পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী SNS@ー অপরাহ্লে চললেম বেঁকে বেঁকে বনের পথ দিয়ে । চড়াই পথে উঠতে উঠতে বেলা গেল কেটে । শিখরে যখন উঠেছি সূৰ্য্য নেমেছে অস্ত-দিগন্তে বহু নদীর রেখাকাটা বহু দূর বিস্তীর্ণ উপত্যকায় । পশ্চিমের আকাশে - মুর বালকের খেলার আঙিনায় উলটে পড়েছে স্বর্ণ-মুধার পাত্ৰখানা পৃথিবী বিহবল তার প্লাবনে । দাড়িয়ে রইলেম স্থির হয়ে । মন্ত্ররচনার যুগে জন্ম হয় নি মন্দ্রিত হয়ে উঠল না মন্ত্র উদাত্তে অনুদাত্তে । এমন সময় পিছন ফিরে দেখি সামনে পূর্ণচন্দ্র । যেন কোন রসিকের জন্তে অপেক্ষা করছে বরফে-ঢাকা পাহাড়গুলির জনহীন নিঃশব্দ সভায় । গুণী বীণায় আলাপ করে প্রতিদিন । একদিন যখন কেউ কোথাও নেই এমন সময় সোনার তীরে রূপোর তারে হঠাৎ সুরে সুরে এমন একটা মিল হ’ল যা আর কোনোদিন হয় নি । সেদিন বেজে উঠল যে রাগিণী সেদিনের সঙ্গেই সে মগ্ন হ’ল অসীম নীরবে । গুণী বুঝি বীণা ফেললেন ভেঙে।