পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soğ R —তুমি না গেলে আমাদের চা তৈরি করবে কে ? –তাই বই কি ! আমি গঙ্গার ধারে গঙ্গার শোভা দেখতে যাচ্ছি, খালি হাওয়া খাব আর ঢেউ গুণব l স্থির হইল সপ্তমীর দিন সকাল-সকাল থাইয়া সকলে বারাকপুরে পর্কে যাইবে । সঙ্গে ফেলিডিং চেয়ার, সতরঞ্চি, চায়ের সরঞ্জাম ও প্রচুর থাবার নেওয়া হইবে । কিন্তু যাইবার দিন সকালে হেমবীবুর জর বাড়িয়া গেল । শীলারও ঠাণ্ডা লাগিয়া সর্দি-কাশি । ব্যাপার দেখিয়া চন্দ্র। মুখড়াইয়া পড়িল । অরুণ যথন মোটরগাড়ী লইয়া আসিল, দেখিল তুমুল তর্ক চলিতেছে । হেমবাবু বলিতেছেন, তোমরা সবাই ঘা ও অরুণের সঙ্গে, আমি বাড়িতে একা বেশ থাকব । স্বর্ণময়ী বলিতেছেন, বেশ ত ছেলেমেয়েরা যাক, আমি যাব না । শলা বলিল, আমি যাব না বাবা, আমার বোধ হয় ১০০: জার, মা তুমি যাও । স্বর্ণময়ী রাগিয়া উঠিলেন,—ম বাজে বকিস না । চন্দ্র মুখ মান করিয়া ঘুরিতেছিল, অরুণকে দেখিয়া প্রফুল্লিত হইয়া জিজ্ঞাসা করিল, কই প্রতিমা দিদি ? —সে মোটরে ব’সে আছে । —ব, অচ্ছিা, আমি নিয়ে আসছি ডেকে । বহু কথা-কাটাকাটির পর স্থির হইল, অজয়, উমা ও চন্দ্র যাইবে অরুণ ও প্রতিমার সহিত স্বর্ণময়ী সব খাবার ঠিক করিয়া দিলেন । ড্রাইভারকে বলিয়া দিলেন, যেন সন্ধ্যার পূৰ্ব্বে ফিরিয়া আসে। মেঘছায়াবৃত দিনটি হাল্কা শ্লেট-রঙের মেঘগুলি আকাশ ছাইয়া চারিদিক স্নিগ্ধ আবছায়াময় করিয়াছে । অরুণর। যখন পার্কে আসিয়া পৌছাইল তখন অপরাহু । পার্ক সাহেব মেম নানা বিচিত্ৰবেশী দলে ভরিয়া গিয়াছে। চারিদিকে জনতা । প্রতিমা বলিল, এম কি ভিড় । বসবে, থাবে ? অজয় বলিল, হীরা সিং চল ওদিকে, গঙ্গার ধারে নিশ্চয় খালি জায়গা পাওয়া যাবে l উমা বলিল, না হয় গাড়ীতে বসে খাওয়া যাবে। হীরা সিং গাড়ী ঘুরাইয়া নদীর ধারে বাংলো বাড়ি এথানে কোথায় 2:lo IPUIS, SN°8之 গুলির দিকে চলিল। একটি খালি বাড়ির সম্মুখে মোটরগাড়ী থামাইল । গেট খোলাই ছিল । বাড়ীর মালী পলাতক । তাহার এক ছেলে বকশিসের লোভে ঘর হইতে চেয়ার টেবিল বাহির করিয়া নদীর তীরে বাগানে পাতিয়া দিল । উমা এতক্ষণ গম্ভীর ভাবে বসিয়াছিল । 'গাড়ী হইতে নামিয়া গঙ্গার উদার স্নিগ্ধ-ধারার দিকে চাহিয়া তাহার মন খুশীতে ভরিয়া উঠিল । হাস্তে গল্পে কৌতুকে সে উচ্ছসিত হইয়া উঠিল । ” উমা বলিল, আচ্ছা থেয়ে নাও সবাই, ভার পর বেড়ান যাবে । সে থাবার সাজাইতে বসিল । টিফিনের বড় বেতের বাক্স হইতে বাহির হইল স্তাগুউইচ, কেক, সন্দেশ, লুচি, থাৰ্ম্মোফ্রাস্কে চা, নানা খাদ্যদ্রব্য । অরুণ সাহায্য করিতে আসিয়া উমার ধমক খাইল, বেশী কৰ্ত্তাত্তি করতে হবে না, নিজের প্লেট নিয়ে খেতে বস । প্রতিমা বলিল, আমার ভাই কিছু খিদে পায়নি । উমা বলিল, সে সব চলবে না, এখন খেয়ে নাও ভাই । লক্ষ্মিটি । হৈ চৈ করিয়া খাওয়া শেষ হইল । উমা বলিল, চল আবার বেড়িয়ে আসা বাক, ভারি হনীর জায়গা । অরুণ বলিল, বা তুমি কিছু খেলে না । উমা হাসিয়া বলিল, বাবা, গিরিপনার চোটে গেলুম, আচ্ছা দাও একটা সন্দেশ । প্রতিমা বলিল, আমি ভাই বসলুম, এমন সুন্দর বাগান, কোথায় যাবে বাহিরে বেড়াতে—এই বাগানে খানিকটা ঘুরে চলে ধাওয়া যাবে । - অজয় সায় দিল—আমারও উঠতে ইচ্ছে করছে না । উমা চঞ্চলা হইয়া বলিল, ও, যেন ঘুরেছেন, এত পথ মোটরে বসে গ৷ হাত পী ব্যথা করে ন!—চল, অরুণ, আমরা একটু বেড়িয়ে আসি । চন্দ্র বলিল, দিদি, আমি ? —তুইও আয় । 概 অক্কণ ও উমা এক সরু পথ দিয়া নামিয়া গেল । চজ দিদির সহিত গেল না, প্রতিমার গা ঘেষিয়া ছাড়াইয় বলিল, প্রতিমা-দি একটা গান গাও ভাই ।