পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झांड्छब्र

  • S

নয়; দিল্লীর প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনে ইহার বিনোদন করিয়ছিলেন । উপরে—সম্বন গুহ, দীপ্তি মজুমদার, নীলিমা চক্রবর্তী, কল্যাণী বিশ্বাস, হেন চাটুজ্যে, রেণু গাঙ্গুল । নীচে–মণি চৌধুরী, সাম্বন চাটুজো, কচি চাটুজ্যে, কুক চাটুজ্যে, ছবি চৌধুরী, অর্চন। চাটুজ্যে । উদ্যোক্তাগণ—২ধীরকন্তু সেন, বিভূতিভূষণ সেন, স্বকুমার চাটুজ্যে। পদেশ । বর্গমাইলে আয়তন । লোকসংখ্য। ৭৭,৫২১ ه هو8 د, ده وه R 2 ०,४२,२.११ 8,8 יי ב,• 8,ר ६* श्वiश् : ,২৩,৫৭৯ ২,১৮,৭৯,১২৩ গাগ্রভ আযোধ্য; $, ది సి,ఇ8V 8,58,૦૪,૧૪૭ 窗闵 *२,२५१ ۹,د ه يا,ه عا,هص শহtয় উড়িষ্য: trరి, 48 ७,१७,११,५.१७ {{IEZ+-(Ri సెస్మెసెరి ১,৫৫,০৭,৭২৩ এই জন্ত অনেক বাঙালীর বঙ্গের বাহিরে যাওয়া ও থাকা একান্ত আবস্তক। বঙ্গের বাঙালীরা ও বঙ্গের বাহিরের ঙিালীরা পরস্পরের কোন সাহায্য করিতে পারুন বা না গরুন, উভয়ের হৃদয়ের যোগ থাকা একান্ত আবশুক । ’স্কৃতির যোগ তাহার পরিচায়ক ও পরিবর্দ্ধক এবং প্রবাসী ঈসাহিত্য সম্মেলনের মত সম্মেলন—তাহার নাম যাহাই উক—এই যোগ রক্ষার ও বৃদ্ধির একটি প্রধান উপায়। নয়া দিল্লীতে এই সম্মেলনের অধিবেশন হইয়াছিল তথাকার বাঙালী বালকদের বিদ্যালয়ে । এই বিদ্যালয় উচু থোলা প্রশস্ত জায়গায় নিৰ্ম্মিত। বিদ্যালয়গৃহ বৃহৎ। ইহাতে মহিলা ও পুরুষ প্রতিনিধিদের থাকিবার জায়গা এবং অধিবেশনের স্থান নির্দিষ্ট হওয়ায় কাজের বেশ স্ববিধ হইয়াছিল । সাধারণ কৰ্ম্মসচিব মেজর অনিলচন্দ্র চট্টোপাধ্যায় সৰ্ব্বদা অবহিত ছিলেন। পৌষে দিল্লীতে খুব শীত । বিদ্যালয়টিতে খুব রোদ লাগিত বলিয়া প্রতিনিধির শীতে কষ্ট পান নাই। অন্যান্য ব্যবস্থাও ভাল হইয়াছিল। স্বেচ্ছাসেবকেরা তাহীদের কাজ সুচারুরূপে নিৰ্ব্বাহ করিয়াছিলেন। বিদ্যালয়ের হাতায় ঢুকিবার মুখে সাচী-স্তুপের তোরণের অন্তকরণে একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল। তাহা দেখিতে বেশ স্বন্দর হইয়াছিল । তালকটোর