পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SNー8ミ লটার রনেন দেখতে পেলুম, তলায় নীলবর্ণের লেক ও নানা রকম সবুজ রঙের ঝাউ গাছের শ্রেণী বড় স্বন্দর দেখতে। শুনলুম আকাশ আরও পরিষ্কার থাকূলে এখান থেকে নাকি জাৰ্ম্মেণীর বিখ্যাত ব্ল্যাক ফরেষ্টও নজরে পড়ে । আমরা এখানে থানিক ক্ষণ থেকে সেই একই রাস্ত দিয়ে আবার হোটেলে ফিরে এলুম। রাত্রে থেতে বসে সুইস বামুনকে জিজ্ঞাসা করা হ’ল, “কই গো কারি ভাত কেমন রোধেছ দেখি ” সে ব্যস্তসমস্ত ভাবে ট্রে করে যা আনলে দেখে ত চক্ষুস্থির । একটি বড় প্লেটে ধূমায়মান আধসিদ্ধ মাংস ও ভাত এবং একটি বড় পেয়ালায় খানিকটা কারি পাউডার জলে-গোলা, এই তার ভাল কারি রাধতে জানা । ওদের ধারণা, জলে-গোলা কাচা কারি পাউডার আধসিদ্ধ মাংসের সঙ্গে মাখলেই ইণ্ডিয়ান কারি তৈরি হয়। আমি দেখেশুনে হতভম্ভ হয়ে শেষে ভাবলুম, আমারই অন্যায়, এসব দেশ দেখতে এসে কারি থাবার লোভ ত্যাগ করাই উচিত। ২৮ শে জুন । তার পর দিন আমরা আবার একটি ভাড়া-করা ‘বাসে করে বেড়াতে গেলুম। সঙ্গে টমাস কুকের এক জন গাইডও ছিল । আমরা প্রথমে একটি এক-শ বছরের পুরাতন বাড়িতে গেলুম। এটি সেই অনেক কাল আগে যে-ভাবে সাজানো ছিল, এখনও সেই রকম ক’রে সেই সব পুরাতন আসবাব ও রান্না ও খাবার বাসন সব দিয়ে সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। এটি দেখলে এক-শ বছরের আগেকার স্বইটজারল্যাণ্ডের লোকজনের রুচি সম্বন্ধে কিছু ধারণা করা যায়। আমাদের দেশে এই রকম ধরণের পুরনো বাড়ি আমন ঢের আছে, কিন্তু বংশপরম্পরায় কেউ এমন ভাবে একই ধরণে সাজিয়ে রাখে না এবং তার জন্য দর্শকেরও ভিড় হয় না । তার পরে আমরা আর একটি জায়গায় গেলুম। এর ভেতরটি ঈষৎ অন্ধকার । একটি বড় গোল দেওধালে যুদ্ধের দৃপ্ত আঁকা স্বন্দর ছবি। ছবিখানির আয়তন ১২,৪০০ স্কোয়ার ফুট । এই ছবির পেছনে ইলেকট্রিক আলোর বন্দোবস্ত আছে, ও সেই আলো ছবির ওপর এমন ভাবে প্রতিফলিত হয়েছে যে হঠাৎ দেখলে মনে হয়, ছবির সমস্ত লোকই সজীব । খ্ৰীষ্টাব্দ থেকে ১৮৭১ খ্ৰীষ্টাব্দ পয্যন্ত ফরাসী ও প্রশিয়ার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, ছবিতে সেই যুদ্ধ দেখানো হয়েছে। ছবিতে দেখলুম ফরাসী সেনানায়ক বুর্বাকি তার বিপুল সৈন্যবাহিনী নিয়ে স্থইটজারল্যাণ্ডে প্রবেশ করছেন। একদিকে সুইস ও ফরাসী এবং অপর দিকে প্রশিয়ার সৈন্যদলের মধ্যে ঘোর সংঘর্ষ বেধে গেছে। চতুর্দিকে যাহূল্যান্স গাড়ী । হাত-পা-কাটা মুত সৈন্য ও ঘোড়াগুলি ইতস্ততবিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। দু-একটি সত্যকার য়্যামূল্যান্স গাড়ী ও সৈন্যসামস্তের পোষাক, ঘোড়ার সাজ ঘা বাস্তবিক এই যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, সেগুলিকে এমন ভাবে ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে যে দেখলে মনে হয় এগুলিও ছবির অংশ। গাইড আমাদের এ-সপ কথা ব’লে না দিলে আমরা হয়ত আসলে ও ছবিতে তফা, বুঝতে পারতুম না। আমাদের সঙ্গে বোধ হয় পাঁচ-ছয় রকম জাতের লোক ছিল। তার ভেতর ফরাসী, ইটালীয়ান, জাৰ্ম্মান ও ইংরেজকে চিনতে পারলুম। গাইড প্রত্যেক ভাষায় একবার করে লেকচার দিয়ে গেল। আমরা এখন থেকে বেরিয়ে এবারে আর এক জায়গায় গেলুম। রাস্তর ওপরেই শ্বেত পাথরের তৈরি এক মৃত সিংহের মূৰ্ত্তি, এট খোদাইয়ের কাজ । ১৮২১ খ্ৰীষ্টাব্দে লুকাস আহোইন (Luc” ›brግe