুরক পোদিত লিপিতে বলা হইয়াছে "বৈরি-বহ-বেরবিমৰ্দ্দন ।

甥了

KÄ[ تعمیر 蚤° ← }Ꮙ Ꮬ ; 氹、 *,穩疆餘 ' . íß BR_3ie :

  • *

পুদ্ধগয়৷ মৃতরাং তাহার্কে বালপুত্রের পিতামহ বলিয়৷ নির্দেশ করা বোধ হয় অসমুচিত হইবে না। বাংলার পালরাজা দেবপালের সমসাময়িক বীতপালের রাজত্ব-সময় অনুমান ৮৫০ খ্ৰীষ্টাব্দ এবং কেলুরক পোদিত লিপির তারিখ ৭৮২ খ্ৰীষ্টাব্দ। স্বতরাং দেখা পায় ডক্টর বোস, ডক্টর টেরহাইমের সহিত একমত যে, কেছু-রাজবংশের দ্বিতীয় রাজা পনংকরং এবং কলসন পোদিত লিপির মহারাজ পনংকরং একই ব্যক্তি ছিলেন । তাহা হইলে আমরা দেখিতে পাঠতেছি, এই ভাবে বঙ্গদেশ পাল রাজত্বের বহুপূৰ্ব্ব হইতেই সুদূর পূর্বখণ্ডের সহিত অনেক