পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ বিবিধ প্রসঙ্গ—রামমোহন শতবাৰ্ষিকীর বৃত্তান্ত Rషాషా ব্যক্তিদের দ্বারা রচিত হয় ও বহুল পরিমাণে তৎসমূদয়ের প্রচারের ব্যবস্থা হয়, তাহা হইলে দেশের ও বিদেশের লোকেরা ভারতবর্ষ সম্বন্ধে অনেক খাটি তথ্য জানিতে পরিবে । ইরাকপ্রবাসী ভারতীয়গণের বিপদ শ্ৰযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে ইরাক হইতে সম্প্রতি এক জন ভারতীয়, প্রবাসী ভারতীয়গণকে সেই দেশ হইতে তাড়াইবার চেষ্টার কথা জানাইয়া একটি দীর্ঘ পত্র লিথিয়াছেন । এই চিঠি হইতে জানা যায়, যে, ইরাক গবন্মেন্ট অনেক ভারতীয় ব্যবসায়ীকে ইরাক ছাড়িয়া যাইবার জন্য তিন মাসের ( কোন কে ন ক্ষেত্রে আরও কম সময়ের ) নেটিস দিয়াছেন। বসোরাস্ত ব্রিটিশ বাণিজ্যদূতের কাছে আবেদন করায় তাহার চেষ্টায় কোন কোন ক্ষেত্রে নোটিস তুলিয়া লওয়া হইয়াছে বটে, কিন্তু অনেক ক্ষেত্রে পুনৰ্ব্বার নোটিসও দেওয়া হইয়াছে। ইহাতে প্রবাসী ভারতীয়দের মনে অত্যন্ত ভীতির সঞ্চার হইয়াছে। শুধু ইহাই নহে। “লেবার প্রটেকশন” ( শ্রমিক রক্ষা । আইন নামে একটি নূতন আইন শীঘ্রই জারি হইবে ; তখন ভারতীয়দের দুর্গতি আরও বাড়িবে বলিয়া পত্রপ্রেরক লিখিয়াছেন । ইরাক যে ভারতবর্ষের নিকট কত ভাবে ঋণী, এবং বত্তমানেও যে ভারতবর্ষের নিকট ইরাক কত সুবিধা লাভ করিতেছে, পত্রপ্রেরক তাহাও বিশ্লেষণ করিয়া দেখাইয়াছেন। ইরাক বর্তমানে স্বতন্ত্র রাজ্য। যে “ষ্টেটসম্যান” পত্রিকা উক্ত পত্রপ্রেরকের তথ্যে কিছু কিছু ভ্ৰন্তি ও অতিরঞ্জন আবিষ্কারের চেষ্টা করিয়াছে, সে কাগজও এ-কথা স্বীকার করিয়াছে যে, ভারতবৰ্ষই বলিতে গেলে ইরাকের মুক্তিদাতা । ৪০,০০০ ভারতীয় সৈনিক যুদ্ধ না করিলে ইরাকের বৰ্ত্তমানে স্বাতন্ত্র্যলাভ হয়ত ঘটিয়া উঠিত না। আর্থিক দিক দিয়াও ভারতবর্ষের তাহাতে কম ব্যয় হয় নাই । এই ত গেল অতীতের কথা । বৰ্ত্তমানেও প্রতি বৎসর *ডি-একুশ হাজার ভারতীয় মুসলমান তীর্থযাত্রী ইরাকে গিয়৷ পং লক্ষ টাকা ব্যয় করে, এবং ইরাক না গিয়া এখান হইতেও পৎ সংখ্যক মুসলমান তথায় দানখয়রাতের জন্য প্রভূত অর্থ ,':রণ করে। অযোধ্যার একটি রাজ হইতেই তিন লক্ষ টাকা । ভারতবর্ষে ইরাকের লোকদের সম্বন্ধে কোনো বিশেষ নিষেধ নাই। ইরাকীরা অবাধে এদেশে নানা প্রকারে জন করে। ব্যবসাবাণিজ্যের দিক দিয়াও ইরাক তের বাজারে অনেক লাভ করিয়া থাকে। ইরাকের 'প ও অন্যান্য জিনিষ ভারতে অনেক বিক্ৰী হয়। ঐধুক্ত অখিলচন্দ্র দত্ত এই সমস্ত লইয়া ভারতীয় ধ, ঠাপক সভার অধিবেশন স্থগিত করিবার