পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় ব্ৰহ্মদেশে “তাগুলা” উৎসৰ ৰ৷ জলখেলা 8●ፃ _ এর সকল উচ্চ অঙ্গের নৃত্য ও গীত কেবল রাজদরবারের লীকেই উপভোগ করিতে পায় । গুইফু ( Guifu ) নামী পেশাদার নর্তকীরা গৃহস্থপারিবারে অতিথি-অভ্যাগতের সম্বৰ্দ্ধনার জন্ত নিমন্ত্রিত হয় । এই সকল বালিকার কেবল যে নৃত্যকলায় প্রতিভা আছে তাহা নয়, ইহীদের রীতিমত মার্জিত শিক্ষাও আছে : শিশুকাল হইতেই ইহাদিগকে নৃত্য, গীত, চিত্রকলা, শিষ্টাচার প্রভৃতি সযত্বে শিক্ষা দেওয়া হয় । গত শরৎকালে টোকিও শহরে বিখ্যাত কলtfবং সাই-শো-কির যে নৃত্য-পৰ্ব্ব অনুষ্ঠিত হইয়ছিল তাঁহারই দুইটি চিত্র এখানে দেওয়া হইল । বাণী ও মৃদঙ্গের সঙ্গতে কোরিয়ান লোকনৃত্য যে কি অপূৰ্ব্ব মায়াজাল বিস্তার করিতে পারে, এই ছবিগুলির সাহায্যে তাহীর কিঞ্চিৎ আভাস পাওয়া যাইতে পারে । অসি-নৃত্যে চার হইতে আট জন নৰ্ত্তকের প্রয়োজন । ছোট ছোট তলোয়ার এবং যোদ্ধজনোচত বেশভূষা এই নাচের বিশেষ উপযোগী । পুরোহিতদিগের পৌরাণিক নৃত্য বৌদ্ধ ও কনফুশিয়ান দুই প্রকারই আছে । তাঁহাদের সংঘাতের ইতিহাসও কোন কোন নৃত্যের বিষয় । একটি বিখ্যাত নৃত্যের বিষয়বস্তু প্রধান মন্ত্রী কোশির অপূৰ্ব্ব সুন্দরী কস্তাকে লইয়া রচিত হয়। এক জন বৌদ্ধ পুরোহিত এই কনফুশিয়ান বালিকার রূপে প্রলুব্ধ হইয়া কি করেন, তাঁহাই নৃত্যের বিবয়বস্তু । নৃত্যের বিযয়নিৰ্ব্বাচন, নৃত্যভঙ্গী, ছনা, পরিচ্ছদ ও প্রসাধন প্রভৃতির ংখ্য বৈচিত্র্য, এবং নর্তকীদের উচ্চাঙ্গের প্রকাশভঙ্গিমা ও নৈপুণ্য কোরিয়ান নৃত্যকে নৃত্যকলায় উচ্চ আসন অধিকার করিতে সমর্থ করিয়াছে । ব্ৰহ্মদেশে “তাগুলা” উৎসব বা জলখেলা । শ্ৰীঅজেন পুরকায়স্থ ভারতের ধৰ্ম্ম ও সভ্যতায় প্রভাবান্বিত ব্ৰহ্মদেশ অনুষ্ঠিতউ ৎসবাদি বহুলাংশে এতদ্দেশীয় উৎসযদির সমজাতীয় এবং অনুরূপ । কেবল এদেশে অনুষ্ঠিত উৎসবগুলি দিন দিন প্রাণহীন বা fময়মন হইয়া পড়িতেছে । ব্রহ্মদেশীয়দের জীবন হইতে আনন্দোৎসব বাদ পড়ে নাই । ব্ৰহ্মদশে প্রচলিত উৎসবগুলিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা :ায় ; বৌদ্ধধৰ্ম্মানুষ্ঠানের সঙ্গে জড়িত নানারূপ ধৰ্ম্মৎসব এবং বিভিন্ন ঋতুতে তু-উৎসব। এদেশের মত ব্ৰহ্মদেশেও কু-উৎসবগুলিতে কালক্ৰম কিছু কিছু ধৰ্ম্মানুষ্ঠানের সংস্পৰ্শ ঘটিয়াছে। ঋতু-উৎসবগুলির মধ্যে ‘তাগুলা' উৎসব সৰ্ব্বাপেক্ষ সৰ্ব্বোৎকৃষ্ট সাজসজ্জা ও সৌধীন পোষাক-পরিচ্ছদের জন্ত প্রথম পুরস্কার প্রাপ্ত