পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

واهذ قا প্রবাসী ১Ne৫ই হয়েকেই বলিল—আচ্ছা প্ৰণাম, চললাম। পারেন ত স্বাবেন আমাদের বড় বাবুর কাছে। গোঁসাই বলিল—আরে দাড়াও দাড়াও, বিড়িটিড়ি একটা খাও । একটা বিড়ি গোঁসাইয়ের হাতে দিয়া হয়েকেষ্ট বলিল— না, যাই। পোষ্টাপিস বন্ধ হয়ে যাবে আবার । গোঁসাই বাড়ি আসিয়া বলিল—মাছরখানা এরই মধ্যে তুলে ফেলেছ ? গাও বিছিয়ে দাও, একটু গুই। স্ত্রী বলিল—মেজাজের অস্ত পাওয়া ভার। এই বললে একটু বেড়িয়ে জাসি— —লাঃ বড় ঘুম পাচ্ছে। একটা হাই তুলিয়া মুখের কাছে তুড়ি দিতে দিতে গোঁসাই বলিল—রাধেরুফ গোবিন্দ হে । 事 聯 穆 সন্ধ্যায় চৌধুরী-বাড়িতে কলরব উঠতেছিল। রাধারাণীর জাজ বিবাহ-রাত্রি এগারটায় লয়। বর বরযাত্রী সব আসিয়া গিয়াছেন। আত্মীয়-কুটুম্বও অনেকে আসিয়াছেন। কাশী হইতে সেজগিল্পী, প্রবাস হইতে মেজ-তরঙ্ক, ন'-তরফের গিল্পী ও ছেলেরা, সকলেই আসিয়াছেন। মেজকৰ্ত্তার উপরে বরপক্ষের পরিচর্য্যার ভার। তাহার ছুই ছেলে ও ন'-তরফের ছেলে দুইটি র্তাহার সহকারী হুইয়া আছে। আসর, অভ্যর্থনা, জালো, বিদায় প্রভৃতির ভার লইয়া ছোটকৰ্ত্তা ব্যস্ত। তাহার সহকারী হইয়াছে হুরেকেই— জাতিত্বের বিরোধ জুলিয়া সেও আজ আসিয়াছে। সেজগিরী কোমরে একটা থলিয়া গুজিয়া অন্দরমহলে ঘুরিয়া বেড়াইতেছেন। যখন যে খরচ দরকার হইতেছে, বাহির করিয়া দিতেছেন । তিনিই কস্তাদান করিবেন, উপবাস করিয়া আছেন । বড়কৰ্ত্ত বলিয়াছিলেন—সেজমা, উপবাস করতে হ'লে ত জামি মরে যাব—তুমি যদি এ ভারটা নাও মা, তবে আমি বাচি । বিধবা আনন্দে বার-বার করিয়া কাদিয়া ফেলিয়া বলিয়াছিলেন–কিন্তু আমার মেয়ে-জামাইকে আমি যা-খুলী দেব, আপনি কিছু বলতে পাবেন না। বড়কর্তা বলিয়াছেন–জস্তায় অতিরিক্ত কিছু দেখলে বলব বইকি মা। শেষে স্থির হইয়াছে সেজকৰ্ত্তার বিবাহের পাত্রাভরণ—ঘড়ি চেন আংটি মাত্র দিতে তিনি পাইবেন। বড়কর্তা ব্যস্ত রন্ধনশালায়। একখানা চেয়ারে বসিয়া ক্রমাগত তিনি উপদেশ দিতেছিলেন—অবিজুসের জলট ঠিক সময়ে নামাতে হবে প্রসন্ন—নরমও না থাকে, কড়াও না হয়। তারণ, মাছের কালিয়ায় জাফরান দিতে হবে মনে থাকে যেন। চপের জন্ত মাছের পূর কে তৈরি করছ হে! ঘনপ্তাম আছে ভাণ্ডারে । অকস্মাৎ বড়কর্তার কি যেন মনে পড়িয়া গেল, তিনি এক জন চাকরকে ডাকিয়া বলিলেন—ওহে, কি নাম তোমার, যাও ত বাবা ছোটবাবুকে একবার ডাক ত । বলবে—এক্ষনি যেন তিনি একবার এখানে আসেন ---উনানের জালটা একটু খাটিয়ে দাও বাবা কাশীনাথ, নরম জালেই পাক ভাল হয়। ছোটকৰ্ত্ত আসিয়া দাড়াইলেন—দাদা । বড়কর্তা ব্যস্ত হইয়া বলিলেন—এই দেখ একটা কথা তোমাদের কারও মনে নেই, আমার আছে । কস্তাদানের পূৰ্ব্বে আমাদের রীতি, ব্রাহ্মণকে তলস্থ ভূমি সমেত একটি ফলবান বৃক্ষ দান করতে হয়, তা–তার ব্যবস্থা— ছোটকৰ্ত্তা বলিলেন—তাই কি ভোলে না কি ? সে সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। ওই তোমার কলমের বাগানের এক কোণের ল্যাংড়া আমের গাছ একটা গাছটাও কচি, ফলও প্রচুর হয়—তলস্থ এক কাঠা জায়গা সমেত দলিল লিখে ঠিক করে রেখেছি। কেবল আমাদের সই আর ব্রাহ্মণের নাম বসাতে বাকী। বড়কর্তা বলিলেন—দেখ, আজ সকালে উঠেই কথাটা আমার মনে হয়েছিল—সঙ্গে সঙ্গে আপনা-আপনি আমাদের গোঁসাইজীর মুখ মনে পড়ে গেল। তা—যখন ওঁকেই মনে মনে—অ্যা কি বল তুমি ? ছোট ভাই হাসিয়া বলিলেন—ভদ্রলোক রোজই আসছেন, খবরাখবর করছেন, মনে হওয়া আর আশ্চৰ্য্য কি ! তী বেশ ওঁরই নাম বসিয়ে জানি। 毫 彎 輸 লগ্ন উপস্থিত হইল। গোঁসাই বরযাত্রীর আসরে বেশ জমাইয়া বসিয়া আছে, সেওযেন বরযাত্রী। ছোটফর্তা তাহাকে