পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী $NరిgR وقامواج দিয়াছে—যদিও অন্য সব প্রদেশেই অল্পাধিক পরিমাণে কংগ্রেসী ঝগড়া কংগ্রেসী দলাদলি আছে । কাহারও কোন দোষ থাকিলে সে ইহা বলিয়া আত্মদোষ যে-ধে কারণেই হউক, বঙ্গের কংগ্রেসপন্থীরা তাহাদের প্রতি অন্যান্য প্রদেশের কংগ্রেসপন্থীদের তাচ্ছিল্যের ভাব অনুভব করিয়া কংগ্রেস হইতে---অন্তত: মনে মনে—সরিয়া পড়িতেছেন বা তাহাদিগকে বাদ দিয়া কাজ করা হইতেছে, কতকটা এই প্রকার অবস্থা দাড়াইয়াছে। সমগ্র-ভারতীয় মহাজাতির তুলনায় বাঙালীরা যতই অল্পসংখ্যক বা অল্পবল হউন, র্তাহাদিগকে সঙ্গে না রাথিয় চলিলে এই মহাজাতির শক্তি নিশ্চয়ই কমিবে, এবং ইহাও ঠিক, যে, বাঙালীর অন্য সকল ভারতীয়ের সহিত মিলিয়া কাজ করিতে ন পারিলে তাহাদেরও শক্তির হ্রাস হইবে । অতএব, কংগ্রেসকে এমন সব ব্যবস্থা করিতে হইবে যাহাতে বাংলা দেশ কংগ্রেসের সঙ্গে থাকে। তাহা করিতে হইলে কোন বাঙালী নেতার সাহায্যে করিতে হইবে। আমাদের বিবেচনায় স্বভাষ বাবু সেই নেতা। তিনি সভাপতি হইলে বঙ্গকে কংগ্রেসে রাখিবার উপায় বলিতে পারিবেন । তিনি সভাপতি হইলে বাঙালীর খুশী হইবে, এবং তাহার নিদিষ্ট উপায় বঙ্গে সহজে অবলম্বিত হইতে পারিবে । আমরা কংগ্রেসের কোন দলভুক্ত নহি, এবং স্বভাষ বাবুরও সকল মতের সমর্থক নহি । কংগ্রেস শক্তিশালী থাকে ও ভারতবর্ষের অন্য সব অংশের সহিত বঙ্গের যোগ থাকে, আমরা ইহা চাই বলিয়া এই সকল কথা লিখিতেছি । আর একটি কথাও মনে রাথিতে হইবে । ১৯২২ সালে গয় কংগ্রেসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর বঙ্গের অধিবাসী কোন বাঙালীকে কংগ্রেসের সভাপতি করা হয় নাই। শ্ৰীমতী সরোজিনী নাইডু ১৯২৫ সালে কানপুরে সভানেত্রী হইয়াছিলেন বটে, কিন্তু তাহার পিতামাত বাঙালী হইলেও তিনি বঙ্গে থাকেন না, বাংল৷ বলেন না, এবং বঙ্গের ও বঙ্গীয় সংস্কৃতির সহিত র্তাহার বিশেষ কোন যোগ নাই। বঙ্গের মত একটি জনবহুল প্রদেশ হইতে এত বৎসর ধরিয়া একজনকেও সভাপতি না করা স্ববিবেচনার কাজ হয় নাই । ক্ষালন করিতে পারে না, যে, অন্ত লোকদেরও সেই দোষ আছে । কিন্তু একই রকম দোষ অনেকের থাকিলেও যদি কেবল এক জন দোষীরই বিচার বা বিচার ও শাস্তি হয়, তাহা হইলে তাহা ন্যায়সঙ্গত হয় না। অন্যান্য প্রদেশের ংগ্রেসওয়ালারা সাধু সাজিয়া কেবল বঙ্গেরই বিচার ও শাস্তির ব্যবস্থা করিতে ব্যগ্র । কিন্তু আমরা আগে লিখিয়াছি, ংগ্রেসওয়ালাদের মধ্যে অল্পধিক ঝগড়া সব প্রদেশেই আছে। আগ্ৰা-অযোধ্যা • প্রদেশে যেরূপ ঝগড় হওয়ায় কংগ্রেসের আগামী অধিবেশন লক্ষেীয়ে না করিয়৷ অন্যত্র করিবার কথা উঠিয়াছে, তাহ নূতন নহে, অনেক আগে হইতে চলিতেছে। বোম্বাইয়ের কংগ্রেসওয়ালার কিছু বেশী রকম মুরুবিয়ান করিয়া থাকেন। সেখানকার অবস্থা সম্বন্ধে স্পষ্টবক্তা মিঃ হনিম্যান তাহার সম্পাদিত “বন্ধে সেণ্টিনেল" কাগজে যাহ। লিখিয়াছেন, তাহার প্রত্যেক শব্দ অভ্রান্ত না হইতে পারে, কিন্তু তাহার মন্তব্য মোটের উপর সত্য । তিনি লিখিয়াছেন : Nowhere do we see such sacrifice and willingness or self-estacement as Mahatma ( ;andhi enjoined on his followers. ( )n the other hand, they are all plottin and defying each other to get hold of oslices an wer for personal aggrandizement. In the United *rovinces there is apparently complete anarchy in the Congress fold. The U. P. Congress Committee and the reception committee are at logger-heads and have discarded all sense of dignity and decency in their quarrels. In Bombay the meanest subterfuges were resorted to by the Congress bureaucrats to keep out people whom they did not want. , in any ordinary election such sharp practices, would have resulted in unscating the successful candidates and disqualifyin them for some years. But in the Bombay Provincia Congress Committee, we have an altogether different 8tandard of morality and public honesty, , and a long casuistical defence had to 蠶 nned, by the president of the B. P. C. C. after shilly-shallying for several months. In these circumstances, to say that the direction of Congress assairs seems to have got into the hands of political cranks and crooks seems a very justifiable ಘೀ indulgence. Facts have to e faced and it must be a matter of great regret to all well-wishers , of the tongress that valuable time and energy are being dissipated in these never-ending wranglings. The most insistent duty and task that face the Congress today are to fight the new constitution which has been imposed on the count against the wishes of the vocal and politically-mind Indians, instead of carrying on these vendettas against each other and conspiring for offices of power for themselves and their friends, and at , the same time resorting to questionable and dishonest methods