পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগতের ইতিহাসের বর্তমান অধ্যায়ে ইতালী একটি বিশিষ্ট স্থান অধিকার করেছে। বৰ্ত্তমান ইতালী বিশ্বের উদ্‌গ্ৰীব দৃষ্টি আকর্ষণ করছে ; সমগ্র বিশ্ব আজ বিস্ময়বিস্ফারিত আবিসনিয়ার বিরুদ্ধে নেত্রে আফ্রিকার স্বাধীন রাজ্য বৰ্ত্তমান ইতালীর আক্রমণের উদ্যত আস্ফালন দেখছে । কালো জাতের তাকে অক্ষমের অবলম্বন নিষ্ফল গালিগালাজ করছে, যে-সব সাদা জাতের স্বার্থহানির সম্ভাবনা নাই তার দূরে দাড়িয়ে, তামাশা দেখছে হয়ত মনে মনে ইতালীর ওপর বেশ একটু খুশীষ্ট হয়ে উঠছে, আর স্বার্থসম্পন্ন সাদা জাতেরা নিজের সীমান| রক্ষায় ব্যস্ত। যে ইতালী আজ গোট পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে যার দরজায় আজ ইংরেজ, ফরাসী, রাশিয়ার দূতের ঘন ঘন যাওয়া-আসা বর্তমান ইতালী ঐনিত্যনারায়ণ:বন্দ্যোপাধ্যায় করছে—যে সদম্ভে লীগ অব নেশনসকে প্রয়োজন হ'লে পরিবর্জনের ভয় দেখাতে আজ সাহস করছে---ইংরেজ ও ফরাসীর মত দুটি শক্তিশালী জাতির শান্তিসম্মেলনের জন্ত আহবানকে যে ইতালী আজ সদম্ভে প্রত্যাখ্যান করছে – ইতালীর রাজা এবং মম্বী মুসোলিনী সৈন্তদের অভিবাদন গ্রহণ করছেন ইতালীয় সৈন্তদের কুচকাওয়াজ মহাযুদ্ধের পরে এই সেদিনও যে ছিল কৃপার পাত্র ; মিত্রশক্তিদের অন্যতম হয়েও মহাযুদ্ধের পরিসমাপ্তির পর ভাগবাটোয়ারার সময় ইতালীর প্রতি শক্তিশালী জাতির উপেক্ষাভরে কপার পাত্ৰ মনে ক’রে যে অস্থায় ও অবিচার করেছিল দুৰ্ব্বল ইতালী দুঃপে ক্ষোভে সেদিন তা মেনে নিতে বাধ্য হয়েছিল। মুসোলিনীর আবির্ভাবের পূৰ্ব্বে গণতান্ত্রিক ইতালীকে শক্তিমান জাতগুলি বিশিষ্ট একটা জাত বলেই গণ্য করত না । আভ্যস্তরীণ দলাদলি