পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ー●● কমিটির সভ্যদের জন্য সাড়ে তিন টাকা ; ডাকমাশুলাদি আলাদা। ২১০-৬, কর্ণওয়ালিস্ ষ্ট্রট ঠিকানায় রামমোহন শতবার্ষিকীর সম্পাদকের নিকট পাওয়া যায়। বাংলা লেখাগুলির মধ্যে আছে শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের “ভারত-পথিক রামমোহন রায়,” মহামহোপাধ্যায় পণ্ডিত প্রমথনাথ তর্কভূষণের “রাজা বামমোহনের প্রভাব ও বর্তমান হিন্দু সমাজ,” ইযুক্ত হেমলতা সরকারের “যুগসারথি রামমোহন,” বেগম শামস্বন নাহার মাহমুদের “মুসলিম নারীর অন্য,” ঐযুক্ত। হেমলতা দেবীর "উৎকৃষ্ট নমুনার মানুষ,” শ্ৰীযুক্ত সরল বালা সরকারের "নব্যবঙ্গগঠনে রামমোহনের প্রভাব,” শ্রযুক্ত সরোজিনী দত্তের "রামমোহনের তপস্তা,” শ্ৰযুক্ত প্রমথ চৌধুরীর "রামমোহন রায় ও বাংলা গদ্য,” পণ্ডিত ক্ষিতিমোহন সেন শাস্ত্রী, এম্-এ-র “যোগক্ষেত্র ভারতের পূর্বসাধক রামমোহন, এবং শ্রযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের "রামমোহনের মত প্রাণবান হও" । নব-দিল্লীতে প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলন আমরা নব-দিল্লীর প্রবাসী-বঙ্গ-সাহিত্য সম্মেলন কাৰ্য্যালয় হইতে নিম্নমূদ্রিত সংবাদগুলি পাইয়াছি। “প্রবাসী বঙ্গ লাহিত্য-সম্মেলনের ত্রয়োদশ অধিবেশন এ বংসর কাশীধামে হইবে, এরূপ কথা ছিল। কিন্তু কয়েকটি অপ্রত্য শিত কারণে কাশীতে এবার সম্মেলনের অধিবেশন হওয়া সম্ভবপর হইল না । এক্ষণে স্থির হইয়াছে যে, উক্ত অধিবেশন আগামী বড়দিনের অবকাশে নিউ দিল্লীতে অকুষ্ঠিত হুইবে । “অধিবেশনের তারিখ এবং মূল সভাপতির নাম শীঘ্রই জানানো হইবে । সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, বৃহত্তর বঙ্গ, ললিতকলা, সঙ্গীত, শিক্ষাবিজ্ঞান প্রভৃতি সম্মেলনের অঙ্গ হইবে। বাংলার এবং বাংলার বাহিরের যে-সকল মনীষী অধিবেশনে নেতৃত্ব করিবেন, তাহদের নাম যথাসম্ভব শীঘ্র জানানো হইবে। একটি পৃথক মহিলা-বিভাগও থাকিবে। কোন বিদুষী মহিলা ইহার নেত্রীত্ব গ্রহণ করিবেন। এই উপলক্ষ্যে প্রত্যেক বাঙালীর শুভাগমন প্রার্থনীয়। সম্মেলনে পঠনীয় প্রবন্ধ ও কবিতা এবং প্রবাসী বাঙালীদের হিতকর প্রস্তবাদি সাদরে গৃহীত হইবে। . কোন বিষয় জানিতে হইলে মেজর ঐযুক্ত অনিলচন্দ্র চট্টোপাধ্যায়, আই-এম্-এ,৬নং অশোক রোড, নিউ দিল্লী-এই ঠিকানায় পত্র প্রেরিতব্য ।” প্রবাসী বঙ্গসাহিত্য-সম্মেলন আমাদের অতি প্রিয় প্রতিষ্ঠান। বঙ্গের রাজধানী ও ভারতবর্ষের ভূতপূৰ্ব্ব রাজধানী কলিকাতায় ইহার অধিবেশনের পর