পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ বিবিধ প্রসঙ্গ—সামরিক ব্যয় ও বাংলা দেশ অনিষ্ট হইয়াছে, হইতেছে ও হইতে পারে, তাহার আলোচনা বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে অবশ্য হওয়া উচিত। তবে প্রধানতঃ প্রাদেশিক বিষয়সকলের ; আলোচনার জন্তই প্রাদেশিক সম্মেলনের অধিবেশন হয়। এই জন্ত প্রাদেশিক বিষয়গুলিই আগামী সম্মেলনে বিশেষভাবে আলোচ্য । আজি বলিয়া নয়, অনেক বৎসর আগে হইতে এরূপ অনেক আইন ও সরকারী ব্যবস্থা হইয়া আসিতেছে, যাহা বাংলা দেশের পক্ষে বিশেষ ভাবে অসুবিধাজনক ও অনিষ্টকর। এই সকল আইন ও ব্যবস্থার সমালোচনা ও প্রতিবাদ খবরের কাগজে যথাসময়ে হইয়াছে, এখনও হইতেছে । আমরাও প্রধান প্রধান অনেকগুলির সমালোচনা ও প্রতিবাদ করিয়াছি । সংক্ষেপে কয়েকটির পুনরুল্লেখ করিতেছি । রাজস্ব-বণ্টনে বঙ্গের প্রতি অবিচার কোম্পানীর আমল হইতেই বঙ্গে সংগৃহীত রাজস্ব বেশী পরিমাণে বঙ্গের বাহিরে ব্যয়িত হইয়া আসিতেছে—বঙ্গের রাজস্ব ভারতবর্ষে ব্রিটিশ সামাজ্য বাড়াইবার জন্ত এবং অন্ত কোন কোন প্রদেশের রাজস্বের ঘাটতি পুরণের জন্ত ব্যয়িত হইয়া আসিতেছে । বাংলা দেশ খন ব্রিটিশ-শাসিত ভারতসাম্রাজ্যের অন্তর্গত, তখন সমগ্রভারতীয় সরকারী ব্যয়ের একটা অংশ বাংলা দেশেরও নিশ্চয়ই দেওয়া উচিত। কিন্তু সেই অংশটা স্তায্য হওয়া উচিত—এত বেণী হওয়া উচিত নয়, যাহাতে বঙ্গের ব্যয়ের জন্ত টাকার অনটন ঘটে । বাস্তবিক কিন্তু তাহাঁই ঘটিয়াছে । ভারত-গবন্মেণ্ট বঙ্গে সংগৃহীত রাজস্বের শতকরা যত টাকা লন, অন্ত কোন প্রদেশের তত লন না । ফলে বঙ্গীয় রাজকোষে অনটন লাগিয়াই আছে। কোন প্রদেশে সংগৃহীত রাজস্বের শতকরা কত অংশ সেই প্রদেশকে প্রাদেশিক ব্যয়ের জন্ত রাখিতে দেওয়া হয়, স্তর নৃপেন্দ্রনাথ সরকার তাহ তাহার একটি লেখায় কিছুদিন পূৰ্ব্বে দেখাইয়াছিলেন। তাহা অবলম্বন করিয়া নীচের তালিকাটি প্রস্তুত করা श्रेब्रटझ । >b" . বাংলা পায় সকলের চেয়ে কম সুবিধা । ృలిగి প্রদেশ | রাজস্বের প্রদেশে তারত-সরকারের রক্ষিত অংশ । গৃহীত অংশ । বঙ্গদেশ \రిe S) ఆసె. আগ্ৰা-অযোধ্যা ዓbሥራ8 さン。Sを মাজাজ '9న,ét wరిe.6 বিহার-উড়িষ্যা సెశి.b; ዓ.: পঞ্জীৰ bు(ta: S8.Y বোম্বাই 8●.ዓ {&S.లి মধ্যপ্রদেশ ও বেরার ఫితి ) సి.సి আসাম Ե6:.8 כאס8כל বাংলা দেশ হইতে ভারত-সরকার শতকরা সকলের চেয়ে বেশী অংশ গ্রহণ করেন, এবং সকলের চেয়ে কম অংশ ইহাকে রাখিতে দেন। বাংলা দেশ হইতে শতকরা অংশই ( পাসেণ্টেজই ) যে বেশী লন তাহা নহে। রেলওয়ে বাণিজ্য-শুল্ক প্রভূতি সৰ্ব্বপ্রকার রাজস্বের সমষ্টি বাংলা দেশেই সৰ্ব্বাপেক্ষা বেশী সংগৃহীত হয় । তাহার সর্বাধিক অংশ লওয়া হয় বাংলা দেশ হইতে। তাহার অর্থ বাংলা দেশ ভারত-সাম্রাজ্যের ব্যয়ের জন্ত যত টাকা দেয়, অন্ত কোন প্রদেশ তত দেয় না । দিবার বেলায় বাংলা দেয় সকলের চেয়ে বেশী টাকা, কিন্তু সুবিধা পাইবার বেলা তাহার কিছু দৃষ্টান্ত দিব। সামরিক ব্যয় ও বাংলা দেশ ভারত-সরকার যত বিভাগে যত খরচ করেন, তাহার মধ্যে সামরিক ব্যয় সকলের চেয়ে বেশী। অাগে বলিয়াছি, বাংলা দেশ ভারত-গবন্মেণ্টকে সকলের চেয়ে বেশী টাকা দেয় । সুতরাং সামরিক ব্যয় বৎসর বৎসর যত কোটি টাকা হয়, তাহারও সকলের চেয়ে বড় ভাগ বাংলা দেশ দিয়া থাকে। কিন্তু বাংলা দেশের লোকেরা এই খরচের কোন অংশ পায় না। বাংলা দেশ হইতে সিপাহী এবং সিপাহীদের অনুচর সংগৃহীত হয় না, সুতরাং সিপাহীদের ও তাঁহাদের অনুচরদের বেতন ও ভাতা বাবতে যত ব্যয় হয়, তাহার কোন অংশ বাংলা দেশে:আসে না । সিপাহী