পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

see প্রবাসী Sees ৰাসন, ঢাকার শাখ, রংপুরের সতরঞ্চ, মেদিনীপুরের ऊछेद्भ নীলরতন ধরের গবেষণা মাছুর, শ্রীহট্টের শীতলপাটি, ত্রিপুর জেলার বাশ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক-বিভাগের প্রধান ও বেতের কাজ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের , রেশমী কাপড় ও গোপীনাথপুরের ছিট তসরের কাপড় ও বাফতা— এইরূপ কত জিনিষ ক্রমশঃ লোপ পাইতেছে । বাংলা দেশের বাঙালী মুচি চামড়া কব-করা ও জুতা তৈরি করার কাজ হইতে তাড়িত হইতেছে। শ্ৰীযুক্ত সতীশচন্দ্র দাস গুপ্ত মহাশয় ট্যাংরার উল্পত অথচ অল্পমূলধনসাধ্য উপায়ে যে চামড়া কষ-করার কাজ শিখাইতেছেন, তাহ তাছার অন্ত অনেক কাজের মত অতীব প্রশংসনীয় । এক একটি করিয়া বঙ্গের নানা শিল্পের উল্লেথ ও বর্ণনা একটি দীর্ঘ প্রবন্ধেও করা কঠিন, “বিবিধ প্রসঙ্গে” ত হইতেই পারে না । সম্ভবতঃ মহাত্মা গান্ধীর সমিতির বঙ্গীয় শাখার ভারপ্রাপ্ত ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ মহাশয় একটি তালিকা প্রস্তুত করিয়া ফেলিয়াছেন । ভারতবর্ষে ও বঙ্গে এখনও কুটিরশিল্পজাত:যত সামগ্রী প্রস্তত হয়, তাহার অনেকগুলির বিদেশে কাটতি আছে ও হইতে পারে। আমেরিকার শিকাগো শহরে ভারতীয় গন্ধদ্রব্য ও ৰূপধুনা ব্যবসায়ী ডাঃ সতীশচন্দ্র ঘোষ কিছু দিনের জন্ত এদেশে আসিয়াছিলেন । তিনি আমেরিকা ফিরিয়া যাইবার আগে দেখা করিতে আসিয়া বলিতেছিলেন, কতকগুলি খুমুচি লইয়া যাইতে চান, ফরমাইস দিয়াছেন, যথাসময়ে পাইবেন কিনা বুঝিতে পারিতেছেন না । বিদেশে বে-সব জিনিযের কাটতি হয় বা হইতে পারে, তাহার বাজারের সন্ধান লওয়া ও দেওয়া গবষ্মেন্টের কর্তব্য, আমাদের বণিক- সমিতিগুলির কৰ্ত্তবা, এবং রপ্তানিব্যবসায়ীদেরও কৰ্ত্তব্য. বিহার-উড়িষ্যার গবন্মেণ্ট ঐ প্রদেশের শিল্পজাত দ্রব্যসমূহ বাহিরে বিকীর জন্ত ছাব্বিশ জন দক্ষ এজেন্ট নিয়োগ করিয়াছেন । র্তাহাদের চেষ্টায় তথাকার লক্ষাধিক টাকার জিনিষ ইউরোপ ও অষ্ট্রেলিয়ায় বিক্ৰী হইয়াছে । বাংলা-গবন্মেণ্ট কি করিতেছেন ? অধ্যাপক ডক্টর নীলরতন ধর গবেষণা ও পরীক্ষণ দ্বারা প্রমাণ করিয়াছেন, গো-শালার সার প্রয়োগ দ্বারা বা এমোনিয়াম সলফেট ( এক প্রকার নিশাদল ) প্রয়োগ দ্বারা যে-সব জমির উর্বরতা সম্পাদন করা হয়, তাহাতে গুড় প্রয়োগ করিলে উৰ্ব্বরতা হ্রাস পায় না, লুপ্ত হয় না, বরং বুদ্ধি পায় । কেন এরূপ হয়, তাহার রাসায়নিক কারণও তিনি প্রদর্শন করিয়াছেন - এই বিষয়ে আরও গবেষণা করিবার জন্ত অধ্যাপক ধরকে পাঁচ বৎসরের জন্ত ছত্রিশ হাজার টাকা দিতে আগ্রাঅযোধ্য প্রদেশের গবন্মেণ্ট ইস্পীরিয়্যাল কৌন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চকে অনুরোধ করিয়াছেন। ডক্টর ধর প্রশংসনীয় কাজ করিয়াছেন । র্তাহাকে উৎসাহ দেওয়া অবশুকর্তব্য । বঙ্গেও দু-এক জন রাসায়নিক গবেষক কাজ করিতেছেন। বাংলা-গবন্মেণ্ট তাহাদিগকে স্বয়ং কি উৎসাহ দেন, এবং কৃষিগবেষণার ইস্পীরিয়্যাল কৌন্সিল হইতেই বা কত টাকা সাহায্য আদায় করিয়া দেন বা তজন্ত সুপারিশ করেন ? অন্যান্য প্রদেশ হইতে বাংলা-সরকারের শিখিবার বিষয় আগ্রী-অযোধ্যা প্রদেশে শিক্ষিতদের মধ্যে বেকারসমস্ত সমাধানের জন্ত স্তর তেজ বাহাদুর সাপ্রকে সভাপতি করিয়া একটি কমীটি তথাকার গবন্মেণ্ট নিযুক্ত করেন। কর্মীটির সাক্ষ্যগ্রহণ ও অন্ত অনুসন্ধান শেষ হইয়াছে । স্তর তেজ বাহাদুর অন্ত কাজে বিলাত গিয়া সেখান হইতেও বেকার-সমস্ত সমাধানের হদিস সংগ্ৰহ করিতেছেন । ৰঙ্গে এরূপ কিছু হয় নাই । মধ্যপ্রদেশের গবন্মেণ্ট মদ্য বিক্রয় ক্রমে ক্রমে কমাইবার জন্ত উপায় নিৰ্দ্ধারণার্থ সরকারী ও বেসরকারী সভ্য লইয়া একটি কর্মীটি নিযুক্ত করেন। এখন তথাকার গবঙ্গেটি