পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s8 প্রৰণসী SNetBuحو 1 বাঁকুড়ায় অন্নকষ্ট কয়েক মাস পূৰ্ব্বে বাঁকুড়া জেলার অনেক অংশ বস্তায় বিধ্বস্ত হয়। অজয় হেতু এবং বন্যার ফলে তখন হইতে বিস্তর গ্রামে অন্নকট হইয়াছে। মধ্যে ধান কাটার সময়ে ও পরে কোথাও কোথাও দরিদ্র লোকদের সীমান্ত স্ববিধ হইয়াছিল, কিন্তু এখন আবার তথাকার লোকেরাও বিপন্ন । হইয়াছে ; অক্ষত্ৰ ত অল্পকষ্ট লাগিয়াই ছিল, এবং বাকুড়াসন্মিলনী প্রভৃতি কোন কোন সমিতি কয়েকটি কেন্দ্রে নিরল্প লোকদিগকে সাহায্য করিয়া আসিতেছেন। এখন অবস্থা কিরূপ তাহ বাঁকুড়া রিলীফ কমিটির আবেদনে বণিত হইয়াছে। এই কমিটিতে জেলা-জজ প্রভৃতি উচ্চপদস্থ সরকারী কৰ্ম্মচারী ও অন্য বহু সম্রাস্ত লোক আছেন। র্তাহীদের আবেদন বিজ্ঞাপনের পৃষ্ঠাগুলির মধ্যে মুদ্রিত হইয়াছে। পাঠক-পাঠিকাদিগকে তাহ পড়িতে অনুরোধ করিতেছি । যাহার সাহায্য দিতে চান, র্তাহার রিলীফ কমিটির সম্পাদককে বাঁকুড়ায়, কিংবা বাঁকুড়া-সম্মিলনীর সম্পাদক ঐযুক্ত ঋধীন্দ্রনাথ সরকারকে ২০এ, শাখারীটোলা ঈষ্ট লেন, কলিকাতা, ঠিকানায় তাহা পাঠাইলে তঁহাদের দানের সদ্ব্যয় হইবে। জামজুড় গ্রামে বাঁকুড়-সন্মিলনীর কেন্দ্রে কতকগুলি সাহায্যপ্রাণী লোৰু