পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جاسو “এইখানেই তুমি মানুষ চেন নি লীলা । সে গরিব বন্ধুর কাছ থেকে যে নোটখনি উপহার ব’লে নিঃসঙ্কোচে নিতে পেরেছে, ধনী বন্ধুর কাছ থেকে মোটা রকমের একটা ভিক্ষ লে সে-রকম ভাবে নিতে পারত না-কেনি মতেই না ।” SN98కె. খানিক চুপ করিয়া বিজন কহিল, “কিন্তু দুই দিনের জন্তে তার গরিব বন্ধু তাকে যতটা সুখী করতে পেরেছে, তার ধনী বন্ধু তার শতাংশের একাংশও পারত না । আমাকে সে সমধৰ্ম্মী ভেবে আদর ক'রে নিয়েছে, আমি চিরদিন তার কাছে সেই ভাবেই থাকতে চাই । চিত্রে রুশ-বিদ্রোহের ইতিহাস শ্রীনিত্যনারায়ণ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী রাশিয়া আজ জগতের দৃষ্টি আকর্ষণ করিয়াছে। অনেকেরই ধারণা ষে রাশিয়ার বর্ধমান শাসক-সম্প্রদায় বলশেভিকরাই রুশীয় বিদ্রোহের প্রথম ও প্রধান পুরোহিত ; কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণ ঠিক নহে । ইতিহাস আমাদিগকে অন্ত কথা বলে ! কণীয় বিপ্লবের মুলে প্রজাদের গভীর অসন্তোষ ও নিদারুণ অভাব, এবং অত্যাচারী ঘুষপোর জারের খাম খেয়ালী, একদেশদশী কৰ্ম্মচারিগণের পীড়ন, সৰ্ব্বোপরি দুৰ্ব্বল অস্থিরচিত্ত ব্য-ক্তত্বহীন সম্রাটের হাতে রাজশক্তি, এই কথাই ইতিহাস বলে। প্রজাদের মধ্যে অসন্তোষ স্বল্প অথবা পরাধীনতাবোধশক্তি জt ; করিবার প্রচেষ্ট শুধু এই বলশেভিক্রাই করে নাই। দেশে ধম বিপ্লবআন্দোলন শুরু হইবার বড় পরে বলশেভিক দলের জন্ম ( ১৯•৩ সালে ) । ইছারা আসিয়াছে আন্দোলনের শেষভাগে এবং সৌভাগ্যক্রমে এমন এক মুহুর্তে ইহারা বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করিয়াছে, যখন দেশ অন্তবিপ্লব ও বহিরাক্রমণের ধারাবাহিক সংঘাতে মুহমান ; অধিকাংশ জনসাধারণ বলশেভিকবাদ পছন্দ না করা সত্ত্বেও ইহাদের বিরুদ্ধে দাড়াইতে সাহস করে নাই । বিদ্রোহী দলগুলির মধো বলশেভিক দল সংখ্যালধিষ্ঠ হইলেও সঙ্গীনের খোচা ও কামানের গুলিগোলার সাহায্যে এবং তীক্ষ্ণধী নেতার নেতৃত্বে অন্তান্ত সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী দলকে পরাজিত করিয়ী রাশিয়ার সাধারণ জনমতের বিরুদ্ধেও দেশের রাজশক্তি ছিনাইয়া লইয়াছে এবং ১৯২৮ সাল হইতে এই বিরাট দেশকে সামরিক শাসনে ও সুকঠিন আইনের নাগপাশে বাধিয়া নিজদিগকে স্বপ্রতিষ্ঠ করিয়াছে । - রাশিয়ার বিদ্রোহের ইতিহাস ঘটনার-পারম্পৰ্য্যে এমনভাষে স্বতঃই অগিাইয়া গিয়াছে এবং অকিঞ্চিৎকর ঘটনাও এমন অপ্রত্যাশিত ভাৰ রাজনৈতিক ঘটনা-স্রোতকে ফিরাইয় দিয়াছে, যে, অামার মনে হয় রুশীয় বিদ্রোহের সাফল্যে বলশেভিক-দলের কৃতিত্ব অপেক্ষ নিয়তির হাতই প্রবল। বিদ্রোহের বহি অনেক দিন হইতেই ধূমায়িত হইতেছিল ; মাঝে মাঝে কোথাও কোথাও আত্মপ্রকাশও করিতেছিল, তখন বৰ্ত্তমান বলশেভিক-দলের জন্ম হয় নাই । ১৯২২ সালে ডিসেম্বর মাসে প্রথম আলেকজান্সারের কৰ্ম্মচারীবৃন্দ তাহার বিরুদ্ধে বিদ্রোহ করিয়া রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক রাষ্ট্ৰতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে, কিন্তু বিফলকাম হয় । বিদ্রোহী রাশিয়ার ইতিহাসে ইহার ‘ডিসেমব্রিষ্টস' নামে পরিচিত, কারণ ডিসেম্বর

  • দ্বিতীয় নিকোলাস

মাসে এই বিদ্রোহ আত্মপ্রকাশ করে । ইহার পরে দ্বিতীয় আলেকজান্দার বিপ্লবী "নিছিলিষ্ট-সম্প্রদায়ের