পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ ইতালী ও অপৰিসিনিয়ার বিরোধ ১১৩ হউক এবং এই নির্দিষ্ট সীমাস্তে দুই পক্ষের এক-একটি ক্ষুদ্র সৈন্তদল রাখিয়া অবশিষ্ট,সৈন্তদলকে কিছু দূরে অপসারিত করা হউক । আবিসিনীয় সেনাপতি সে প্রস্তাব অগ্রাহ করেন । এইরূপে উভয় পক্ষের সেখানে অবস্থান করিবার সময়ে আবিসিনীয়ার সৈন্তদল ইতালীর দেশীয় সৈন্তদলকে কৰ্ম্মত্যাগের প্রলেভিন দেখায় ও যুদ্ধের জন্ত উত্তেজিত করে । ৫ই ডিসেম্বর ইতালী অকারণে আক্রাস্ত হয় এবং তfহার ফলে বহুসংখ্যক দেশীয় সৈন্ত নিহত হয় ; নুতন সেনাবাহিনীর সাহায্যে আক্রমণকারীfদগকে বিতাড়িত সম্রাট হেল সেলাসী করিয়া অবিলম্বে আদিস আবাবায় অভিযোগের বার্তা প্রেরণ করা হয় । তাহাতে বলা হয়, স্থানীয় শাসন কৰ্ত্তাকে এ-ঘটনার জন্ত ক্ষম। চাহিতে, ইতালীয় পতাকাকে শ্রদ্ধা প্রদর্শন করিতে, দোষীদিগকে শাস্তি 28 মুসোলিনী টাঙ্কের উপর দণ্ডায়মান হইয়: সৈন্যদলকে উত্তেজিত করিতেছেন দিতে এবং মৃত ও আহত সৈনিকদের জন্ত ক্ষতিপূরণ করিতে হইবে । আবিসিনিয়া এই অভিযোগেরও যে প্রত্যুত্তর পাঠাইয়াছে ত;হা এই— ইতালীয় অভিযোগের সহিত আস্তর্জাতিক বৈঠকের নথিপত্রের কোনও মিল নাই ; ওয়ালওয়াল কাহার অধিকারে তাহার আলোচনার চেষ্টা ইতালীয় সেনাপতি মোটেই করেন নাই ; যৈঠককে অগ্রসর হইবার তিনি অনুমতি দেন নাই ; বৈঠকের সদস্তগণ যখন ইতালীয় সেনাপতির সহিত এ-বিষয়ে আলোচনা করিতেছিলেন তখন র্তাহাদিগকে ভীতি-প্রদর্শনের নিমিত্ত মস্তকের উপরে এরোপ্লেন উড়িতেছিল ; ব্রিটিশ ও আবিসিনীয় সদস্তগণ যুক্তভাবে ইতালীর এই ব্যবহারের অভিযোগ করিয়াছেন ; উভয় সেনানীর সীমান্ত-নির্দেশের চেষ্ট বৈঠকের সম্মুখেই হয়, তাহীদের সে-স্থান পরিত্যাগের পরে নহে ; ইহার অব্যবহিত পূৰ্ব্বে তিন জন ইতালীয় সৈনিক কৰ্ম্মচারী ও কয়েকটি এরোপ্লেন আকাশপথে আবিসিনীয় বাহিনী পৰ্য্যবেক্ষণ করে ; ইহার প্রথমে যুদ্ধের সঙ্কেত করিবামাত্রই দুইটি এয়োপ্লেন বোমা নিক্ষেপ করিতে থাকে এবং একটি ট্যাঙ্ক মেশিনগানের দ্বারা গুলিবর্ষণ করিতে আরম্ভ করে ; আবিসিনীয় সৈন্তগণ তখন যুদ্ধের জন্ত মোটেই প্রস্তুত ছিল না ; স্বতরাং যখন সেনাপতির