পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vరిveg দশট, বিছানায় রোদ এসে পড়েছে, এগারটার সময় ঠিক সন্ধ্যে হয় তখন । দু-এক দিন পরে আমরা লগুনের শহরের বাইরে কাষ্টমস্ অফিসে গিয়ে ঝগড়াবীটি করে বাক্স দু'টি নিয়ে এলুম। তাদের এ দুটিকে আটক রাখবার কারণ, একটি বাক্সে আমার দুটি শাড়ীর পাড় ছিল, এই দুটোকেই তারাসিদ্ধের রোল্ বলছে। আর একটিতে একটি র্তীতের গোদাবরী শাড়ীকে আর্টিফিশিয়াল সিল্ক ব’লে দিলে। সিল্ক সম্বন্ধে জ্ঞান খুব টনটনে বলতে হবে। বাক্সে এক কেট খড়ির গুড় প্যারি—প্যানপিয়ন ছিল দাত মাজবার জন্য। সেটিকে বলে দিলে, এটা কি কোকেন ? চটেমটে বলে ফেললুম, এটিকে তোমরা নিয়ে নাও, আমার চাই না, কোন ল্যাবরেটারীতে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করাও । এ-কথার উত্তরে আর কিছু না ব’লে সব দিয়ে দিলে। এখানে দু-দিন শীত একটু বেশী পড়েছিল। আবার রোদ উঠে সেটা কমে গেল। এখানকার আবহাওয়ার কোন স্থিরতা নেই। কখনও বেশ গরম বোধ হয়, আবার একটু বৃষ্টি পড়লেই স্যাতসেতে ভাব হয়। কয়েক দিন পরে আমার বাবার বন্ধু বিখ্যাত মনোবিং ডাক্তার আরনেষ্ট, জোনসের সঙ্গে দেখা করতে গেলুম। তিনি আমাদের দেশের অনেক খবরাখবর নিলেন । আমার বাবাকে লগুনে আসবার জন্য র্তার নাম ক'রে অনুরোধ করে চিঠি লিখে জানাতে বললেন। এক দিন লাঞ্চ খাবার জন্য নিমন্ত্রণও করলেন। এখানে পাচ রকম কথার প্রসঙ্গে ডাক্তার জোনস প্রবাসী もN>8き、 জিজ্ঞাসা করেছিলেন যে, আমাদের এই লণ্ডনের ব্রিটিশ মিউজিয়মে ত তোমাদের ভারতবর্ষের জিনিষ অনেক আছে তোমাদের যদি কখনও স্বরাজ লাভ হয়, তাহ'লে সে-সব হয়ত ফিরিয়ে নিয়ে যাবে ? উত্তর দিয়েছিলুম, তথন কি করবো ব’লতে পারি না। র্তার কাছে খবর পেলুম, রাচীর মেণ্টাল হসপিটালের ডাক্তার কর্ণেল বার্কলিহিল যখন লগুনে আসেন, এর কাছেই এখানে থাকেন। ডাক্তার জোনসের কাছে আমরা অনেক বিষয় জানতে পারলুম। তিনি আমাদের যথেষ্ট আদর-যত্ন করেছিলেন। এক দিন লিঙ্কন্স-ইন ও ল-কোর্ট দেখে এলুম। আমাদের দেশের হাইকোর্টের ভেতর কি হয়, আমর মেয়ের বড়-একটা দেখতে পাই না, এখানে সে স্কবিপা হওয়াতে দেখবার সুযোগ ছাড়ি নি। এক দিন প্রিভিকাউন্সিল দেখতে গেলুম। তখন আমাদের দেশের একজনদের কি এক বৈষয়িক ব্যাপার নিয়ে বিচার চলছিল ; জজ সাহেব কীেস্থলীর কথা শুনতে শুনতে হঠাৎ কথার মাঝখানেই প্রশ্ন ক'রে বলেন, “তুমি যে বল্লং ব্রজকিশোর আঠার-উনিশ বছরেই মারা গেছে, তবে আবার তার ছেলের কথা তুলছ কেন ? আঠার বছর বয়সের লোকের আবার ছেলে কি ?” কীেমুলী সাঙ্গে বললেন, “শুনেছি ভারতবর্ষের বঙ্গদেশে আগে চোঁদ-পনবছরের ছেলের বিয়ে হ’ত, স্বতরাং আঠার বছরে ছেলে: বাপ হওয়া কিছু বিচিত্র নয়।” এ-কথায় একটা হাসির ধু পড়ে গেল। এ সময় স্বৰ্গীয় শুর দিন-শ মুল্লাকেও সেখা.ে এক জজের আসনে উপবিষ্ট দেখেছিলুম। এখানকার পুলিস একটা দেখবার জিনিষ। পুলিস হ't গেলে ৬ ফুট লম্ব হওয়া চাই। রাস্তাঘাটে কোথাও কো জায়গার সম্বন্ধে জানবার থাকলে পুলিসের সাহায্যে সম্ভব হ'লে পারে। রাস্তায় মানুষ ও গাড়ীর চলাচল অত্যন্ত বেশী জানালা দিয়ে দেখেছি কাতারে কাতারে লোক, গাড়ীঘোড় , ট্রাম, বাস, মোটর চলছে, টু শব্দ নেই। পুলিস এ- {