পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऋोस्छन्। ब्रडोब्ष छन्ञशों (Sసి DDHHD BBDSBB BBBS BB BB BBBB BBBB BB BBB BBBB DD BBB SSS BB BB গেলেন কোথায় ? বলিল—আচ্ছ, দেখা যাক । গোঁসাই হাসিয়া বলিল—গেলাম ডাকঘরে—ত তোমার পোষ্টমাষ্টারের সঙ্গে খানিকটা কথাবার্তা কইতে দেরি হয়ে গেল । দে বলিল—মাষ্টারমশায় লোকটি বড় ভাল । মৃদ্ধ হাসিয়া গোঁসাই বলিল—ই্য, আছেন বেশ ভাল। ভদ্রলোক বেশ–যার নাম আর কি চতুর। বেশ দ্ব-পয়সা উপরি—বুঝেছ ! - দে আশ্চৰ্য্য হইয়া গেল। সে বলিল—পোষ্টাপিসে আবার উপরি কিসে হবে মশায় ? বার-কয় ঘাড় দোলাইয়া গোসাই বলিল—বাপধন, জালাতে জানলে জলে, বাতি জলে । শিখতে হয়, এ সব শিখতে হয়। এই ধর যারা লেখাপড়া জানে না তাদের মনিঅৰ্ডার লিখে দেওয়া, টেলিগ্রাম লিখে দেওয়া অথচ দেখ গিয়ে সাইনবোর্ড এক মেরে রেখে দিয়েছে যে “বিনা পারিশ্রমিকে’— বুঝেছ।.তার পর ধর আজই তোমার সেভিংসব্যাঙ্ক থেকে টাকা বের করতে হবে—বুঝেছ। ঘনশ্যাম কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল—লোকটিকে আমি খুব ভাল মনে করতাম মশায়–অ্যা! মানুষের চরিত্র, অ্যা! গোসাই বলিয়া উঠিল—গোবিন্দ হে রাধেশ্বাম!...তার পর কই একটা বিড়ি দাও দেখি ! বিড়ি বাহির করিয়া দিয়া দে যেন সচেতন হইয়া প্রশ্ন করিল—তার পর শিবুর কথায় তখন যে কি বলব বলছিলেন ? নিতান্ত অনিচ্ছাজ্ঞাপক স্বরে গোসাই বলিল-—ক । তার পর সে বিড়িই টানিতে লাগিল । দে বলিল—ব্যাপার কি বলুন দেখি ? —সে আর তোমাকে শুনতে হবে না। শুনে হাসবে তুমি । আমিও গুনে হেসে বাচি না। বলে, শিবু নাকি দোকান করবে—জার চাকরি করবে না। তোমার কাছে মাইনের টাকা মজুত আছে, ওই হবে মূলধন। তোমারই খন্ধের উদ্বেরদের মধ্যে কে-কে না কি কথাও দিয়েছে ৰে ওরই দোকানে মাল-টাল নেবে। গোঁসাই হাসিয়া বলিল—তুমিও যেমন, মাইনেই দিও ন তুমি । হিসেব-নিকেশ বুঝিয়ে দিক তবে ত' মাইনে । বেশী কিছু করে—ব্যস্—এক অ্যাকাউন্ট স্বটেই কাজ থতম | ঘনখাম খুশী হইয়া উঠিল। সে আবার একটা বিড়ি বাহির করিয়া দিয়া বলিল-খান । নিজেও সে একটা ধরাইয়া বসিল । বিড়ি টানিতে টানিতে গোসাই বলিল—আর একটা জবর খবর শুনেছ ? তোমার রাজবাড়িতে যে মহাধুম— চৌধুরীকভার মেয়ের বিয়ে—বিনাপণে মন্ত জমিদারের বাড়ি— ছেলে হাইকোর্টের উকীল, মাসে পাঁচ-সাতশ টাকা কামাচ্ছে এরই মধ্যে ! ঘনখাম বলিয়া উঠিল—অতি মহৎ লোক ত তাহলে র্তারা । গোঁসাই বলিল—ভেতরে রহস্ত আছে বৎস ! —মানে ? —মনে –বশে তাদের খুঁত আছে, বুঝেছ! কোন রকম একটা কেলেঙ্কারী-টেলেঙ্কারী, আর জমিদারী বংশদণ্ডটিও ঘুর্ণ-ধরা। মানে পৰ্ব্বতপ্রমাণ ঋণ । ছেলেরও তোমার স্বভাবচরিত্র খারাপ। তাই এখন সুন্দরী বউটউ পেয়ে যদি ছেলে শোধরায়—বুঝেছ ? নইলে বিনাপণে—ছ ! মন্তব্যটা ঘনশুমের মনঃপূত হইল না, সে বিড়িটা না টানিয়া হাতে ধরিয়া অর্থহীন ভাবে সম্মুখের পথের দিকে চাহিয়া বোধ হয় ঐ কথাটাই ভাবিতে আরম্ভ করিল। গোসাইও নীরবে বিড়িটা টানিয়া ফু-ফু করিয়া ফুৎকারের জোরে যেন আকাশে ধোয়া তুলিতে চেষ্টা করিতেছিল। অকস্মাৎ বিড়িতে একটা টান দিয়া ঘনশুমে বলিয়া উঠিল— তা আপনি কেমন ক'রে বলছেন ? সংসারে কি ভাল লোকের একেবারে অভাব ঘটেছে না কি ? গোঁসাই ঈষৎ চকিত হইয়া উঠিল—স্থ্য, তা অবিশুি— কথা সে শেষ করিল না। মনে যেন তাহাঁর চিন্তা আসিয়া প্রবেশ করিল। ঘনশুমের বিড়িটা নিবিয়া গিয়াছিল, সে বার কয় বৃথাই টান দিয়া বলিল—দেন ত আপনার