পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوري مسug প্রবাসী ১৩৪২ অমর নীরবে মিনিট-দুই বসিয়া রহিল। তাহার পর বলিল, “আমি ত তার যোগ্য একেবারেই নই। আমি গরিবের ছেলে, চাকরিও করছি না ।” যামিনী বলিলেন, “কিন্তু চাকরি পরে করতে ত পার ? এক বছরের মত ব্যবস্থা আমি তোমাদের ক'রে দেব, তার পর অবশ্য তোমায় করতে হবে । আর যোগ্যতার ভাবন ত আমার মেয়ের, তোমার নয়। ওকে বাচাঁবার আর ত উপায় দেখি না। অবশু মন যদি তোমার অমুকুল না থাকে, ও হ’লে কথা নেই ।” অমর বলিল, “একমাত্র ঐ বাধাটাই নেই, আর সবই ՎellՇԵ լ" যামিনী বলিলেন, “আর সব বাধা লজান করা যায়, ঐটাং বায়ু ম । উনি পরশু ফিরবেন লিখেছেন, তার আগেই কলকাতায় গিয়ে আমাদের কাজ শেষ ক'রে নিতে হবে । আজ রাত্রেই বেরতে পারবে ?" অমর এত ক্ষণে হাসিল, বলিল, “আমি ত পারিই ম', আপনার কি পারবেন ? কিন্তু আপনার মেয়ে নাবালিকা, বিয়ে হলেও সুরেশ্বর বাবু গোলমাল করতে পারেন।” যামিনী বলিলেন, "মমতার বয়স আঠারে। পার হয়ে গেছে, আমিই তাকে সম্প্রদান করব । আইনতঃ গোলমাল কববীর অধিকার থাকলেণ্ড বিয়ে হয়ে গেছে জানলে তিনি - _ _ _ ஆ. சி.சேக் :: ኗኗ:! কিছুই আর করবেন না । লোকের সামনে ছোট হওয়াকে তিনি বড় ভয় করেন, সেই ভয়েই কিছু করবেন না।” অমর বলিল, “যাক, ভয় কিছু আমি করি না। আমব যা-কিছু ভয়, সবই ওর জন্তে । আচ্ছ, আমি তা হ’লে ধীর, চলে যাবার একটু যোগাড় করতে হবে ত?” যামিনী বলিলেন, “হঁ্য, রাত্রে একটা নৌকা ঠিক রেখে । কিন্তু যাবার আগে মমতার সঙ্গে একবার দেথা ক’রে ফাং, ; দু-জনে ত এ বিষয়ে একটা কথাও বল নি।" তিনি বাহির হইয়া গিয় মমতাকে ঘরের ভিতর পাঠাইয়া দিলেন। সে ভিতরে আসিয়া নীরবে মাথ ন;১ করিয় দাড়াইয়া রহিল । অমরের দিকে চাহিতে - তাহার ভরসা হইতেছিল না । অমর তাহার কাছে আসিয়া হাত ধরিয়া বলিল, “আমি কতটা যে: দরিদ্র সব দিক দিয়ে, সব জেনে তুমি এগোচ্ছ ত ?” মমত এইবার মুখ তুলিয়। চাহিয়া বলিল, “ধনের প্রতি কোনও লোভ আমার নেই। আমি যা করছি তার জংে কোন দিন আমাকে অতুতাপ করতে হবে না জানি।” অমর বলিল, “তোমার এই বিশ্বাস ধেন ভগবান কে • দিন ন; ভাঙেন।” সমাপ্ত