পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b-8 প্রবাসী >いご8ー。 গোরক্ষপুরের কলেজের অধ্যাপক শ্ৰীযুক্ত ললিতমোহন কর, বৃহত্তর বঙ্গ শাখার সভাপতি করিবার নিমিত্ত একটি মাসিক বিজ্ঞপ্তিপত্র ( bulletin ) অতঃপর প্রকাশিত হইবে। সম্মেলনের সম্বন্ধে সাপারণ ভাবে এবং ত্ৰয়োদশ অধিবেশন সম্বন্ধে ফানের প্রবাসীতে বিস্তারিত ভাবে কিছু লিখিবার ইচ্ছা আছে। _ আবিসনিয়ার সহিত ইটালীর যুদ্ধ আবিসনিয়ার সহিত ইটালীর যুদ্ধ চলিতেছে। প্রাচীন কালে রোমের প্রসিদ্ধ নেতা ও সেনাপতি জুলিয়ুস সীজর খ্ৰীষ্টপূৰ্ব্ব ৪৭ অবে পণ্টাসের রাজাকে পরাজিত করিবার ংবাদ রোমের ব্যবস্থাপক সভা সেনেটকে, “Weni Widi Wiei আসিলাম, দেখিলাম, জিতিলাম ), কেবল এই তিনটি কথায় দিয়াছিলেন। রোমের বর্তমান নেতা মুসোলিলিও বোধ হয় মনে করিয়াছিলেন, ইটালীর সৈন্যদল আবিসনিয়ায় পৌছিবামাত্র জয়লাভ করিবে । কিন্তু তাহ ঘটে নাই। তিন মাস আগে যুদ্ধ আরম্ভ হইয়াছে, কিন্তু এখনও চলিতেছে। প্রথম প্রথম বরং ইটালীর সৈন্যেরাই জিতিতেছিল ও অগ্রসর হইতেছিল, কিন্তু তাহার পর হাবসীরাও জিতিতেছে এবং ইটালীর অধিকৃত কোন কোন স্থান আবার দখল করিতেছে। শেষ পৰ্য্যস্ত যদি ইটালীই জিতে, তাহা হইলেও সে সহজে জিতিয়াছে বলা চলিবে না। ইটালীর বর্বর্বরতা যুদ্ধ জিনিষটাই বৰ্ব্বরতার একটা অবশিষ্ট অংশ। উহার পরিবর্তে অবলম্বনীয় স্থনীতিসঙ্গত, অহিংস ও নিশ্চয় সিদ্ধিপ্রদ কোন উপায় নির্দিষ্ট না-হওয়া পৰ্য্যস্ত অগত্য বলিতে হয়, যে, আত্মরক্ষা ও দুৰ্ব্বলের রক্ষা এবং পরাধীন জাতিদের স্বাধীনতা লাভের জন্য যুদ্ধ অবলম্বনীয় হইতে পারে, অন্য কোন উদ্দেশ্যে ও কারণে যুদ্ধের সমর্থন করা যায় না । ধে যে প্রকারে ও যে যে অস্ত্রশস্ত্র দ্বারা যুদ্ধ করা হয়, তাহার মধ্যেও কম বৰ্ব্বর ও অধিক বর্বর এই দুই শ্রেণীভেদ করা যাইতে পারে। যুদ্ধে ব্যাপৃত মহে এরূপ লোকদের উপর—বিশেষতঃ নারী ও শিশুদের উপর—বোমা নিক্ষেপ, আহত ও পীড়িতদের হাসপাতালের ডপর বোমা নিক্ষেপ, এবং বিষাক্ত গ্যাসের ব্যবহার বিশেষ করিয়া বর্বর রীতি । ইটালী আবিসনিয়ার বিরুদ্ধে বর্তমান যুদ্ধে এই সকল প্রকার বর্বর রীতিই অনুসরণ করিতেছে । অবশু বর্বর জাতিরা কোন কালেই এই সব রীতির অনুসরণ করে নাই, “সভ্য” জাতিরাই করে । রীতিগুলাকে বর্বর বলা হয় ইহ দেখাইবার জন্য, যে, সভ্য জাতিরা বৰ্ব্বরতায় অসভ্য জাতিদিগকে পরাস্ত করিতে পারে ও করে। ইটালীর এই সব বর্বরতার বিরুদ্ধে আবিসনিয়া জেনিভায় লীগ অব নেশুন্সের নিকট আপীল করিয়াছে। কিন্তু লীগ এখনও কিছু করিতে পারে নাই বা করে নাই। তাহার কারণ বুঝা কঠিন নয়। লীগের ত কোন স্বতন্ত্র সত্তা ও শক্তি নাই। যে-সব দেশ লীগের সভ্য, তাহদের শক্তিতেই লীগ শক্তিমান। কিন্তু লীগের প্রবলতম সভ্য যে-দেশগুলি, তাহারাও নিজেদের প্রয়োজন হইলে ইটালীরই মত বোমার ও বিষাক্ত গ্যাসের ব্যবহার করিতে পারে। সেই জন্য তাহারা খুব আস্তরিকতার সহিত ইটালীর বিরোধিতা করিতে পারিতেছে না । লীগের সভ্যেরা ইটালীর বিরুদ্ধে যুদ্ধ না করিয়াও ইটালীকে হয়ত কতকটা সায়েস্ত করিতে পারে, যদি তাহারা ইটালীর খনিজ তেল পাওয়া বন্ধ করিতে