পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వీరి প্রবাসী; লিও ট্রটস্কী জোসেফ ভিসারি ওনোভিচ ষ্টালিন ১৮৭৯ খ্ৰীষ্টাব্দে এক কৃষক-পরিবারে স্টালিন জন্মগ্রহণ করেন । লেনিনের সময় ইনি কমিউনিষ্ট দলের সেক্রেটারী নিযুক্ত হন । অল্প দিনের মধ্যেই ইহার একাধিপত্যে দলের অনেকে অসন্তুষ্ট হইয়া উঠে এবং ট্রটুকী-প্রমুখ কর্মীর &tfলনের ব্যক্তিগত নির্দেশ ও প্রভাবের কবল হইতে দলকে মুক্ত করিয়া অধিকতর গণতান্ত্রিক ভিত্তিতে কমিউনিষ্ট দল প্রতিষ্ঠিত করিতে চান, কৃষকদের বিষয়ে দলকে অধিকতর মনোযোগ দিবার জন্ত দাবি করেন । কিন্তু বুদ্ধিমান ষ্টালিন সেক্রেটারীরূপে দলের সমস্ত খুটিনাটি বিষয়ও আয়ত্ত করিয়া ফেলিয়াছিলেন এবং দেশের বহু জারগায় কমিউনিষ্ট দলের প্রধানরূপে স্বপক্ষীয় লোককে নিৰ্বাচিত করিয়াছিলেন, কাজেই যখন সত্যকার সংঘাত বধিল, ট্রটুম্বী পরাজিত হইলেন। দলের বিরুদ্ধবাদী বলিয়া ট্রট স্কী সদলে নিৰ্ব্বাসিত হইলেন। ইহার পর লেনিনের ব্যক্তিগত সহচর জিনোভিভ ও অন্তান্ত কয়েক জন কমিউনিষ্টের সহায়তায় ট্রট্স্কী ষ্টালিনের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করেন, কিন্তু উহ Nలీ8R পূৰ্ব্বেই প্রকাশ পাওয়ায় পও হইয়া যায়। ষ্টালিন নিৰ্ম্মম ভাবে বিরোধী দলকে সাজা দিলেন এবং ১৯২৭ সালে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবে নেতার অসনে প্রতিষ্ঠিভ করেন । ষ্টালিন পূৰ্ব্বে কড়া কমিউনিষ্ট ছিলেন এবং মধ্যপন্থী নীতির ( N. E. P. ) লেনিনের পরিবৰ্ত্তিত জোসেফ ষ্টালিন পরিবর্তে পুনরায় কড়া কমিউনিষ্ট নীতি প্ৰবৰ্ত্তন করেন, কিন্তু তখনও সেই একই ফল ফলিল ; কৃষকদের মধ্যে অসন্তোষ ও দুর্ভিক্ষ দেখা দিল । কাজেই দেশের লোকের মানসিক আবহাওয়ার সঙ্গে মত পরিবর্তন করিয়া পরে র্তাহাকেও মধ্যপন্থী অবলম্বন করিতে হইয়াছে । পঞ্চবার্ষিকী নীতি জগতের ইতিহাসে ষ্টালিনের এক অক্ষয় কীৰ্ত্তি । ১৯২০ সালে একটি বিশেষ কমিটীর