পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহ-কাব্য ঐযতীন্দ্রমোহন বাগচী মমতfজ নাই, তাজ আছে ;—তাই মমতাজে মোরা চিনি, রূপাতীত রূপে ব্যfথতের বেদনায় : একের চক্ষে একান্ত হয়ে ছিল যে বা একাকিনী, fবশ্বে সে আজি শাশ্বত সেবা পায় ! রূপ ক্ষণিকের আঁথির স্বপ্ন, জোয়ারের জলরাশি-— নিমেষে মিশায় কালস্রোতের মুখে, সাধনীর বলে আদেহ দেবতা অপরূপে উদ্ভাসি’ অমর হইয়া উঠে মানবের বুকে । কৰে কালিদাস লিখিল কাব্য কfগজের সীদ পাতে, বিরহ-মঙ্গীত ডুবায়ে প্রাণের তুলি ; fবশ্বজগৎ লিখি* দাসখৎ দিল তffর বেদনাতে প্রতিদিনকার গৃহসংসার ভুলি ! সাদার যক্ষে কালোর দুঃখ— আঁথিপটে আঁথিতারা, তাহারি অfংলাক পড়ি’.প্রেমিকের চোখে, দেখায়ে অপার প্রেম-পরিাবfর কfর’ দেয় দিশাহীরা,— মেঘদূত হয় ফিরে তাই লোকে লোকে । কবি সাজাহান রচিল তেমনি শুাম ধরণীর বুকে, সাদার আখরে যে শোক-অলিম্পন}, ভ্র পাথরে গাথা সেই ব্যথা নেহারি’ উৰ্দ্ধমুখে আজও করে ধরা আঁখি-সংমর্জনা ! কালের বক্ষে সে শ্লোকের শেfক চিরধিরহের রূপে বৈধব্যের শ্বেত বাস সম রাজে বিশ্বভুবন বিস্ময়ে হেরি’ নিঃশ্বসে চুপে চুপে— কবেকার ব্যথা—বুঝিতে পারে না তা যে! মন খোজে মন—হোক বন্ধন । দেহ খুজে মরে দেহ,— প্রেমের ধৰ্ম্ম ভাল জানে মানে তার ; দু-দিনের যাহা, দু-দিনে ফুরায়, তাই বুঝি সন্দেহ— মরণে গাৰিয়া পরে সে গলার হার ! भप्न ङfcव दूदि-श्रांमि शृt३,-डांब्र নাহি ক্ষোভ, নাছি ক্ষতি, ব্যথা বেঁচে থাকু সস্তানরূপ ধরি’, প্রিয়-বিরহের স্মৃতিতে লভে সে আমরার সদগতি, কালের কালিতে সকলের কোল ভরি’ । হৌক সব মিছে, প্রেমের সত্য— সে বুঝি মিথ্যা নয়, নহে সে ক্ষণিক ঐশ্বৰ্য্যর মত ; রাজ্য ও রাজা বিজয়ীর হীতে— সেও লভে পরাজয়, আজি যাহা আছে, কাল তাই অপগত । ঃখ আমর—নাহি তার ঘর, আগুনে হয় যা দহি, বুক হ’তে বুকে বাধে শুধু তার বসি ; fচরমানবের বুকে যা গোপনে বহে তার পরিবাহ, কালোর কিনারে এই কি আলোর আশা ! হয়ুত বা কোন হদুর দিনের অলঙ্খ্য অভিঘাতে পাষাণ-হৰ্ম্ম—এও ধুলি হয়ে যাবে ; মৰ্ম্মরময়ী য়ে রূপ-কীৰ্ত্তি গড়া মামুযের হাতে,— মামযের চোখে নিৰ্ব্বাণ তীর পাবে | হাসি’ মহাকাল ভরি’ জটাজাল - भां१ि८व नl eधू झाँहे, গঙ্গার মত বহিবে তাহরে প্রীতি ; তারত যেমন মরিয়া করেছে মহাভারতের ঠাই,— চোখ হ’তে বুকে জমায়ে শোকের স্মৃতি ।