পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՇԵտ আট দিন পরে। বেলা সাতটা। সরসী বিছানায় আড়মোড়া ভাঙিতেছিল, দাসী চিন্ময়ের আগমনবার্তা জ্ঞাপন করিল। সেইখানেই ডাক পড়িল । —খবর ভাল ? —ই্যা, কাল রাত্রে ঘুম হয় নি। আজ সেই জন্য এখনও বিছানায় পড়ে আছি। —ঘুমের অত্যন্ত অন্যায় না হওয়া । কেন ? —কে জানে । রাজ্যের স্বপ্ন সারারাত জালাতন করেছে। চা খাবেন ? হাতঘড়িটা দেখিয়া চিন্ময় বলিল, হুকুম কর, টো ক’রে এক চুমুক টেনে নিই। আটটায় স্বান করি, সাড়ে আটটায় নাকে মুখে গুজে ছুটতে হয়। —কোথায় ? —আপিসে । —চাকরি হয়েছে ? —হঁ্যা । —কত টাকা মাইনে ? —ত্রিশ । কক্ষ বহুক্ষণ নিস্তব্ধ । —কি করতে হয় ? —রেকর্ড-কীপার। বাংলা বা ফাসী ভাষায় দফতরী। ঘরে স্বচিপতনের শব্দও শুনা যায়। —ঐ যা, আটটা বেজে গেল, উঠলুম। —একটু বন্ধন । —সাহেবটা বড় পাজী, ট্যাস কি না। —চাকরি ছেড়ে দিন। —হাতের লক্ষ্মী। —আমি দু-শ টাকা ক'রে দোব। —স্ত্রীদত্ত অর্থ নোব না, প্রতিজ্ঞ। চললুম। সরসী একটু বিমর্ষ। —আবার কবে আসবেন ? 馨 —দেখি। তুমি আর খানিক ঘুমাবে বোধ হয়। —না, উঠি । শীঘ্র একদিন আসবেন। -चहtäकुीं । তা হ’ল না এগজণপল Aవిమా —আজ ত রবিবার, আজ এত ওঠবার তাড়া কেন ? —আমার আবার রবিবার । পেয়াদার যেমন শ্বশুরবাড়ি ! গেরণের দিন, মেসে হাড়ী ফেলেছিল, রান্না হয় নি বলে একটু দেরিতে গেছলুম, টেক্স সাহেবট দু-দিনের মাইনে ফাইন করলে। আবার গাল দিতে এসেছিল, আমি বললাম, মাইনে যত খুনী কাট, নো গালাগাল। বেটা চটে আছে, কোন দিন হয়ত বলে বসবে, ইওর সার্ভিস নে লজার রিকয়ার্ড । —ও চাকরী ছেড়ে দিলেই ত হয় । --আর একটা না পেলে— — বিদেশে, জমিদারী ষ্টেটে কাজ করবেন ? —কি কাজ ? 象 —ম্যানেজারী। রুক্মিণীর কাছে আমার একটি জমিদারী আছে, ম্যানেজার মারা গেছে, লোক নিতে হবে । —কত মাইনে ? সরসী হাসিল, বলিল, কত হ’লে আপনার চলে ? ফু-শ টাকা । চিন্ময় গম্ভীরভাবে প্রশ্ন করিল, আগের ম্যানেজার কত পেত ? —তিন-শ। গ্রেড হচ্ছে দু-শ থেকে তিন-শ। ভয় নেই, আপনার জন্যে বিশেষ ব্যবস্থা কিছু করছি নে । —ত না করলেই আমি খুনী হব। কবে যেতে হবে ? —কালই যেতে পারেন। আমি নায়েবকে চিঠি পাঠিয়ে দিই। আপনাকে লেটার অফ এ্যাপয়েণ্টমেণ্ট দিতে হবে কি ? —ই্যা, তা দিতে হবে বইকি ! —বেশ ; কাল সকালেই–আচ্ছা, আমি আপনার মেসে যেতে পারি ? —পার ; কিন্তু কেন ? —চিঠিটা দিয়ে আসব। আপত্তি নেই ত? -नाँ । –এই ঘরে মানুষ থাকে । —একুশ টাকা আট জানা মাইনে যে পায়, সে থাকতে পারে । —কিন্তু আমার ত একটা—