পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রামসেবার পথে ঐসতীশচন্দ্র দাসগুপ্ত আত্রাই হইতে আজ অনেক দিন হইল বেঙ্গল রিলিফ কমিটির - চিকিৎসা ও খাদি-কাৰ্য চলিতেছে। খাদির কার্য খাগ্রিতিষ্ঠানের তত্ত্বাবধানে হয়। আত্রাইয়ের নিকটবর্তী গ্রামগুলিতে এত দিন স্ত্রীলোকেরা পয়সার জন্যই স্বতা কাটিয়া আসিতেছিল, নিজের মিলের কাপড় পরিত। পরে তাহাদিগকে কিছু কিছু তিলাবদ্ধর গ্রামের একটি কাপাস গাছ। এইটিতে ৪••• ফল এক সময়ে গুণতি করা হয় থাদি ব্যবহারে অভ্যস্ত করান হয়। আদশের দিক দিয়া ইহ আবশুক যে তাহারা যেন নিজেদের সমস্ত বস্ত্রই নিজেদের স্বতার বিনিময়ে করিয়া লয়। ইতিপূৰ্ব্বে এই দিকে বিশেষ অগ্রসর হওয়া যায় নাই। গত বৎসর হইতে খাদিপ্রতিষ্ঠানের সম্পাদিকা শ্ৰীমতী হেমপ্ৰভা দেবী ইহাদিগকে বস্ত্রে স্বাবলম্বী করার জন্য বিশেষ চেষ্টা করিতেছেন। প্রথমতঃ কাটুনীরা কেবল নিজেদের জন্ত স্বতা কাটিভে অনিচ্ছা প্রকাশ করিলেও অন্ততঃ পরীক্ষা করিয়া দেখিতে শ্ৰীমতী হেমপ্ৰভা দেবী উহাদিগকে সম্মত করান। পরীক্ষার ফল বড় ভাল হয়। এত দিন স্ত্রীলোকের স্বতা কাটিয়া যে পয়সা পাইত বাড়ির পুরুষের সংসার-খরচের জন্য তাহা লইয়া যাইত, উহাদের হাতে কিছু থাকিত না, অথচ কাপড়ের জন্য পুরুষদের উপর নির্ভর করিতে হইত। কয়েক জন স্ত্রীলোক স্বত কাটিয়া তাহদের ইচ্ছামত কাপড় পাওয়ার পর অন্য সকলের ভিতর কাপড় পাওয়ার জন্য আগ্রহের সঞ্চার হয়। এখন সকলেই চরখ চাহিতেছে। বর্তমান বর্ষের অগ্রহায়ণ-পৌষের ধান-তোলার কাজ শেষ হইলে সকলেই বঙ্গে স্বাবলম্বী হওয়ার জন্য চরখা লইবে । এই অঞ্চলে ৮টি গ্রাম লইয়৷ বস্ত্রে স্বাবলম্বন কাঁধ্যে খাদিপ্রতিষ্ঠানের গ্রামসেবা নিবদ্ধ ছিল। এক্ষণে ২১ খান গ্রামে এই কাৰ্য্য আরম্ভ করার ব্যবস্থা হইয়াছে। গ্রামগুলিতে বস্ব-স্বাবলম্বনের ও অন্য সর্বপ্রকার সেবার আয়োজন করার জন্য গ্রাম্য বিবরণ সংগ্ৰহ করার প্রয়োজন w o - o বঁাশবেড়ে গ্রামে কাপাস গাছের তলায় বসিয়া বুড়ী স্থত কাটিতেছেন। ছোট পরিবার, একটি গাছের তুলায় বাড়ির সমস্ত কাপড় হয় হয়। এই সকল গ্রামবাসী কৰ্ম্মীর দ্বারা কতকগুলি তথ্য সংগ্রহ করা হইয়াছে । কৰ্ম্মীরা বাড়ি বাড়ি গিয়৷ গৃহস্থদের নিকট হইতে জিজ্ঞাসা করিয়া নির্দিষ্ট ফৰ্ম্ম পূরণ করিয়াছে। জিজ্ঞাস্ত বিষয় ছিল নাম, জাতি, পরিবারস্থ পুরুষ স্ত্রী ও বালক-বালিকার পৃথক পৃথক সংখ্যা ; পুরুষ ও স্ত্রীর মধ্যে কয়জন কি ভাবে উপার্জন করে ; জমির পরিমাণ, খাজনা, ট্যাক্স, উৎপন্ন ফসলের মূল্য, অন্তান্ত আয়, মোট জায়,