পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ বিবিধ প্রসঙ্গ—আচার্য্য ভ্রজেন্দ্রনাথ শীল মহাশয়ের জয়ন্তী &b-S একাডেমী অব সায়েন্সেজের ) কেন্দ্র এলাহাবাদে স্থিত তিনি তাহার বর্তমান সভাপতি । গত মাসে এই পরিষদের বার্ষিক অধিবেশনে তিনি যে অভিভাষণ পাঠ করেন, তাহাতে তিনি দেখান, যে, ঝোল গুড় বা মাং গুড় জমীর উৎকৃষ্ট সার। তিনি পরীক্ষার দ্বারা দেখিয়াছেন ঝোল গুড়ের সার ন-দেওয়া জমীতে যেখানে প্রতি একরে ৮.১ মণ ধান হয়, সেখানে ঝোল গুড় প্রয়োগ করিলে প্রতি একরে সাড়ে চৌদ্দ মণ ধান হয় । বাংলা দেশে আকের চাষ বৃদ্ধির এবং অনেক চিনির পারপানা স্থাপনের প্রয়োজন অন্য নানা দিকু দিয়া যেমন বুঝা যায়, এই দিক্ দিয়াও তেমনি বুঝা যায়। ধান বাংলা দেশের প্রধান খাদ্য শস্য এবং বঙ্গে যত ধান হয় ভারতবর্ষের অন্য কোন প্রদেশে তত হয় না। এখানে অন্তর্বর উষর জমীতেও যদি ঝোল গুড়ের সার দেওয়া যায়, তাহা হইলে অনেক বেশী ধান জন্মিতে ও কৃষকদের অবস্থার উন্নতি হইতে পারে। কিন্তু অন্য প্রদেশ হইতে ঝোল গুড় কিনিয়া আনিয়া ব্যবহার করিতে গেলে খরচে পোষাইবে ন, এবং তত খরচ করিবার ক্ষমতাই ব| আমাদের চাষীদের আছে কোথায় ? কিন্তু বঙ্গে চিনির কল স্থাপিত ও ইক্ষুর চাস বিস্তৃত হইলে আমাদের চাণীর অপেক্ষাকত সস্তায় ঝোল গুড় পাইতে পারিবে । বাঙালী চিত্রকরের বিলাতী সম্মান দিল্লীপ্রবাসী বাঙালী চিত্রকর শ্ৰীযুক্ত বরদাচরণ উকীল লণ্ডনের রয়্যাল সোসাইটি অব আর্টসের সদস্য ( Fellow ) নির্বাচিত হইয়াছেন, ইহা আনন্দের বিষয়। তিনি “রূপলেখা” নামক ললিতকলাবিষয়ক ত্রৈমাসিক পরের সম্পাদক । কয়েক মাস পূৰ্ব্বে প্রবাসীতে দিল্লীর চিত্রকর কাল-ভ্রাতাদের শিল্পনৈপুণ্যের পরিচয় ওয়া হইয়াছিল। বাঙালীদের মধ্যে শক্তি অসিতকুমার হালদার ও শবৃক্ত মুকুলচন্দ্র দে রয়্যাল সোসাইটি অব আর্টসের সদস্ত । ግ8 – » ፃ ঐবরদাচরণ উকীল 3. আচার্য্য ব্রজেন্দ্রনাথ শীল মহাশয়ের জয়ন্তী আচাৰ্য্য ব্রজেন্দ্রনাথ শীল মহাশয়ের ৭২ বৎসর বয়ঃক্রম পূর্ণ হওয়া উপলক্ষ্যে ভারতবর্ষীয় দার্শনিক কংগ্রেসের উদ্যোগে গত মাসে কলিকাতায় তাহার জয়ন্তী হইয়া গিয়াছে। ডাঃ সর নীলরতন সরকার মহাশয় এই জয়ন্তীর সভায় সভাপতি মনোনীত হন এবং আচার্য্য শীল মহাশয়ের ভূয়সী প্রশংসা করেন । দুঃখের বিষয় তাহার এই প্রশস্তি কোন কাগজ রিপোর্ট করে নাই । অন্য প্রশস্তিগুলিরও যে রিপোর্ট ঠিক ঠিক বাহির হইয়াছে তাহা নহে। মহীশূরের অধ্যাপক BBBB BBBS BB BBBBB BBBBS BSBB BBBBB BBS BBB BS BSS BB BB BB BBB