পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রণবণ কাৰ্য্যপটুতা ও সাফল্য দেখে বার-বার মনে হয়েছে যে এতটুকু জাপান যদি এত করতে পেরে থাকে তো এত বড় ভারতবর্ষের কতই না করা সম্ভব । ওসাকায় আমরা জাপানের বিখ্যাত চেরী-নাচ দেখলাম । দেখতে গিয়ে ভারী মজা হয়েছিল তাই সেই কথাটা একটু বলতে চাই। অনেক কষ্টে টিকিট কিনে তো আমরা ভিতরে গেলাম । একটি মেয়ে দরজায় দাড়িয়ে আছে, সে হাত দিয়ে ইসার ক’রে সকলকে নীচের সিড়ি দেখিয়ে দিচ্ছে আর কি ব’লে দিচ্ছে। আমরা টিকিট নিয়েছি উপরের, নীচে কেন নামতে বলে কিছু বুঝতে না পেরে বার-বার মেয়েটিকে টিকিট দেখিয়ে বলছি যে আমরা উপরে বসবার জায়গায় যেতে চাই, কিন্তু সে কেবলই হাসে আর আমাদের পায়ের দিকে দেথায় । তথন বুদ্ধিবলে বুঝলাম যে জুতা নিয়ে কিছু গোল আছে । নীচে নেমে যেতেই একটি মেয়ে অত্যন্ত ক্ষিপ্ৰহস্তে আমাদের সকলের জুতা খুলে নিয়ে কালো কাপড়ের এক রকম জুতা পরিয়ে দিলে এবং উপরে যাবার অন্ত একটা রাস্ত দেখিয়ে দিলে । পুর মাদুরে ঢাকা রাস্তl, এবং সিড়ি, আর তারই দু-পাশে কাগজের চেরীফুলের ও আলোর বাহারে ভিতরট ঝকমক করছে। দলে দলে জাপানী মেয়েরা নাচ দেখতে গেছে । তাদের কিমোনোয় বিচিত্র রঙের সমাবেশ, মাথায় মস্ত উচু খোপায় কারও চেীফুল কারও অন্ত কিছু বাহার। কিমোনোর উপর যে নানা রঙে চিন্ত্ৰিত 'ওযি’ বা কোমরবন্ধ ওরা বাধে তারই গাট বাধবীর জায়গাটি পিঠে ঠিক প্রজাপতির ডানার মত মেলে দিয়েছে। সবসুদ্ধ ওদের শুভ্র গায়ের রঙে, পোষাকের লাল নীল কালে হলদের অপূৰ্ব্ব বর্ণসমাবেশে আলোর ফুলে চোখে ধাধা লেগে যায়। ভিতরে গিয়ে একটা জায়গায় অনেকে বসছে দেখে সেইখানে গিয়ে জণপণনে কন্নেক দিন ফুজি পাহাড়ের দুষ্ঠা বদলাম—সামনেই অত্যন্ত ক্ষুদ্র ষ্টেজ। ষ্টেজের উপর একটি ইলেকট্ৰিক ষ্টোভ জলছিল তারই পাশ দিয়ে ভিতর দিকে যাবার একটি ক্ষুদ্র দরজা ! অত বড় নাচঘরের ঐ ছোট্ট ষ্টেজ দেখে আমরা তো আশ্চৰ্য্য হয়ে গেলাম । যাহোক ঘসে আছি, ভাবছি হয়ত ঐ টুকুর মধ্যেই জাপানের বিখ্যাত চেরী-নাচ হয়ে থাকে এবং প্রতিমুহূর্তে আশ। করছি যে এইবার হয়ত একটি মেয়ে চেরীফুলের গোছা হাতে ক’রে নাচতে নাচতে বেরোবে, এমন সময়ে অত্যন্ত शैौद्र-भइव्र १ॉठिtङ cश्रृंड श्रृंथtब्रव्र भङ भांमां ब्र१ भांश ७ বিচিত্র রঙের ভূলুষ্ঠিত কিমোনো-পরা একটি মেয়ে ষ্টেজে এসে জান্ন পেতে বসে জাপানী প্রথায় সকলকে তিন বার অভিবাদন করলে। তার পর আবার তেমনই ধীর ভাবে উঠে সেই ষ্টেীভের সামনে বগল। তখন আর একটি ধেয়ে হাতে একটি ট্রেতে কয়েকটি পাত্র ইত্যাদি নিয়ে ঢুকে অভিবাদন ক’রে সেই ট্রেটি প্রথম মেয়েটির কাছে রাখলে। সে মেয়েটি ব’সে বসে ধীর সুন্দর ভঙ্গীতে ষ্টোভে কি রাজা করতে লাগল। আমরা তো অবাক হয়ে তাবছি এ আবার কি ধরণের নাচ। যাহোক দশ মিনিট পরে ষ্টোভের উপর থেকে পত্রিটি নামিয়ে মেয়েটি বাটিতে বাটিতে হাত করে চা ঢেলে দিতে লাগল এবং দলে দলে ছোট ছোট