পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ বিবিধ প্রসঙ্গ-প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন 位い*ヘ○ তপস্বীর কণ্ঠে কণ্ঠে উচ্ছসিয়া—গুন বিশ্বজন, শুন অমৃতের পুত্র, হেরিলাম মহাস্ত পুরুষ তমিত্রের পার হ’তে তেজোময়, যেথায় মাচুৰ্য শুনে দৈববাণী। সহসা পায় সে দৃষ্টি দীপ্তিমান, দিকুসীমা প্রাস্তে পায় অসীমের নৃতম সন্ধান। বরেণ্য অতিথি তুমি বিশ্বমানবের তপোবনে, সত্যদ্রষ্ট, যেথা যুগ-যুগান্তরে ধ্যানের গগনে গুঢ় হতে উদ্ধারিত জ্যোতিষ্কের সম্মিলন ঘটে, যেথায় অঙ্কিত হয় বর্ণে বর্ণে কল্পনার পটে নিত্যমৃন্দরের আমন্ত্রণ । সেথাকার শুভ্ৰ আলে। বরমাল্যরূপে তব সমুদার ললাটে জড়ালে বাণীর দক্ষিণ পাণি মোরে তুমি জানো বন্ধু বলি ; আমি কবি আনিলাম ভরি মোর ছন্দের অঞ্জলি স্বদেশের আশীৰ্ব্বাদ, বিদায়কালের অর্ঘ্য মোর বাহুতে বাপিতৃ তব সূপ্রেম শ্রদ্ধার রার্থীডোর । S (T::గే, 3 సెరి সমুদয় অভিনন্দনের উত্তরে আচাৰ্য্য শীল যাহা বলেন, তাহাতে প্রথমেই ভারতবর্ষের সাম্প্রদায়িক বিবাদকলহে গভীর ব্যথ প্রকাশ করেন। তৎপরে “জয়ন্তী'র বিদেশে ও দেশে ইতিহাস ও প্রকৃতি সম্বন্ধে কিছু বলেন । শেষে তাহার জীবনের বাহ্য ফলহীনতা সম্বন্ধে শাস্ত ও গম্ভীরভাবে প্রাণস্পর্শ কয়েকটি কথা বলেন । প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন ত মাসে নব দিল্লীতে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের রয়োদশ অধিবেশন সুসম্পন্ন হইয়া গিয়াছে। উদ্যোক্তাগণ সকল কয়ে সুব্যবস্থা করিয়াছিলেন। নব দিল্লীর বাঙালী-বালকধঠালয় অধিবেশনের ও বাহির হইতে আগত পুরুষ ও if ল প্রতিনিধিদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল। এই ই লয়টি খোল উচু জায়গায় সরকারী আড়াই লক্ষ টাকা f”, সুনিৰ্ম্মিত । 辑 সমুদয় অভিভাষণ উংকৃষ্ট হইয়াছিল। অভ্যর্থনা-সমিতির সভাপতি সৰ্ব নৃপেন্দ্রনাথ সরকার * শয় অনিবাৰ্য্য কারণে অধিবেশনে উপস্থিত থাকিতে না কানপুর সনাতন ধৰ্ম্ম কলেজের অধ্যক্ষ শ্ৰীযুক্ত হৃষীকেশ ভট্টাচার্ধ্য, সাহিত্য শ{iথীর সভাপতি পারায় কলিকাতা হইতে সম্মেলনের প্রধান কৰ্ম্মসচিব মেজর অনিলচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে নিম্নমুদ্রিত পত্র লিথিয়া পাঠান । প্রতিভাজনেধু— মেজর চট্টোপাধ্যায় মহাশয়, প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের এবারকার দিল্লীর অধিবেশনে আমি উপস্থিত থাকিয়া অভ্যর্থনী-সমিতির সভাপতিরূপে শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট সাহিত্যিকদিগকে এবং প্রতিনিধিবগকে নিজে সস্বৰ্দ্ধনা করিতে পারিলাম না বলিয়। ঃখিত। সহকারী সভাপতি ব{য় বাহাদুর প্রীনিশিকাস্তু সেন মহাশয়ের উপর এই ভার গুস্ত করা হইয়াছে । সম্মেলনের কার্য্য যাহাতে সুচারুরূপে সম্পন্ন হয়, তাহার জন্ত আমার শুভ ইচ্ছা জ্ঞাপন করিতেছি। সরকার মহাশয়ের কাজ অন্যতম সহকারী সভাপতি দিল্পী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও অধ্যাপক রায় বাহাদুর নিশিকান্ত সেন মহাশয় নির্বাহ করেন । দিল্লীর এই অধিবেশনে একটি মৃত্তন কাজের স্বত্রপাত হইয়াছে। প্রবাসী বাঙালীদের সম্বন্ধে সংবাদ প্রভৃতি প্রচার