পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ש צר* প্রবাসী SNరిgచి সেই যে ম্যালেরিয়া-প্লিষ্ট আমার ভাইবোনগুলি, আর সেই যে ভাটিয়ালী লাউল ও কীৰ্ত্তন গান, সেই যে ভাবপ্রবণ জাতিটি, অীর সেই যে আমার BB BB BBBS BB BBBBS BBSB BB BBB BDBB BBBB জন্মভূমি, তাকে ত ভুলতে পারি না। তবে এ কথা আমাদের মনে রাখতেই হবে যে, যদিও আমরা জন্মভূমি থেকে দূরে রয়েছি, তবু এ-দেশও আমাদেরই দেশ, এ আমাদের জন্মভূমি ণ হলেও কৰ্ম্মভূমি অন্নভূমি। এ দেশই আমাদের জীবিকার সংস্থান করে দিচ্ছে । অনেক বাঙ্গালী আছেন যাদের এ দেশই জন্মভূমি। এ দেশের অধিবাসীর। আমাদের ভাইবোন , ভাইবেন ভেবেই এদের বুকে টেনে নিতে হবে। অগুপ্লের ভালপাদ। এদের দেওয়া চাই। মনে বা মুখে এ দেশের লোকদের তাচ্ছিল্য করলে নিজেদেরই হীনতা ও অমুদ্রত BBK KBB S 0 BBS BBB BBDSLgBBBBBB BBBBB কুটুম্বকমৃ—মনে রাখবার কথা, জীবনে পালন করলার কথা । তালকটের উদ্যান-সম্মেলনে প্রবাসী-সম্পাদকের একটি কাগজ দর্শন অতুলপ্রসাদ ঠিকই বলিয়াছিলেন। নয়া দিল্লীর অধিবেশনে শ্ৰীমতী শৈলবালা দেবী মহিলাবিভাগের অভ্যর্থনা-সমিতির নেত্রীরূপে এই বিষয়ে যাহ। বলিয়াছিলেন, তাহাও যথার্থ। তিনি বলিয়াছিলেন – “যখন বাংলা দেশে ছিলাম তখন জন্মভূমিকেই একমাত্র স্বদেশ বলিয়া জানিতাম, কিন্তু প্রবাসে থাকিয়া আমাদের মনের প্রসার বাড়িয়া গিয়াছে— হইয়া প্রবাসী হয়েছে ধারণা ভারত আমার দেশ, স্বদেশ আমার বিশাল বিপুল নরনারী নানা বেশ । নহি আর আমি গণ্ডীর মাঝে বাংলা দেশের আঁকা হৃদয়ের টান হয়েছে আমার সকল ভারতে মাথ । মহান ভারত আমার স্বদেশ আমি যে ভারতবাসী তাঙ্গতেই মনে গৌরব সাথে জাগে আনন্দরাশি । তবু মাঝে মাঝে জেগে উঠে তার শুামল মূৰ্ত্তি থানি কত অতীতের স্নেহ স্মৃতি আর কত সুমধুর বাণী । “যদিও অনেক কাল দেশছাড়া তবু সেই স্নেহ মায় যে, বাঙ্গালীর মুখে দেখিতে পাই, সেই স্বমধুর বাণী যেন বাঙ্গালাব মুখে শুনি । আজ মনে হয় পুণ্যভূমি ভারতের যেখানে প” করি সেই আমার দেশ। ভারতবাসী মাত্রেই আন । স্বজাতীয়, আমাদের প্রীতি স্নেহ শ্রদ্ধা সকলের উপ:ে রাখিতে হইবে। তবুও বাংলার সহিত অস্তরের নিবিড় যোগ—স্বমধুর মাতৃভাষা ও ভাবধারার ঐক্যের মধ্য সি আগে আমরা বাঙ্গালী পরে ভারতবাসী । বাঙ্গালী ধে বাঙ্গালীর কত আপনার বাঙ্গালী-বিহীন দেশে গেলে ত': বুঝা যায়। কিছুদিন পূৰ্ব্বে আমরা কাশ্মীর গিয়াছিল । ডিঙ্গিতে অবিরত নানা জাতীয় লোক ভ্রমণে বাহির হ , আমি বোটের জানালায় বসিয়া কিংবা বেড়াইতে বাহির : ; সৰ্ব্বদা বাঙ্গালী খুজিতাম। নানাদেশীয় পোষাক-পরিচ্ছদ । লোক চলিয়া যাইত, বাঙ্গালী কদাচিৎ চোখে পড়ি । একদিন বেড়াইতে গিয়া দূর হইতে একখানি বোটে বাঙ্গ মহিলা দেখিয়া তাড়াতাড়ি তাহাদের সহিত আলাপ কf f ”গেলাম। র্তাহারাও আমাদের দেখিয়া খুব আনন্দিত হই । র্তাহারা ছিলেন মুঙ্গেরপ্রবাসী। এই মনের টানের গণ কারণ আমাদের চিন্তার ধারা এক। এই যোগস্থত্র য* **