ভারতবর্ষের বর্তমান রাজধানী নব-দিল্লীতে ইহার অধিবেশন হইতে প্রৰণসী SNこ8さ যাইতেছে। কলিকাতায় বাঙালীর সংস্কৃতির পরিচয় সম্মেলন দিয়াছিলেন ও পাইয়াছিলেন। নব-দিল্লীতেও তাহার পরিচয় পাওয়া যাইবে, আশা করিতেছি । রিজার্ভ ব্যাঙ্কের স্থানীয় বোর্ডের সভ্য নির্বাচন রিজার্ভ ব্যাঙ্কের পূর্ব চক্রের স্থানীয় বোর্ডের পাচজন সভোর নির্বাচন হইয়া গিয়াছে। শ্ৰীযুক্ত ব্রিজমোহন বিড়লা, শ্ৰীযুক্ত শান্তিপ্রসাদ জৈন, শ্ৰীযুক্ত অমরকৃষ্ণ ঘোষ, শ্ৰীযুক্ত সত্যেন্দ্রচন্দ্র মিত্র ও রায় বাহাদুর শ্ৰীযুক্ত প্রমথনাথ মল্লিক নির্বাচিত হইয়াছেন । মড়োয়ারীদের বাহাদুরী আছে। দূর রাজপুতানা হইতে তাহার বঙ্গে আসিয়া ব্যবসাবুদ্ধি, উদ্যোগিতা, শ্রমশীলত ও জেট বঁ,ধিবার ক্ষমতার বলে বাঙালীদের মাতৃভূমিতে বাণিজ্যক্ষেত্রে তাহাদিগকে পরাস্ত করিয়াছে এবং এরূপ বিত্ত, প্রতিপত্তি ও প্রভাবের অধিকারী হইয়াষ্টে, যে, বহুপরিমাণে বাঙালীদের সাহাধ্যে রিজার্ভ ব্যাঙ্কের এই নির্বাচন-দ্বন্দ্বে প্রথম দুটি স্থান অধিকার করিয়াছে। বাঙালীদের সাহায্য কলিতেছি এই জন্য, যে, সৰ্ব্বপ্রথম আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় এই নির্বাচন উপলক্ষে শ্ৰীযুক্ত ব্রিজমোহন বিড়লাকে ভোট দিবার জন্য সকল অংশীদারকে অকুরোধ করেন এবং, আমরা অবগত হইলাম, ধনা বাঙালী অংশীদাররা অনেকেই তাঙ্গকেই ভোট দিয়ছিলেন । যোগ্য বাঙালী প্রার্থীদের প্রতিও অবহু আচাৰ্য্য রায় তাহার কৰ্ত্তব্য করিয়াছিলেন, কিন্তু তাহা শ্রযুক্ত ব্রিজমোহন বিড়লার অনুকূলে সুপারিশ করিবার পর। শেঠ বিড়লা যে ত্রযুক্ত সত্যেন্দ্রচন্দ্র মিত্রকে অনেকগুলি তৃতীয় প্রেফরেন্স ভোট দিয়ছিলেন তাহার জন্য তিনি ধন্যবাদার্হ | দ্বিতীয় প্রেফারেন্স ভোটগুলি তিনি শ্ৰীযুক্ত শান্তিপ্রসাদ জৈনকে দিয়ছিলেন। ইনি নিজে কেবল একটি ভেট পাইয়াছিলেন কাগজে এইরূপ দেখিলাম। শ্ৰীযুক্ত অমরকৃষ্ণ ঘোষ, শ্ৰীযুক্ত বিড়লার ন্যায়, নি জর প্রাপ্ত প্রথম ভোটের জোরেই নিৰ্ব্বাচিত হইয়াছেন । যাহা হউক, বাঙালীরা যে নিজ মাতৃভূমিতে পাচটির মধ্যে তিনটি পদও পাইয়ছে, তাহ মন্দের ভাল। পাচটিই তাহদের পাওয়া উচিত ছিল । কিন্তু ব্যবসা-বাণিজ্যে ও ব্যাঙ্কিঙে বাঙালীরা যেরূপ হটিয়া গিয়াছে, তাহতে তিনটি স্থান পাওয়াও সৌভাগ্য বলিতে হইবে । বাঙালীরা মড়েয়ারীদের দৃষ্টান্ত হইতে শিক্ষা করুন, যাহাতে ভবিষ্যতে ফল আরও ভাল হয়। যে তিন জন বাঙালী নিৰ্ব্বাচিত হইয়ছেন, তাহারা সকলেই যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি ।