পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سو8t سtb সকলের শেষ সারিতে সংস্থাপিত আকাশম্পর্শী শৈলরাজি নীলাভ। পাহাড়ের গায়ে স্তরে স্তরে সাজানো সবুজ আর হলদে রঙের শস্তক্ষেত্রগুলোর মাঝখানে সরু নোয়ানো বাঁশের ডগায় সাদা-কালো বস্ত্রখণ্ডসমূহ টাঙানো। বেলা বারোটায় সমুদ্রপৃষ্ঠ থেকে নয় হাজার ফুট উদ্ধে অবস্থিত নাগা পাহাড়ের রাজধানী কোহিমায় এসে মোটর থামলে দেখি, রাস্তার ধারে একটা ঘরে একপাল নাগা মেয়েপুরুষ একটা মুরগীর খাচা হাতে ক'রে দাড়িয়ে আছে। কোহিমার নাগার আঙ্গামী নাগা নামে পরিচিত । পুরুষগুলো প্রত্যেকেই লম্বায়ু অস্তত ছ-ফুট । এদের মাংশপেশীবহুল গঠিত বলিষ্ঠ দেহের সৌষ্ঠব দু-দও তাকিয়ে দেখতে "কুয়াক তলবী” উৎসবে ডুলিতে গ্রাম-প্রধানের আগমন ইচ্ছা করে। প্রায় সবাইকে বলা যেতে পারে বৃঢ়োরস্ক আর বৃষস্কন্ধ। আসামের আর কোন পাহাড়ী-জাতির মধ্যে এমন স্বগঠিতঅবয়ববিশিষ্ট লোক ত আমার নজরে পড়ে নি। অঙ্গামী মেয়েরাও বেশ ফরসা টেঙা । পুরুষদের প্রবাসী ১৩৪২ গলায় শাখের টুকুরো দিয়ে তৈরি মালা। সর্দারদের কণ্ঠভরণের মাঝখানে আস্ত এক একটি শঙ্খ ঝুলানো, বাহুতে হাতীর দাতে প্রস্তুত বাজুবন্ধের মত আকৃতিবিশিষ্ট এক প্রকার গয়না ; গায়ে হাতাহীন কালো জাম, এদের কাছা-নাদিয়ে পর কালে রঙের কটিবাসে গাথা সারি সারি কড়িগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। আগেকার দিনে মানুষের বৰ্ত্তমান রাজপ্রাসাদ মাথা কেটে আনতে না পারলে আঙ্গামী পুরুষরা পরিধেয়তে কড়ি গাথবার অধিকারী হ'ত না। পরনের বস্ত্রখণ্ডে গাথা কড়ির সারির সংখ্য থেকে কে কি পরিমাণে নরহত্যা করেছে, তা বোঝা যেত। কোহিমাতে পুলিসকৰ্ম্মচারীরা আমাদের অনুমতিপত্রগুলো পরীক্ষা ক’রে মোটর ছাড়বার অনুমতি দিলে । মোটরখানা এখন একটার পর আর একটা উৎরাই ভেঙে ধীরে ধীরে নীচে নামৃতে লাগল। অপরাহ্লে ‘মাও থানায় পৌছবঃ পর আবার মোটর দাড় করানো হ’ল । সঙ্গে সঙ্গেই অনেঃগুলো ‘মুণ্ডিতমস্তক ছোট ছোট নাগা ছেলেমেয়ে বিক্রয় ২ নানান তরিতরকারীসহ এসে হাজির। ছেলেমের সকলেরই ছাড়ামাথায় এক একটি ক’রে টিকি। পথিপ স্থ বিক্রেয় দ্রব্য নিয়ে উপবিষ্ট অবিবাহিত কিশোরীদে € মাথার চুল খুব ছোট করে ছাট। বিয়ের পর নাকি ত ৈ মেয়েদের মাথার চুল কামানো হয় না। এখানকার পুরুষ ে? মাথার চার পাশ ক্ষুর দিয়ে চেচে কামানে, শুধু করেী: ওপর বাকড়া বাড়া রুক্ষ কেশ, টাদির ওপরকার বুটি-বাধা । স্ত্রীপুরুষ সকলেরই সৰ্ব্বাঙ্গে গয়নার প্রাচু,