পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ প্রবাসী SNこの8ミ. ঘটা। এই রাস্তাগুলি বেশ প্রশস্ত গলির . S S S S S S S S S S S S S S S S SAAAAAS S - -....] মতন । ! ... দু-পাশেই দোকানে মেয়েপুরুষের খুব ভীড়। মেয়েরা সকলেই কুষ্ণবস্ত্রপরিধান। সকলেরই নান রকম পরিচ্ছদ আছে, কিন্তু তার উপর একটি কালে কাপড়ের আবরণ সবাইকার থাক। চাই-ই । কপালের অৰ্দ্ধেক ও লাকের তল থেকে ৪ষ্ঠাধর পৰ্য্যস্থ আবৃত। মুগের যতটুকু দেখতে পেলুম তাঙ্গতেই বুঝলুম মেয়ের অধিকাংশত রূপসী । ফলের দোকান, রেশমী কাপড়, সোনা-রূপার পেতল কfয়রে মমেলুক সমাধি-মন্দির তামার গহন, বাসন, তার-তরকারী ইত্যাদি সব রকমের দোকান। রাস্তায় কাঠফাটা রোদ, ফেরীওয়ালা একটা ঝাকা মাথায় কি ঠেকে চলে গেল । ঝণকাটি আমাদের দেশেরই মত। রাস্তার দু-পাশের অধিকাংশ বাড়িগুলিরই দরজা-জানাল সব বন্ধ দেখলুম। বোধ হয় রৌদ্রের উত্তাপের জন্য । কাঠের রেলিং দিয়ে ঘেরা উটের গাড়ী চলেছে। তাতে বড় বড় কালে কালে তরমুজ বোঝাই। চালক গাড়ীর সঙ্গে সঙ্গে একটি বড় তরমুজের আধখানা কামড়াতে কামড়াতে হেঁটে চলেছে, সঙ্গে ছোট ছেলে-মেয়েও দু-একটি আছে। গাড়ীর পাশ দিয়ে এক মৃতদেহ কবর দেবার জন্য নিয়ে গেল। কায়রে-উঠের সারি চলিয়ছে তার কফিনের ওপর নানা বর্ণের ফুলপাত, মাতুম ও ঘোড়ার মূৰ্ত্তি আঁকা, এই সব দেখতে আলির মসজিদে পৌছলুম। ফেরবার সময় দেখি এক দরিদ্র মিশরবাসিনী কাধে জলের জগ, নিয়ে দাড়িয়ে 의C5 || l게 하 ধে আমরা যদি তুষ্ণত্ত হয়ে থাকি ত ত\কে প\ল দিয়ে এই দেখতে আমরা মহম্মদ ঈসারার জানালে জুল। প। করতে পারি । রাস্তার ধারে একবার গাড়ী দাড়ালে হয়, ফোটোগ্রাফার, পুতির মালাওয়াল, পিকচারপোষ্টকার্ডওয়ালা ছেকে ধরবে। এর ওপর আর এক দল ফেরীওয়াল আছে এর এক রকম জ্যাস্ত ছোট ছোট সবুজ পোকা বিক্রী করতে আসে । এই পোকার নাম ইজিপসিয়ন ক্যারাবাস্। অনেক কাল আগে মিশরবাসীরা তাদের আত্মীয়-স্বজনদের মৃতদেহ কবর দেবার সময় এই বিষাক্ত পোকাগুলিকেও সেই সঙ্গে কবরস্থ করত। তাদের বিশ্বাস ছিল, কোন দস্থ্য মৃতদেহের অলঙ্কারাদি চুরি করতে এলে এই পোকার দ্বারা তারা সমূলে বিনষ্ট হবে। এই পোকাগুলিই মৃতের রক্ষকস্বরূপ ছিল । এখন আর সে পিরামিডের যুগ নেই। লোকে কবর দেবার সময় বিষাক্ত পোকাও ব্যবহার