পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆՆ SNP8 R ও শক্তিলাভের কাড়াকড়িতে ইতালী জর্জরিত ছিল, ফলে সজঘশক্তির অভাবে সে ছিল শক্তিহীন কৃপার পাত্র। তারও পূর্বের ইতালী ত অষ্ট্রিয়ার অধীনে একটি পরাধীন বৈশিষ্ট্যহীন দেশমাত্র ছিল । আজ সহসা কি শক্তির মস্ত্রে এই দুৰ্ব্বল সংহতিহীন ইতালী এত পরাক্রান্ত হয়ে উঠল যে, সে বিশ্বরাষ্ট্র সভার হুমকিকে অগ্রাহ ক'রে পরাক্রাস্ত ব্রিটেনকে সদস্তে প্রতিযোগিতায় আহবান ক’রে বলে, “সাধ্য থাকে স্বয়েজ-প্রণালী বন্ধ কর ?” এর মূলে আছে মুসোলিনীর ঐকাস্তিক সাধনা। আমরা মুসোলিনীর পররাজ্যলোলুপতার জন্য তাকে হীন, লোভী, অমানুষ সব কিছু চোথাচোখ শব্দ সাহায্যে গালাগাল দিতে পারি, কিন্তু সেই সঙ্গে আমরা যদি তার অমামুষিক শক্তি ও প্রতিভাকে অস্বীকার করি তা হ’লে সমালোচকের দৃষ্টি হারিয়ে ভাবুকতার অন্তসরণ করব মাত্র।* শক্তিশালী কোন জাতি অন্যান্য দেশ জয় করে নাই ? + ইতিহাসের গ্রামে ট্রাক্টর ও অস্ত যন্ত্রপাতির সাহায্যে কৃষি শিক্ষা দিবীর জষ্ঠ নারী-শিক্ষক তৈরি করা হচ্ছে এখানে একটা প্রচলিত ইংরেজী বাক্য মনে রাখতে হবে – “দানবের মত শক্তি পাক ভাল, কিন্তু ত দানবের মত ব্যবহার কর। ভাল নয় ।”— প্রবাসীর সম্পাদক । + পৃথিবীতে চোর-ডাকাতের প্রাচুর্ঘ্য সত্ত্বেও চুরি-ডাকাতি নিন্দার যোগ্যই বিবেচিত হয়ে আসছে। -প্রবাসীর সম্পাদক । মুসোলিনী এবং পোপ রাষ্ট্রের সঙ্গে ভ্যাটিকানের পূর্ব বিরোধের নিবৃত্তিঙ্গচক সন্ধিপত্র সাক্ষর করছেন আদি থেকে বৰ্ত্তমান পৰ্য্যন্ত ত শুধু এই শক্তির বিকাশ, ব্যাপ্তি ও বিনাশের পরিচয় । এর মধ্যে নূতনত্ব কোথায়, অমান্তর্ষিকতা কোথায় ? যারা দুৰ্ব্বল তারা অক্ষমতার অভিশাপ বইবেই ; শক্তিমান দুৰ্ব্বলের ওপর আধিপত্য করবে এ ত শাশ্বত নিয়ম । আজ আমরা কালে, আজি আমরা পরাধীন তাই মুসোলিনীর এই কালোর বিরুদ্ধে অভিযানের ব্যর্থ প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু যেদিন সভ্যতা-স্বয্যের উদয়ের সঙ্গে সঙ্গে এই ভারতের বুকেই আমাদের পূর্বপুরুষ আর্য্যজাতি এদেশের অধিবাসী কালে অনার্য্যদের দেশ থেকে দেশান্তরে বন্য পশুর মত তাড়িয়ে দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, সেদিনের কথা কি আমরা ভুলেছি ? কু ভারতীয়দের সমুদ্রপারে বালি, জাভ, শু্যামরাজ্যে রাজ্যবিস্তারের কাহিনী আজও আমরা সগৌরবে ঘোষণা ক’রে আত্মপ্রসাদ লাভ করি, তখন ত আমরা লজ্জিত হই না ৯ যাই হোক, এ প্রবন্ধ মুসোলিনীকে সমর্থনের জন্য নয়, শক্তিমানের জয়যাত্রার গোড়ার

ভুলি নাই, এবং তার সমর্থনও আমরা করি না।—প্রবাসীর

সম্পাদক । $ ঐ সকল দেশে ভারতীয় প্রাধান্ত ও সভাত ঠিক কি প্রকারে প্রতিষ্ঠিত হয়েছিল তা কি নিৰ্দ্ধারিত হয়েছে?--প্রবাসীর সম্পাদক।