পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ ইতালী ও আবিসিনিয়ার বিরোধ )సి ১৯০৫ সালে অষ্ট্রেী-জাৰ্ম্মান-আবিসিনিয়ান চুক্তি এক মুসলমান-অভু্যদয় হইতে পারে। লিজ, ইয়াকুর স্বাক্ষরিত হয় এবং বিগত মহাযুদ্ধের সময় অষ্ট্ৰীয়া- রাজত্বকালে এইরূপ এক মুসলমান-অভু্যদয়ের সহিত জাৰ্ম্মেনী আবিসিনিয়ায় ধৰ্ম্ম-প্রচারক দল প্রেরণ করেন। ইতালী এই ধৰ্ম্ম-উপদেষ্টাদের উপর মোটেই খুশী ছিলেন | || রাজ্যপিপাসু যে-সকল রাষ্ট্র সাম্রাজ্য-বিস্তার নীতির অনুসরণ করিয়া চলিতেছেন আবিসিনিয়ায় বর্তমানে র্তাহীদের সকলের সমন্বয় ঘটিয়াছে। প্যারিসের "ইউরোপ’ পত্র এই লোভাতুর রাষ্ট্রগুলির বর্তমান অবস্থা পৰ্য্যালোচনা করিয়াছেন :– (a) Inder pressure of the danger presented hy .Japan cum (Hermany, the tendency is towards an entente between France and the Anglo-Italian lloc. (lı) The prosence of U.S. A. in Lnke 'Tsana goes to influence at once the British policy and the attitude of Japan. (c) France is faced with the complexity of the problem even of temporary security of her possessions. (d) As for Italy, in all cases, she finds herself weakencá in Alyssinia owing on the one hand to Japanese rivalry and (terman and the altitude of Britain on the other. অর্থাৎ-- (ক) জাপান এবং জাৰ্ম্মেনীর চাপে পড়িয়া এখানে ফান্স ও এংলো-ইতালীর মধ্যে একটি পরস্পর-সহযোগী রাষ্ট্রের উদ্ভব সম্ভব, (খ) সানায় আমেরিকার অবস্থিতির ফলে ইংরেজ ও জাপানের নীতি পরিবৰ্ত্তিত হইবেই হইবে । (গ) নানা সমস্ত উদ্ভবের ফলে ফান্স কিংকৰ্তব্যবিমূঢ় হইয়া পড়িয়াছে ও এমন কি অস্থায়িভাবে তাহার অধিকারভুক্ত অঞ্চলগুলি বিপদমুক্ত রাখিবার জন্য চেষ্ট করিতেছে, (ঘ) সর্বদিক দিয়া এবং বিশেষভাবে একদিকে জাপানী প্রতিযোগিতা ও জাৰ্ম্মানের তাড়ন ও অন্যদিকে ইংরেজের আচরণে ইতালী আবিসিনিয়ায় হৃতবীৰ্য্য হইয়া পড়িয়ছে। দেখা যাইতেছে পৃথিবীর যাবতীয় শ্রেষ্ঠ শক্তি এই কৃষ্ণরাজ্যের প্রতি বিশেষ মমতাপূর্ণ লোলুপ দৃষ্টি নিক্ষেপ করিতেছেন ; আমেরিকা, ইংলণ্ড, ফ্রান্স ইতালী, জাপান ও জাৰ্ম্মেনী সকলেই এ-বিষয়ে ব্যগ্রতা প্রকাশ করিয়াছেন । অবশু জাৰ্ম্মেনী সৰ্ব্বাপেক্ষা কম ও ইতালী সৰ্ব্বাপেক্ষা অধিক— তাহার ক্ষুধা বিশ্বগ্রাসী । ইহা ছাড়া আবিসিনিয়ায় আর একটি শক্তি প্রচ্ছন্ন রহিয়াছে। আবিসিনিয়া খ্ৰীষ্ট পৰ্ম্মাবলম্বী ; ইহার চারিদিকের রাষ্ট্র হইতে যে-কোনও মুহূর্তে IneDaCoC, র্তাহার সহানুভূতি থাকায় তিনি রাজ্যচু্যত হন। মিঃ রোজাস লিখিয়ছেন— Let Abyssinia once throw in her lot with the Muhamedans and the White man's day in East Africa, and perhaps all of Africa, would soon be at an end. IIence the reasons for the Europeans asserting that the Abyssinans are a white people, though in features, hair, and colour, they generally show much more of what is known as the Negro ...” অর্থাৎ— যদি একবার আবিসিনিয়া মুসলমান-অভু্যদয়ের সহিত যোগদান করে, তবে পূৰ্ব্ব-আফ্রিকায় কেন, সমগ্র আফ্রিকায় শ্বেতজাতির দিন ফুরাইয়া আসিয়াছে বুঝিতে হইবে । এই কারণেই, যদিও আকৃতি বর্ণ প্রভৃতি বিষয়ে কৃষ্ণকায় নিগ্রেজাতির সহিত তাঁহাদের সাদৃশ্য রহিয়াছে তথাপি ইউরোপীয়রা আবিসিনিয়াকে ‘শ্বেতজাতি বলিয়া আপ্যায়িত করে | এমত অবস্থায় ইতালী ও আবিসিনিয়ার বিরোধ যে অচিরে মীমাংসিত হইবে না তহিতে একপ্রকার সন্দেহ নাই । উভয় পক্ষই প্রস্তুত হইতেছেন । সুদূর পূর্ব-আফ্রিকার অৰ্দ্ধ-অসভ্য আবিসিনিয়ার সহিত বৰ্ত্তমান সময়ে ইতালীর যুদ্ধ সঙ্ঘটন সমীচীন হইবে কিনা রাজনীতিবিশারদগণ তাহা লইয়া চিন্তা করিতেছেন ; তাঁহাতে যুগোশ্লাভিয়া ও লিটল আঁতীতের অন্তান্ত রাষ্ট্রগুলি জয়োল্লাসে মত্ত হইয়া উঠিবে ; কেননা তাহারা ইতালীর ঐশ্বর্ধ্যে ঈর্ষ্যাম্বিত । র্তাহারা অবিরত শুনিতেছেন— The war against Abdel Krim ruined Spain and spain hati no European enemies then. Most political prognostications are vain but we predict that were Mussolini to be engaged in such a war and he did not win and that quickly he would fare worse than Crispi. অর্থাৎ— যদিও তখন স্পেনের কোনও ইউরোপীয় শত্রু ছিল না, তবুও আবদুল করিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার স্পেনের পতন হইয়াছে। রাজনৈতিক বিষয়ে ভবিষ্যদ্বাণী প্রায়ই বিফল হইয়া থাকিলেও আমরা বলি, যদি মুসোলিনী আবিসিনিয়ার সহিত ভীষণ সংঘর্ষে প্রবৃত্ত হইয়া শীঘ্রই জয়ী না হন, তবে তাহাকেও কাউন্ট ক্রিসপি অপেক্ষ অধিক লাঞ্ছন। ভোগ করিতে হইবে ।