একটি প্রস্তাব *নিবেন বলিষ্মা নোটিস দিয়াছেন। ভারতবর্ষে অন্তদেশীয়দের অর্থাৎ অবগু মুখ্যতঃ ইংরেজদের বিরুদ্ধে যাহাতে কোনরূপ ভেদহুচক ব্যবস্থা ন হইতে পারে, এজন্য যাহারা আটঘাট বাধিয়া রাখিয়াছেন, অন্য দেশে ভারতবর্ষীয়দের বিরুদ্ধে তদ্রপ ব্যবস্থা সম্বন্ধে তাহারা কি বলেন, গবন্মেন্টের উত্তর হইতে তাহা জানা যাইবে । গবন্মেণ্ট এ পর্য্যন্ত ইরাক হইতে কিছু জানিতে পারেন নাই বলিয়া সংবাদপত্রে লিখিত হইয়াছে। রামমোহন শতবার্ষিকীর বৃত্তান্ত আঠার শত তেত্রিশ খ্ৰীষ্টাব্দে রামমোহন রায়ের মৃত্যুর এক শত বৎসর পরে ১৯৩৩ সালে তাহার প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থ ভারতবর্ষে ও ভারতবর্ষের বাহিরে যে-সকল সভার অধিবেশন ও অন্যবিধ অনুষ্ঠান হয়, তাহার একটি বৃত্তান্ত বৃহৎ একখানি গ্রন্থের আকারে প্রকাশিত হইয়াছে। ইহা যে সময়ে প্রকাশিত হইয়াছে তাহাতে আমরা যথাস্থানে ইহার পরিচয় দিতে পারিলাম না। এখানেও বিস্তারিত কিছু লিখিবার সময় ও স্থান নাই। সামান্য কিছু পরিচয় দিতেছি। গ্রন্থখানি দুষ্ট ভাগে বিভক্ত। প্রথম অংশের ংখ্যা ১৫৮, দ্বিতীয় অংশের ৫৬২ ; তদ্ভিন্ন ৮ পৃষ্ঠাব্যাপী স্বচী আছে। প্রত্যেক পৃষ্ঠায় প্রবাসীর এক এক পৃষ্ঠার অন্তত: সমান লেখা আছে —অধিকাংশ স্থলে বেশীহ আছে । অধিকাংশ লেখা ইংরেজীতে। বাংলাতেও অনেক লেশ আছে । চিত্রের সংখ্যা তের, তন্মধ্যে একখানি বহুবর্ণ। হস্তলিপির প্রতিলিপি ৪ খানি । প্রথম ভাগে ভিন্ন ভিন্ন দেশের ও স্থানের সভা আদি অনুষ্ঠানের বুওস্ত আছে । ভারতবর্ষের নানা প্রদেশের ও স্থানের অনুষ্ঠানসমূহ এবং ইংলণ্ড, ফ্রান্স ও আমেরিকার অনুষ্ঠানগুলির বৃত্তান্ত ইহাতে আছে। দ্বিতীয় ভাগে শ্রদ্ধাঞ্জলি, প্রবন্ধ, অভিভাষণ ইত্যাদি আছে। তংপরে রামমোহনের সমসাময়িকদের তাহার সম্বন্ধীয় লেখা উদ্ধৃত হইয়ছে। পরলোকগত ও জীবিত অন্য অনেক মনীষীৰ উক্তিও সন্নিবিষ্ট হইয়াছে । সর্বশেষে শতাধিক অভিভাষণ, ংবাদপত্রাদির প্রবন্ধ প্রভূতি আছে । গ্রন্থখানিতে রামমোহন রায় সম্বন্ধে এত কথা ও এত মত সন্নিবিষ্ট হইয়াছে যে তাহার একটি একটি করিয়া উল্লেখ করিতে গেলেও প্রবাসীর কয়েক পৃষ্ঠা লাগিবে। রামমোহন রায় শতবার্ষিকী কমিটির পক্ষ হইতে শ্ৰীযুক্ত সতীশচন্দ্র চক্রবর্ভা,এমূ-এ, বিশেষ পরিশ্রম করিয়া যত্নের সহিত এই গ্রন্থখানি সঙ্কলন ও সম্পাদন করিয়াছেন । ইহার মূল্য পাঁচ টাকা, ডকমণ্ডলাদি এক টাকা। শতবার্ষিকীর সাধারণ কমিটির সভ্যদের জন্য মূল্য চারি টাকা। ৩০শে নবেম্বর পধ্যস্ত সৰ্ব্বসাধারণের জন্য মূল্য চারি টাকা এবং সাধারণ