পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C&는 ১Ne৪২ মানভূম জেলার সাওতাল ( কাড়ামার গ্রাম ) জাতি ছিল ; তবে পরে উত্তর-পশ্চিম প্রদেশ প্রভূতি ষে সব অঞ্চল আৰ্য্যদের অভিযানের পথে পড়িয়াছিল, সেই সকল স্থানের কুড়মিদের মধ্যে অল্প-বিস্তর আর্য শোণিত মিশ্রিত হইয়াছে । দ্বিতীয় অনুমান এই যে, সমস্ত কুড়মি জাতি মুলতঃ আর্যবংশগভূত। কিন্তু আবাসস্থান ও বৃত্তি বা পেশীভেদে এবং ‘দ্রাবিড়ী’ কিংবা ‘মুণ্ডা’ জাতিদের সংমিশ্রণে ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে কুডুমিদের জাতীয় অপকর্ষতা ঘটিয়াছে । তৃতীয় অনুমান এই যে, নাম এক হইলেও কুডুমি নামধারী জাতির উৎপত্তি দ্বিবিধ । ছোটনাগপুরের কুডুমিরা ‘কোল'-বংশ-সস্তুত, আর উত্তর-পশ্চিম প্রদেশের ও বিহারের কুভূমির আর্য-বংশ-সস্থত । 8, এই তিনটি মত ছাড়া একটি চতুর্থ অনুমানও অযৌক্তিক नग्न, श्रांभांद्र ७हेझ” भtन इञ्च । श्रांभांब व्छ्रभtन ७ई cष, হয়ত কুণ্ডুমি জাতি মুলতঃ আলপাইন-বংশ-সভূত হইতে পারে। এই অনুমানের সপক্ষে এইরূপ কয়েকটি যুক্তি নির্দেশ করা যাইতে পারে । ( ১ ) কৃষিকার্য্যে বিশেষ পারদর্শিতার জন্ত মহারাষ্ট্র দেশের কুনৰি জাতি ও উত্তর-পশ্চিম প্রদেশের, বিহারের ও ছোটনাগপুরের কুডুমি জাতি প্রসিদ্ধ। উত্তর-পশ্চিম মানভূম জেলার ভূমিজ-দম্পতী মানভূম জেলার বাউরি জাতি প্রদেশের কুডুমি জাতির কৃষিকার্য্যে আসক্তি ও শ্রমশীলতা সম্বন্ধে এইরূপ প্রবাদবাক্য প্রচলিত আছে : "ডালি জাত কুড়মিন, সুরপি হাথ । থে ত নিরাওএ তাপন পিকে সখি ৷” “এক পান যে ঘর্ষে স্বাতী । কুড়মিন পহিরে দোনে কি পাতি ॥” ( ২ ) উত্তর-পশ্চিম প্রদেশের কুড়মিদিগের মধ্যে ‘কুনবি’ নামেরও প্রচলন আছে । মহারাষ্ট্র প্রদেশের কুনবি জাতি ধে অন্তান্ত মহারাষ্ট্রীয়দের ছায় আলপাইন-বংশসস্তৃত ইহা অধিকাংশ নৃতত্ত্ববিৎ পণ্ডিতদের মত । বস্তুতঃ বিহারের আউধিয়া কুডুমি এবং যুক্তপ্রদেশের কনৌজিয়া কুড়মির মারহাট্ট ভে"সল রাজাদের ও সিন্ধিয়ারাজবংশের এবং শিবাজীর সঙ্গে সমজাতিত্ব দাবি করে । ( ৩ ) উত্তর-পশ্চিম বা যুক্তপ্রদেশের আজমগড় জেলায় কুভূমি জাতির একটি শাখা ‘মাল’ নামে অভিহিত হয়। ‘মাল’-জাতি যদি অল্পইন-বংশ-সস্থত হয়, তাহা হইলে কুড়মি জাতিও ঐ বংশ-সভূত হওয়া সম্ভবপর। আজমগড় জেলার মালের গোরক্ষপুর জেলার সাইথোরীর কুডুমিদের সঙ্গে কন্ত আদান-প্রদান করে। ঐ সাইথোরার কুভূমির “নাগ-বংশী” নামে আপনাদের পরিচয় দেয় । এই সমস্ত পৰ্য্যালোচনা করিয়া কুড়মি জাতিকে বাঙালী