পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ . . - ينتينسي مييجييةِ 翌。ア 。“.ゃ。」、“「”で - কারণ-মাণিকপুর Nළvම් জয়চাদের দুর্গের সাধারণ দৃপ্ত এ-অঞ্চলের হিন্দুদের কাছে কারা পবিত্র তীর্থরূপে পরিচিত। প্রসিদ্ধ ভ্ৰমণকারী ইবনূবতুতা ঠাহীর ভ্রমণকাহিনীতে কারার কথা বলিয়াছেন । কারার পুরাতন নাম কাল নগর । এখনও শহরের উত্তর দিকে কালেশ্বরের মন্দির রহিয়াছে । আষাঢ় মাসের আট তারিখে এখানে খুব বড় মেলা হয়। তথন প্রায় লক্ষ যাত্রীর সমাগম হইয়া থাকে। চৈত্র, আশ্বিন মাসেও মেলা হয় বটে, তবে তেমন লোকসমাগম হয় না। কালেশ্ব:রর মন্দিরটি ধ্বংসের পথে বসিয়াছিল—আশী বৎসর আগে কারণ-নিবাসী শীতলপ্রসাদ উহ! পুননিৰ্ম্মাণ করিয়া দিয়াছেন । বারদুয়ারীটি নুতন করিয়া তিনিই প্ৰস্তুত করিরাছেন । প্রাচীন বারদুয়ারীর ংসাবশেষ এখনও মন্দিরের পশ্চিম দিকে দেখিতে পাওয়া যায়। ঐ মন্দিরটি কৃষ্ণ পণ্ডিত নামে এক জন মহারাষ্ট্রদেশীয় আমিল ১৭৫০ খ্ৰীষ্টাব্দে নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন । রেওয়ার রাজা রামচন্দ্রের একখানা তাম্রলিপি এখানে পাওয়া গিয়াছে, সেখানার তারিথ হইতেছে ১৫৫৮ খ্ৰীষ্টাব্দ । তাহীতে কারীর নাম রহিয়াছে কালোখলি বা করকোটক নগর । পৌরাণিক কিংবদন্তী এই যে, সতীদেহের কর ( হাত ) এখানেই পড়িয়ছিল বলিয়াই এই স্থানের নাম করা । কার, করকোটক নগর, কালোথাল ইত্যাদি নানা নাম হইয়াছে। এখন কিন্তু এ-স্থান করি নামেই পরিচিত । আমরা ংক্ষেপে করার ইতিহাস বলিলাম । প্রথমে দুর্গ দেখিতে চলিলাম। বিরাট বিস্তৃত স্ত,প । একটি ংকীর্ণ পথ দিয়া স্ত,পের উপর উঠতে লাগিলাম। স্তুপের উচ্চতা ৯০ ফুট হইতে ১-০ ফুট হইবে । লাল বেলে পাথরের তৈয়ারি প্রাচীরের ধ্বংসাবশেষ এখনও রহিয়াছে । আমরা আঁকাবাক পথ বহিয়া দুর্গের উপরে আসিলাম । উপরে সমতলভূমি । ক্লষকেরা চায আরম্ভ করিয়াছে, ইট-পাথর এদিকে-সেদিকে ছড়াইয়া আছে। নদীর দিকে দুর্গের উচ্চতা প্রায় এক শত ফুট হইবে। এক পাশে একটু চালু হইয়া গিয়াছে । দুর্গ-প্রাকারের এক দিকের ইট-পাথরে-গড়া কতকাংশ এখনও দাড়াইয়া আছে, কতক ভাঙিয়া গিয়াছে,