পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাথার-পুরী ঐশাস্তা দেবী গ্রীষ্মের দিনে সমুrদ্রর তীরে ভ্রমণ করিতে করিতে মাঝে মাঝে অকস্মাৎ কচ্ছপের প্রকাও কালো পিঠের খোলা দেখিয়া চমকিয়া উঠিতে হয়। কোন অজানা অতল হইতে এক নিমেষে যে সে আবিভূত হইল, বুঝা যায় না । চেপ্টা পাহাড়ের মত এই জীবটির অভূত ও মন্থর গতির তুলনা হয় না । কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করিলে দেখা যায়, সলজ্জ ধীর গতিতে সে সমুদ্রের দিকে বিশেষ যেন কি এক উদ্দেশ্রেী চলিয়াছে। তাহার গতি-ভঙ্গী দেখিয়া মানুষের লোভ হয় আপনার আয়তন ভুলিয়া কচ্ছপের পিঠে চড়িয়া সমুদ্রের রহস্তময় অতল গর্ভে পাড়ি দিতে । জাপানী জেলেরা যদি কেহ সমুদ্রতীরে কচ্ছপ দেখিতে পায়, তাহা হইলে আমনি চীৎকার করিয়া উঠে, “কে কোথায় আছি হে এল, আজি জালে অনেক মাছ পড়িবে, শুভ লক্ষণ দেখা দিয়াছে।” জেলের দল সকলে ছুটিয়া আসিয়া সৌভাগ্যের দুতটিকে ধরিয়া চিরাচরিত প্রথা-মত cধনে মদে স্নান করাইয়। আবার মুক্তি দিয়া দেয় । বহুকাল পূৰ্ব্বে এক জাপানী যুবক ঞ্জেলে উরশিমা তারো এক বৃহৎ কচ্ছপের পিঠে চড়িয়া সমুদ্রের অতল জলতলে পাড়ি দিয়াছিল। কিন্তু সে-কালে বোধ হয় মদ্য - অর্থ্য দিবার এ রীতি ছিল না, অথবা উরশিম বোধ হয় এতটা শাস্তিপ্রিয় ছিল, ধে, কচ্ছপ দেখিয়াই “কে কোথায় আছি” বলিয়৷ চীৎকার করে नहेि ! 漫 কুছপটা উরশিমার কানে কানে तृजिज, *ञांभि' छांनि छानि, ८डांभांग्न नांभ ८स ॐब्रनिभ1 ठ आiमि छांनि । श्रांभि सूथन ছোট বাচ্চা ছিলাম, তখন এই পাড়ার এক দল ছেলের হাতে এক বার ধরা পড়েছিলাম । তারা আমার উপর অত্যাচার করতে যাচ্ছিল, এমন সময় তুমি আমায় দেখুতে পেয়ে ছেলেদের হাত থেকে উদ্ধার ক’রে অামায় মুক্তি দিয়েছিলে। তুমি আমাকে জলে ছেড়ে দিতে দিতে বলেছিলে,—তুমি বড় কচি, বড় ছোট্ট, এখনও ডাঙায় উঠে একলা একলা ঘুরে বেড়াবার তোমার বয়স হয় নি।” পাথার-পুরীর রাজকন্ত অতেছিমে আমাদের সম্রাজ্ঞী। তিনি তোমার এই দয়াত্ন কাহিনী শুনে বড়ই মুগ্ধ হয়েছিলেন। তিনি এক বার তোমায় দেখৃতে চেয়েছেন, তাই অামি তোমায় নিতে এসেছি। রাজকন্ত অপরূপ রূপলাবণ্যবতী, তার মাধুর্য্যের আর গুণের তুলনা হয় না । সেই দিন থেকেই তোমাকে আমি কত খুজে বেড়িয়েছি, কিন্তু আজ পর্য্যন্ত এক দিনও দ্বিতীয় বার তোমায় দেখ। পাওয়ার ভাগ্য আমার হয় নি। কাজেই তোমাকে পাথার-পুরীর পথ দেখিয়ে নিয়ে যেতে পারি নি। আজ . তোমায় পেয়েছি, এস দয়া ক’রে আমার পিঠের উপর চ’ড়ে ব’স । তোমাকে এখনই সেখানে নিয়ে যাই ।” কাছিমের পিঠে উয়শিম তারোয় পাখার-পুী যাত্র কচ্ছপের কথা শুনিয়া মনে হইতেছিল আগ্রহে ও আন্তরিক আনন্দে তাছার বুক ভরিয়া উঠিতেছে । এই