পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سووك\ ইতালীর বিমানপোত উভয় সম্প্রদায়ই সন্তুষ্ট চিন্তে নিজের নিজের কাজ চালায় । শ্রমিকদের ধৰ্ম্মঘট বে-আইনী, তেমনি তাদের শিক্ষা, স্বাস্থ্য, আহাৰ্য্য প্রভৃতি সঙ্গন্ধে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করেছে । ১১৯,২৪৮টি ব্যবসা-প্রতিষ্ঠান জেনারেল কনফেডারেশন অব ইণ্ডাষ্ট্রির সভ্য এবং ২,২৮৫,৪৬৯ জন শ্রমিক কনফেডরেশন অব ইণ্ডাষ্ট্রিয়াল সিণ্ডিকেটের সভ্য । দেশের কৃষকশক্তিকেও মুসোলীনি একত্র করেছেন ; ২,১৪৮,৪২২টি ক্লষক জেনারেল কনফেডারেশন অব ফাৰ্ম্মাস সিণ্ডিকেটের সভা । দেশের কৃষির উন্নতির জন্য চলন্ত কুষি-প্রদর্শনী গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় । আলোকচিত্র সাহায্যে, এরোপ্লেন থেকে বিতরিত প্রচার পত্রের মারফং, আদর্শ কৃষিক্ষেত্রের সাহায্যে ও বিভিন্ন প্রদর্শনীর দ্বার দেশের লোকের মধ্যে বৈজ্ঞানিক ক্লষিপদ্ধতি সম্বন্ধে জ্ঞান প্রচারের ব্যবস্থ হয়েছে। ইতালী রাষ্ট্র-পরিচালিত স্বাস্থ্যনিবাসে ক্রীড়ারত বালকগণ SNつ8ーネ যাতে নিজের আহাৰ্য্যের জন্য সমস্ত গম নিজের দেশে উৎপন্ন করতে পারে সেজন্য মুসোলিনী অক্লাস্ত চেষ্ট করেছেন, নিজে গম কেটে দেশের ক্লষকদের উৎসাহিত করেছেন । ফাসিষ্ট রাষ্ট্র দেশের বহু জলা জমিকে বহু ব্যয়ে উদ্ধার ক’রে শস্যশ্যামলা করেছেন ; দেশের দিকে দিকে জলপ্রণালী হয়েছে। যে-সব ক্ষেত্রে একবার মাত্র ফসল উৎপন্ন হ’ত, এখন সেখানে দুইবার হয় । ৬,০০০,০০০ মুসোলিনীর আমলের পূর্বে জমির অবস্থা একর জমির জল নিকাশ ক’রে ভাল জমিতে পরিণত করা হয়েছে। ১৮৭০ খ্ৰীষ্টাব্দ থেকে ১৯২২ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত ( যখন ফাসিষ্টর শাসনতন্ত্র অধিকার করে ) ১,৭৭৯,০০০,০০০ লিরাঞ্চ জল নিকাশের জন্য ব্যয়িত হয় আর ১৯২২ থেকে ১৯৩২ সাল পৰ্য্যস্ত দশ বৎসরে ফাসিষ্ট আমলে ঐ বাবদ ৩,১৮০,০০০,০০০ লির খরচ হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত প্রচেষ্টায় জমিউদ্ধারের জন্য ফাসিষ্ট সরকার ১,১২২,০০০,০০০ ডলার মঞ্জুর করেছে। মুসোলিনীর এই আন্তরিক চেষ্টার ফলে দেশের উৎপাদন-শক্তি বহু গুণ বেড়ে গিয়েছে। ১৯২২ সালে ( প্রথম যখন ফাসিষ্ট দল অধিকার লাভ করে ) ইতালীতে মোট ৪৩,৯৯২,০০০ কুইণ্টাল + গম উৎপন্ন হয়, আর ১৯৩২ সালে উৎপল্পের পরিমাণ বেড়ে দাড়ায়

  • ১ লির – প্রায় ই পেঙ্গ । + ১ কুইন্টাল- ২২•ই পাউণ্ড ।