পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*B স্বাসপুটিন আশ্চৰ্য্য শক্তিবলে শহরের নানা পদস্থ পরিবারে প্রবেশ করিয়া পরে জার-পরিবারেও স্থানলাভ করে। জার-পত্নী প্রিন্সেস আলিক্স অপুত্রক ছিলেন ; প্রবাদ, রাসপুটিনের কৃপাতেই তিনি পুত্ৰলাত করেন ; কিন্তু এই পুত্র অত্যন্ত দুৰ্ব্বল ও রুগ্ন ছিল । ইহার পর সম্রাজ্ঞী রাসপুটিনকে দেবতার মত ভক্তি করিতেন ও তাহীর আদেশ বিনী-দ্বিধায় পালন করিতেন । রাসপুটিন বরাবরই লম্পট ছিল এবং ধৰ্ম্মজীবন যাপনের সময়েও তাহার বাড়িতে অনেকগুলি যুবতী শিষ্যা-পরিচয়ে থাকিত বহু বড়ঘরের মেয়েদের এমন কি জার-পরিবারের কন্তদেরও সে সৰ্ব্বনাশ করিয়াছে। তাহার শিক্ষাই ছিল “আগে পাপ কর তবে ঈশ্বরের করুণা পাইবে।” এই রাসপুটিনের প্রভাবে সম্রাজ্ঞীকে তথা জারকে অত্যন্ত প্রভাবান্বিত দেখিয়া জারের হিতাকাজী বন্ধু ও মন্ত্রীমণ্ডল এবং আত্মীয়ের সন্ত্রস্ত হইয়া উঠিলেন । রাসপুটিনের নির্দেশে গ্রাওডিউক নিকোলাস মহাযুদ্ধে রুশীয়

  • śasām; in 34

SNこ8ミ বাহিনীর প্রধান সেনানায়কের পদ হইতে অপসারিত হইলে জার নিজে ঐ পদ গ্রহণ করিয়া রণক্ষেত্রে যান। রাজপরিবারে এই দুরাত্মার অত্যাচারের ফলে প্রজারাও অত্যন্ত অসন্তুষ্ট হইয়া উঠে। অবশেষে জারের খুল্লতাত ভাই প্রিন্স ফেলিকশ জুলুপোভ এবং পুরিশকেভিচ প্রমুখ জারের হিতাকাজীরা এক জন সুন্দরী ডাচেসকে পাইবার লোভ দেখাইয়া রাসপুটিনকে এক ভোজসভায় নিমন্ত্রণ করেন । বিষ-মিশ্রিত মদ ও খাদ্যদ্রব্য গ্রহণ করা সত্ত্বেও রাসপুটিনের মৃত্যু না হওয়ায় তাহারা পুনঃ পুনঃ গুলি করিয়া রাসপুটিনকে সালে হত্যা করেন ৷ এ এফ কেরেনস্কী মহাযুদ্ধে রাশিয়া যোগ দেওয়ার ফলে এবং সেনাপতিদের অজ্ঞতা ও অপটু সৈন্ত পরিচালনের জন্ত শীঘ্রই দেশে খাদ্যাভাব ও অসন্তোষ দেখা দিল । মহাযুদ্ধে তাহীদের স্বদেশবাসীদিগকে, আত্মীয়-স্বজনকে পশুর মত বলি দেওয়ার প্রজাবৰ্গ ক্রমশঃ জারের উপর অসন্তুষ্ট হইয়া উঠিল । জাৰ্ম্মানশিবিরে বন্দী রুশীয়দের মুক্তির জন্ত সরকার কোনো চেষ্টাই করে নাই ; যে-সব সৈন্তকে যুদ্ধক্ষেত্রে পাঠান হইয়াছিল তাহাদিগকে প্রয়োজনমত অস্ত্রশস্ত্র, খাদ্য, অশ্ব প্রভৃতি সরবরাহ করা হয় নাই ; ফলে তাহারা অসহায় ভাবে প্রাণ দিয়াছে । প্রজাদের এই মানসিক অবস্থায় হঠাৎ সামান্ত কারণে এমন একটা বহ্নি জলিয়া উঠিল যাহার ফলে প্রবল প্রতাপ, পৃথিবীর এক-দশমাংশ মানবসমাজের একচ্ছত্র সম্রাটের আসন টলিল, র্তাহীকে নিঃশব্দে বিনাবাধায় সিংহাসন ত্যাগ করিতে হইল । খাদ্যাভাবে ক্ষুধাৰ্ত্ত জনতা রুটির দোকানে ভিড় করিত ; একদিন এইরূপ এক ভীড়ে সামান্ত একটা গোলমালে পুলিস গুলি চালায়, ফলে সমস্ত শহরে ( পেট্রোগ্রাডে ) প্রবল ) S ) $9