পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W5B* প্রবাসী SNご8ミ. দেখা গেল। পূৰ্ব্ব-পশ্চিমে শায়িত এক বৃহৎ প্রস্তর কাটিয়া এই গুহ নিৰ্ম্মিত হইয়াছে। গুহার প্রবেশদ্বার প্রায় ছয় ফুট উচ্চ এবং উত্তরমুখ। প্রাচীন মিশরীয় দ্বারের ন্তায় তাহা নীচের দিকে অধিক চওড়া। নীচে দুই ফুট নয় ইঞ্চি চওড়া এবং উপরে দুই ফুট তিন ইঞ্চি । গুহাটি প্রায় তেত্রিশ ফুট দীর্ঘ এবং প্রস্থে প্রায় চৌদ্দ ফুট। গুহার দেওয়াল ছয় ফুট উচ্চ এবং দুয়ারের নিকট প্রায় তিন ফুট মোটা। গুহার ছাদ বৃহৎ গিলানের ন্যায় গোল। তাহাতে মধ্যদেশে গুহার উচ্চতা প্রায় এগার ফুট হুইয়াছে। কঠিন গ্র্যানাইট জাতীয় প্রস্তর কাটিয়৷ এই গুহাগুলি নিৰ্ম্মিত । ভিতরে গুহার দেওয়াল দুপণের ন্যায় মন্থণ । আজ প্রায় আড়াই হাজার বৎসর পরেও তাহ এরূপ আছে যে দেখিলে বিস্মিত হইতে হয়। সারনাথের অশোকস্তম্ভের গাত্রের সহিত এই গুহার দেওয়ালের চিকুণতার তুলনা দেওয়া যাইতে পারে। গুহার একধারে একটি মানুষ গুইতে পারে এরূপ একটি বেদী আছে। প্রবেশদ্বারের বহিদিকের লিপি হইতে জানা গিয়াছে যে রাজ প্রিয়দর্শী ( অশোক ) তাহার সাতগল্পোয়ার অসম্পূর্ণ গুহ অভিষেকের উনবিংশ বৎসরে (প্রায় খ্ৰীষ্টপূৰ্ব্ব ২s৫ অকে। ) খলতিক পৰ্ব্বতন্থ এই গুহ নিৰ্মাণ করাইয়াছিলেন। শ্রযুক্ত আর্থার হাওয়েলঞ্চ ইহার উল্লেখ করিয়া গিয়াছেন। শ্রযুচারুচন্দ্র বসুও তাহার অশোক-অনুশাসন / গ্রন্থের এই লিপির বিষয় লিখিয়া গিয়াছেন । কিন্তু উল্লিখিত স্থানে আমরা কোন লিপি দেখিতে পাই নাই। প্রবেশ-দ্বারের ভিতরে দেওয়ালে ইতস্ততঃ এক-আধ লাইন যে-সব লিপি খোদিত আছে তাহার কোনটাই অশোকের সময়ের নহে বলিয়া মনে হয়। কর্ণচৌপার গুহার উণ্টাদিকে তাদৃশ অন্য এক প্রস্তরে দক্ষিণ-দ্বারী আরও দুইটা গুহা আছে। গুহাদুইটির আধুনিক নাম সাতঘরোয় গুহা। ইহাদের মধ্যে পশ্চিম দিকেরটি সম্পূর্ণ পূর্বেরটি অসম্পূর্ণ। ইহাদের প্রত্যেকটি দুই প্রকো}ে বিভক্ত। প্রথম প্রকোষ্ঠটির মাপ প্রায় কর্ণচৌপার গুহার ন্যায়, তবে উচ্চতায় আরও কিছু অধিক। দ্বিতীয় প্রকোষ্ঠটি গোলাকার । উহার ব্যাস প্রায় কুড়ি ফুট। দ্বিতীয় প্রকোষ্ঠের সম্মুখে প্রথম প্রকোষ্ঠের একদিকের দেওয়ালে চালাঘরের "ছেচে'র দ্যায় বরাবর একটি কাৰ্ণিশ আছে। দেখিয়া মনে হয় দ্বিতীয় প্রকোষ্ঠটিকে তপস্বীদের পর্ণকুটার কল্পনা করিয়া ঐরূপ করা হইয়াছে। পশ্চিমের গুহার প্রবেশদ্বারের ঢুকিতে-ডাম-দিকে প্রাচীন পালি ভাষায় ব্রাহ্মী অক্ষণে এক লিপি আছে। তাহা হইতে জানা যায় যে এঠ নিগোহ কুভ রাজা প্রিয়দর্শী কর্তৃক অভিযেকের দ্বাদশ বৎসরে নিৰ্ম্মিত হইয়া আজীবকদিগকে প্রদত্ত হইয়াছিল (লাজিন পিয়দসিনা দুবাডসবসাভিসিতেন৷ ইয়ং নিগোষ্ঠ কুভ দিনা আজিবিকেহি )। দুর্ভাগ্যবশত যাইবার পূৰ্ব্বে ম্যাগ্লেসিয়ম তার প্রভৃতি কোন উজ্জ্বল আলোক জোগড় করিতে না পারায় লিপিগুলির আলোকচিত্র আনিতে পারি নাই। এই আজীবক সম্প্রদায় অধুনা লুপ্ত হইয়াছে : ইহাদের সম্প্রদায় খ্ৰীষ্টীয় চতুর্দশ শতাব্দী পৰ্য্যস্ত ছিল বা । কেহ কেহ অনুমান করেন। ইহারা নগ্ন থাকিতেন এ ধ ইহারাই গ্রীকদের জিম্নসফিষ্ট, বৌদ্ধ ও জৈন শ ? ইহাদের মত কিছু কিছু উদ্ধৃত পাওয়া যায়। লিপির ম গ

  • Procoedings of the Asiatic Society of Bcn ·l, December, 1871.

+ ইহার এবং অস্তান্ত লিপির অনুবাদে চারুবাবুর উক্ত পুশ বং সাহায্য লইয়াছি।