পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مرة جدد. গুণমদেশীয় নৰ্ত্তক । খ্রস্থধাংশু চৌধুরী কর্তৃক অঙ্কিত । At 1 yelhi there has also in recent years grown up a strong local artistic movement in which the hrothers I'kil, themselves oilshools of the Bengal School. taken an active part.......\t New I Melhi we were fortunate in Scouring the energetic services of Mr. Barada ["kil, one of 1hree artistic brothers to whom the present art movement in that part of India owes much of its vigonr. Through the support of Mr. J. N. G. Johnson, t 'hief ( 'omniissioner of | Selbi, and many influential art-lovers, both Indian :ınd 13ritish, M[r. ! “kil w:ıs aləle tu briııg to London a have very noteworthy collection of works not only from Northern Troian artists, but also from the private collections of their Highnesses the Maharajas of l’atiala and Indore. তাৎপৰ্য্য—দিল্লীতে অধুনা যুক্ত সারদ উকীল ও উহার ভ্রাতার কলাশিল্পে এক স্থানীয় প্রচেষ্টা প্ৰবৰ্ত্তিত করিয়াছেন । তাহার SN98R বাংলা দেশের চিত্রাঙ্কণ-রীতির অনুবৰ্বক। এই প্রচেষ্ট প্রধানতঃ খ্ৰীযুক্ত বরদী উকীলের অক্লাস্ত কাৰ্য্যকারিতার উপর যথেষ্ট নির্ভর করিয়াছে । দিল্লীর চীফ কমিশনার মিঃ জনসন ও অন্যান্ত বহু দেশীয় ও বৈদেশিক কলামুরাগী ব্যক্তির আনুকূল্যে বরদী বাবু পাটিয়ালা ও ইন্দোরের মহারাজার সংগ্রহ ও উত্তর-ভারতের অক্ষান্ত বহু চিত্রকরের অঙ্কিত চিত্রাবলী লণ্ডন প্রদর্শনীর জন্য লইয়া আসিয়াছিলেন। এতৎ সম্পর্কে দিল্লীর অল-ইণ্ডিয়া ফাইন আর্ট সোসাইটি সম্বন্ধে সংক্ষেপে কিছু না বলিলে বিষয়টি অসম্পূর্ণ থাকে । কারণ ভারতের বহিরে ভারতীয় চিত্রশিল্পের প্রচারের মুলে দিল্লীর আর্ট সোসাইটির প্রচেষ্টা রহিয়াছে যদি বলা যায়, তাহা মোটেই অত্যুক্তি হইবে না । দিল্লীতে আর্ট সোসাইটির উদ্ভবের ইতিহাস মোটামুটি এইরূপ :– শিল্পী প্রস্ত্ত সারদাচরণ উকীল রাজধানী দিল্লীকেই তাহার শিল্পপ্রচারের কেন্দ্ররূপে মনোনীত করেন। সে প্রায় দশ-বার বৎসরের কথা। পরে, তার সঙ্গে তার অন্ত দুই শিল্পী-ভ্রাত (বরদাচরণ এবং রণদাচরণ উকীল ) আসিয়া যোগ দেন। উত্তর-ভারতে একটি আর্ট সোসাইটি সংগঠনের পরিকল্পনা ইহাদের নিকট হইতেই আসে । কিন্তু সুযোগের অভাবে বহুকাল ই হাদিগকে এ-সম্বন্ধে নিস্ক্রিয় থাকিতে হয়। পরে স্বগীয় সতীশরঞ্জন দাস ( এস আর দাস ) মহাশয় লাট-কৌন্সিলের সদস্তের পদ পাইয়া দিল্লীতে আসিলে প্রধানতঃ তাহারই সহায়তায় এবং দিল্লীর কোনকোন ধনী ব্যক্তির আনুকূল্যে ১৯২৭ সালে প্রথম আট সোসাইটি স্থাপিত হয় এবং প্রতিবৎসর একটি করিয়া চিত্রপ্রদর্শনী হইতে থাকে । এই আর্ট সোসাইটির উদ্যোগে ১৯৩০ সালে যে প্রদর্শনীটি হয়, তাহার মত উৎকৃষ্ট প্রদর্শনী ভারতের আর কোথাও ইহার পূৰ্ব্বে হয় নাই। এই প্রদর্শনীতে ভারতের বিভিন্ন স্থান হইতে প্রায় দুই শত শিল্পীর আঁকা অনুন দেড় হাজার ছবির সমাবেশ হইয়াছিল। স্বয়ং বড়লাট এই প্রদর্শনীর উদ্বোধন করেন। দিল্লীর তখনকার চীফ কমিশনার স্তর জন টম্সন ঐ আর্ট সোসাইটির সভাপতি রূপে সে-সময় ভারতীয় শিল্পীদের কল্যাণকর অনেক কাজ করিয়াছিলেন । কিরূপে করিয়াছিলেন, তাহা এখানে উল্লেখুযোগ্য। Sisois Hits; Standing l'inance Committee to লক্ষ টাকা মঞ্জুর করেন,—দিল্লীর লাটপ্রাসাদ ছবি দিয়া সুসজ্জিত করিবার জন্ত । এই সুযোগ অবলম্বন করিয়া দিল্লীর