পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ש8ס\ চীনরাজ্য শঙ্খচূড়ের প্রধান বাসস্থান । চীনরাজ্যে ক্যানটন ও ফুচাউ-এর মধ্যবর্তী প্রদেশে ইহাদিগকে অধিক সংখ্যায় দেখিতে পাওয়া যায় । ব্রহ্মদেশ ও শুমিরাজ্যের গভীর জঙ্গলে ইহার প্রায়ই দৃষ্ট হইয়া থাকে। ব্রহ্মদেশে ইহার ata mwe-houk-gyi i ffotoffa ħologarā fāfăș বনে অতি বৃহদাকার শঙ্খচূড় থাকিতে দেখা যায়। গোকুর-জাতীয় সর্প হইলেও সাধারণ গোকুর হইতে ইহাদের অনেক পার্থক্য লক্ষিত হইয়া থাকে। গোকুররা সাধারণতঃ চার, পাঁচ বা ছয় ফুট অবধি লম্বা হইয়া থাকে ; শঙ্খচূড়র চৌদ্ধ-পনর ফুট অবধি লম্বা হয়। শঙ্খচূড় বার ফুট উত্তেজিত শঙ্খচূড় মূকৰধির ভ্রমণীগ্রনাথ পাল কর্তৃক অঙ্কিত অবধি দীর্ঘ হয় বলিয়াই সাধারণতঃ শুনা যায়, কিন্তু ষোল এবং আঠার ফুট লম্বা শঙ্খচূড়ের বিবরণও পাওয়া গিয়াছে। উত্তেজিত হইলে গোমুরদের ফণা বেশ প্রসারিত হয় ; শঙ্খচূড়দের ফণা আদৌ প্রসারিত হয় না। দেহের অনুপাতে ইহাদের ফণা অতি ক্ষুদ্র ও অসম্প্রসারিত। ফণীর আকার দেখিলে মনে হয় শঙ্খচূড় বিশেষ ক্রুদ্ধ বা উত্তেজিত হয়। 〔G | |-> & S\933 নাই। নিয়ে শঙ্খচূড়ের ফণার চিত্র অর্পিত হইল। কুদ্ধ ও দংশনোন্মুখ শঙ্খচূড়ের ফণা ইহার অধিক প্রসারিত হয় না। গোকুর কেউটিয়ার বিস্তৃত ফণার উপর যথাক্রমে গোম্পদ বা গোলাকার চিহ্ন অঙ্কিত থাকে ; শঙ্খচূড়দের ফণার উপর কোণাকৃতি (A ) একটি মোটা দাগ অঙ্কিত থাকিতে দেখা যায় । গোকুরের লোকলিয়ে বা জনপদের সন্নিকটে ছোটখাট বনজঙ্গলে বাস করে এবং ইন্দুর ও ভেক প্রভৃতির অন্বেষণে লোকালয়ে প্রবেশ করে, কিন্তু শঙ্খচূড়কে এরূপ স্থলে দেখিতে পাওয়া যায় না । গভীর বনজঙ্গলই ইহাদের বাসস্থান । এদেশে বাংলার উত্তরে হিমালয়ের নিবিড় অরণ্যে, সুন্দরবনে এবং আসামের জঙ্গলে মধ্যে মধ্যে শঙ্খচূড় দেখিতে পাওয়া যায়। গোস্কুর শুধু স্থলেই অবস্থান করে ; শঙ্খচূড়ের জলে, স্থলে এবং বৃক্ষেও অবস্থান করিয়া থাকে । অনেক সময়ে বৃক্ষের শাখার উপর ইহাদিগকে শয়ন করিয়া থাকিতে দেখা যায় বলিয়া ইহুদিগকে tree cobra বা “গেছে গোস্কুর"ও বলা হয় । জলের মধ্যে ইহার সুন্দর সস্তরণ দিতে পারে । সস্তরণ দিবীর সময় ইহারা মস্তকটিকে জলের উপর অনেকখানি বাহির করিয়া রাখে । জলের মধ্যে সমুন্নত মস্তক দেখিয়াই ইহাদের চিনিতে পারা যায় । গোকুরের প্রকৃতি অনেকটা শাস্ত ভাবের, শঙ্খচূড়ের প্রকৃতি অত্যন্ত উগ্র । গোমুরের ভাব দেখিলে উহাকে ভীরু বলিয়া নির্দেশ করা যায়, কিন্তু শঙ্খচূড়কে কখনও ভীত হইতে দেখা যায় না। লোক, দেখিলেই বা সামান্ত পদশব্দ পাইলেই ইহারা অত্যন্ত ক্ষিপ্ত श्हेंब्रां cवtशं श्रांक्लभ१ कtब्र । c*ांशूtब्रब्र श्रांक्लभ१ छ्हेष्ठ রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকিলেও ইহাদের কবল হইতে নিস্তার পাওয়া একেবারেই অসম্ভব । বিশেষতঃ প্রজননকালে ইহাদের সন্মুখে পড়িলে আর রক্ষা থাকে নৰ্ম । শঙ্খচূড়কে পর্যবেক্ষণ করিবার হযোগ আমি বহুবার লাভ করিয়াছি। প্রায় ষোল বৎসর পূৰ্ব্বে ভবানীপুরে বাংলার দক্ষিণাঞ্চল নিবাসী কতকগুলি সাপুড়িয়ার নিকট যেরূপ বৃহৎ শঙ্খচূড় দেখিয়াছিলাম, সেরূপ প্রকাও সৰ্প আর কখনও দেখিতে পাই নাই। সাপুড়িয়াদের একটি স্বাদশবর্ষ-বয়স্ক বলিক সৰ্পের নিকট ধাড়াইয়া ছিল, সপটিও ফণা উন্নত করিয়া বালকটির প্রায় মস্তক অবধি উচ্চ হইয়াছিল। মাস-কয়েক